কলকাতা, 9 মে: বুদ্ধদেব বসু তাঁর প্রবন্ধে রবীন্দ্রোত্তর যুগ নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছিলেন রবি ঠাকুর নিজেই ছিলেন রবীন্দ্রোত্তর যুগের পুরোধা পুরুষ ৷ অর্থাৎ তিনি নিজেই রবীন্দ্রোত্তর যুগের পথিকদের পথ দেখিয়েছেন ৷ আসলে নিজেকে বারবার ভেঙে করে গড়ে নিতে পারার নামই তো রবীন্দ্রনাথ ৷ হাজার হাজার গানের কথায়, নাটকে, কবিতায়, গল্পে, উপন্যাসে তিনি পরীক্ষা চালিয়েছেন একজন নিরলস গবেষকের মতো ৷ চন্দ্রিল ভট্টাচার্যের মতো মানুষ তাই তো তাঁর প্রতিভাকে বিশ্লেষণ করতে গিয়ে জানান, রবি ঠাকুর হওয়ার স্কুলে একদিনও ছুটি নেননি ৷ নতুন কিছু নিয়ে তাঁর আগ্রহ কতখানি তা বলতে গেলে আজ তাঁর ছায়াছবির প্রতি মুগ্ধতার কথা উল্লেখ করতেই হয় ৷
বিভিন্ন সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর থেকে জানা যায়, ছায়াছবির সঙ্গে রবি ঠাকুরের পরিচয় ঘটে সোভিয়েত ইউনিয়নে ৷ 1925 সালে তৈরি আইজেনস্টাইনের কাল্ট ছবি 'ব্যাটেলশিপ পটেমকিন' দেখে তিনি মুগ্ধ হন ৷ যদিও সিনেমার সমালোচনা করতেও পিছপা হননি তিনি ৷ কিন্তু লাইট, ক্যামেরা, অ্যাকশনের এই নতুন দুনিয়াকে জানার ইচ্ছাও তাঁর ছিল প্রবল ৷ ইতিমধ্য়ে তাঁর দু' একটি কাজ নিয়েও নির্বাক ছায়াছবি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ততদিনে ৷ তাই এই নতুন মাধ্য়ম নিয়েও রবি ঠাকুর তাঁর পরীক্ষা চালাতে ভুললেন না ৷
ঠিক একসময় নাটক নিয়ে যেমন তিনি নানান নতুন ধরনের কাজ করার চেষ্টা করেছিলেন ৷ তেমনই এবার শান্তিনিকেতনের কিছু ছেলে-মেয়েদের নিয়েই শুরু হল তাঁর ছায়া আর ছবিকে এক সূত্রে বেঁধে ফেলার কাজ ৷ সেদিনের সোনালি ইতিহাস ঘাঁটলে দেখা যায় এর মাঝে 'তপতী' নামক একটি ছবিতে মুখ্য চরিত্র হিসাবে কাজও করেছিলেন তিনি ৷ যদিও সে ছবির কাজ শেষ হয়নি ৷ রবি ঠাকুর তাঁর নিজের পরিচালিত ছবির জন্য অবশ্য় বেছে নিয়েছিলেন তাঁর নিজের কবিতা 'পূজারিনী'র নাট্যরূপকেই ৷ ছবির নাম ছিল 'নটীর পূজা' ৷
1932 সালে রবি ঠাকুর তৈরি করেন তাঁর এই পরীক্ষামূলক ছবি ৷ তবে সে ছবির সঙ্গে আজকের ছবির তফাত অনেকটাই ৷ কার্যত এটি ছিল মঞ্চস্থ নাটকের একটি রেকর্ডিং ৷ রবি ঠাকুর নিজেও অভিনয় করেন এই ছবিতে ৷ বিভিন্ন রিপোর্ট বলছে মাত্র দু'টি স্টেশনারি ক্যামেরা রবি ঠাকুর ব্যবহার করেছিলেন এই ছবির জন্য় ৷ যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি ৷
তবে এখন আর সেই কাজ পুরোটা দেখার সুযোগ নেই ৷ আগুন লেগে ছবির রিল অনেকটাই পুড়ে যায় ৷ তবে অনেক চেষ্টায় রবি ঠাকুরের এই কাজের কিছুটা অন্তত বাঁচানো গিয়েছে ৷ সেদিন থেকে আজ পর্যন্ত রবি ঠাকুরের সাহিত্য় ছবি নির্মাতাদের অন্যতম পছন্দ ৷ কখনও সত্য়জিৎ, কখনও পূর্ণেন্দু পত্রী আবার কখনও ঋতুপর্ণদের হাত ধরে কবিগুরুর সাহিত্য ফিরে ফিরে এসেছে রূপোলি পর্দায় ৷ আজও অনেকেই বেছে নিচ্ছেন কবিগুরুর লেখনী ৷ কিন্তু একদিন রবি ঠাকুর নিজেও পা রেখেছিলেন এই অচেনা ভুবনে ৷
আরও পড়ুন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা...