কলকাতা, 16 জুন: 16 জুন প্রবাদপ্রতিম সঙ্গীত পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের 103তম জন্মদিন। সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য ৷ 'হারানো সুর', 'সপ্তপদী', 'শাপমোচন', 'বালিকা বধূ', 'পরিণীতা'-র মতো প্রায় 138টি বাংলা ছবিতে সুরের জাদুতে মায়াজাল বুনেছিলেন তিনি ৷ তালিকায় রয়েছে সুচিত্রা সেন অভিনীত, অজয় কর পরিচালিত 'দত্তা'-ও ৷ 1976 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি ৷ 47 বছর পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কাহিনী আবারও রূপোলি পর্দায় ৷ নেপথ্যে পরিচালক নির্মল চক্রবর্তী ৷
মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'দত্তা' ৷ অতিমারির আগে থেকে এই ছবির কাজ শুরু হলেও মাঝপথে তা থমকে গিয়েছিল ৷ অবশেষে প্রথম পরিচালক হিসাবে 'দত্তা'-র হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে অভিনেত্রী ঋতুপর্ণা বন্ধু ও দাদা নির্মল চক্রবর্তীর ৷ সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষের দিনে যখন এই ছবি মুক্তি পেয়েছে তখন গানের কথা উঠবে না তা কী করে হয়!
অজয় কর পরিচালিত, 'দত্তা' ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এক এবং অদ্বিতীয়ম হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতে গানও গেয়েছিলেন তিনি। গান গেয়েছিলেন অরুন্ধতী হোমচৌধুরীও। যমুনাতে দেখলাম সই বল না কে সে জন গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আজও শুনতে ভালো লাগে ৷ 'মন দিতাম না সখি...'- গানটিও ভালোবাসার বেদনাকে যেন ফুটিয়ে তুলেছে শব্দ দিয়ে ৷ সুচিত্রা সেন, শমিত ভঞ্জ ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দারুণ সাড়া ফেলেছিল ৷ ছবিতে রবীন্দ্রসঙ্গীত 'মোর বীণা ওঠে...' গানটি শোনা গিয়েছে অরূন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে ৷
আরও পড়ুন: 'আমি ঝড়ের কাছে রেখে গেলাম...', আজও অনুরাগীদের ঠিকানা লেখা হেমন্তের গানেই
অন্যদিকে নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিতে সুর নিয়ে কারুকাজ করেছেন জয় সরকার ৷ ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতে অন্য মাত্রা ছুঁয়ে দিয়েছেন সুরকার জয় ৷ 'কতবার ভেবেছিনু..' গানটি শোনা গিয়েছে শিল্পী অদিতি গুপ্ত-র কণ্ঠে ৷ পাশাপাশি শিল্পী বাবুল সুপ্রিয় গেয়েছেন 'যদি তারে নাই চিনি গো সেকি..' ৷ তাই আজকের দিনে দত্তা ছবির মুক্তি আলাদা মানে তৈরি করেছে কলাকুশলীদের কাছে ৷