ETV Bharat / entertainment

Rashmika Mandanna: 'সবচেয়ে মনযোগী অভিনেতাদের অন্যতম', রণবীরের প্রশংসায় পঞ্চমুখ রশ্মিকা - রশ্মিকা মন্দানা

Rashmika Mandanna on Ranbir Kapoor: এবার তাঁর আগামী ছবির নায়ক রণবীর কাপুরকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন রশ্মিকা মন্দানা ৷ তিনি বললেন, "আমার মতে সবচেয়ে মনযোগী অভিনেতাদের অন্যতম হলেন রণবীর কাপুর ৷" দু'জনে এই মুহূর্তে জুটি বেঁধেছেন 'অ্যানিম্যাল' ছবিতে ৷

Rashmika Mandanna
রশ্মিকার গলায় রণবীরের প্রশংসা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 7:50 PM IST

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: 'পুষ্পা: দ্য বিগিনিং' ছবিটি দেখতে বসে আল্লু অর্জুনের পাশাপাশি যে গ্রাম্য সহজ-সরল কন্যাটি সকলের মন জিতে নিয়েছিলেন তিনি রশ্মিকা মন্দানা ৷ অবশ্য় সারা ভারতে আজও তিনি শ্রীবল্লী হিসাবেই খ্যাত ৷ সম্প্রতি অবশ্য 'গুডবাই' ছবির হাত ধরে তিনি পা রাখার চেষ্টা করেছিলেন বলিউডেও ৷ তবে সেখানে খুব সাফল্য আসেনি ৷ আগামিদিনে দু'টি গুরুত্বপূর্ণ ছবি নিয়ে হাজির হতে চলেছেন তিনি ৷ একটি তো অবশ্যই 'পুষ্পা 2' আর অন্যটি হল 'অ্যানিম্যাল' ৷ এই ছবিতে তাঁর সঙ্গী রণবীর কাপুর ৷ সম্প্রতি একটি ইন্টারভিউতে এই ছবির বিষয়েও মুখ খুললেন ৷

রশ্মিকা নিজেকে গড়ে তুলেছেন নিজেকে ৷ তাঁর পুরো জার্নিটাই ছিল ভীষণ আঁকাবাঁকা আর বন্ধুর ৷ পরিচালক ও ছবির জগত নিয়ে বলতে গিয়ে বলেন,"আজকাল অনেক লেখক এবং পরিচালকই মহিলাদের জন্য় খুব সুন্দর চরিত্রের অবতারণা করছেন ৷ আর আজকাল দর্শকও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য় আছে এমন চরিত্র দেখতে পছন্দ করেন ৷ তাই একজন স্বশিক্ষিত অভিনেত্রী হিসাবে এটুকুই আশা করতে পারি যে আগামীতেও এভাবেই কাজ করে যেতে পারব ৷"

তাঁর আসন্ন ছবির নায়ক রণবীরের প্রশংসায় তো রীতিমতো পঞ্চমুখ নায়িকা ৷ তিনি বলেন, "আমার মতে সবচেয়ে মনযোগী অভিনেতাদের অন্যতম হলেন রণবীর কাপুর ৷ আর সবচেয়ে বড় কথা হল উনি পরিবেশ পরিস্থিতিকে ভীষণ সহজ করে তুলতে পারেন ৷" সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই গ্য়াংস্টার ড্রামাটি মুক্তি পেতে চলেছে এই বছর ডিসেম্বরেই ৷

আরও পড়ুন: শাহরুখের 'লাকি চার্ম', 'জওয়ান' এ অভিনয় করেও তাই পারিশ্রমিক নেননি দীপিকা!

অন্য়দিকে 'পুষ্পা 2' ছবি নিয়ে অবশ্য় এখনও মুখ খোলেননি নায়িকা ৷ তবে তাঁর এই ছবির জন্য় মুখিয়ে রয়েছেন সকলে ৷ আগামীতে ধানুষের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা ৷ তাঁদের দেখা যাবে একটি বহুভাষিক ছবিতে ৷ অন্য়দিকে 'রেনবো'র মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে আপাতত সকলেই তাকিয়ে তাঁর 'অ্য়ানিম্যাল' ছবির দিকে ৷

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: 'পুষ্পা: দ্য বিগিনিং' ছবিটি দেখতে বসে আল্লু অর্জুনের পাশাপাশি যে গ্রাম্য সহজ-সরল কন্যাটি সকলের মন জিতে নিয়েছিলেন তিনি রশ্মিকা মন্দানা ৷ অবশ্য় সারা ভারতে আজও তিনি শ্রীবল্লী হিসাবেই খ্যাত ৷ সম্প্রতি অবশ্য 'গুডবাই' ছবির হাত ধরে তিনি পা রাখার চেষ্টা করেছিলেন বলিউডেও ৷ তবে সেখানে খুব সাফল্য আসেনি ৷ আগামিদিনে দু'টি গুরুত্বপূর্ণ ছবি নিয়ে হাজির হতে চলেছেন তিনি ৷ একটি তো অবশ্যই 'পুষ্পা 2' আর অন্যটি হল 'অ্যানিম্যাল' ৷ এই ছবিতে তাঁর সঙ্গী রণবীর কাপুর ৷ সম্প্রতি একটি ইন্টারভিউতে এই ছবির বিষয়েও মুখ খুললেন ৷

রশ্মিকা নিজেকে গড়ে তুলেছেন নিজেকে ৷ তাঁর পুরো জার্নিটাই ছিল ভীষণ আঁকাবাঁকা আর বন্ধুর ৷ পরিচালক ও ছবির জগত নিয়ে বলতে গিয়ে বলেন,"আজকাল অনেক লেখক এবং পরিচালকই মহিলাদের জন্য় খুব সুন্দর চরিত্রের অবতারণা করছেন ৷ আর আজকাল দর্শকও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য় আছে এমন চরিত্র দেখতে পছন্দ করেন ৷ তাই একজন স্বশিক্ষিত অভিনেত্রী হিসাবে এটুকুই আশা করতে পারি যে আগামীতেও এভাবেই কাজ করে যেতে পারব ৷"

তাঁর আসন্ন ছবির নায়ক রণবীরের প্রশংসায় তো রীতিমতো পঞ্চমুখ নায়িকা ৷ তিনি বলেন, "আমার মতে সবচেয়ে মনযোগী অভিনেতাদের অন্যতম হলেন রণবীর কাপুর ৷ আর সবচেয়ে বড় কথা হল উনি পরিবেশ পরিস্থিতিকে ভীষণ সহজ করে তুলতে পারেন ৷" সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই গ্য়াংস্টার ড্রামাটি মুক্তি পেতে চলেছে এই বছর ডিসেম্বরেই ৷

আরও পড়ুন: শাহরুখের 'লাকি চার্ম', 'জওয়ান' এ অভিনয় করেও তাই পারিশ্রমিক নেননি দীপিকা!

অন্য়দিকে 'পুষ্পা 2' ছবি নিয়ে অবশ্য় এখনও মুখ খোলেননি নায়িকা ৷ তবে তাঁর এই ছবির জন্য় মুখিয়ে রয়েছেন সকলে ৷ আগামীতে ধানুষের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা ৷ তাঁদের দেখা যাবে একটি বহুভাষিক ছবিতে ৷ অন্য়দিকে 'রেনবো'র মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ তবে আপাতত সকলেই তাকিয়ে তাঁর 'অ্য়ানিম্যাল' ছবির দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.