ETV Bharat / entertainment

বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে - রশ্মিকা মন্দানা

Rashmika New film 'The Girlfriend': 'অ্যানিম্যাল' ছবি নিয়ে আলোচনার মধ্যেই পরবর্তী ছবির কাজ শুরু করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ হায়দরাবাদে পুজো দিয়ে পরবর্তী ছবি শুরু করতে চলেছেন তিনি ৷ পরিচালক রাহুল রবিন্দ্রন ৷

Etv Bharat
অভিনেত্রী রশ্মিকা মন্দানার নতুন ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 3:43 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: নতুন ছবির কাজে হাতে দিলেন রশ্মিকা মন্দানা ৷ হায়দরাবাদে পুজো দিয়ে শুরু হল 'অ্যানিম্যাল' অভিনেত্রীর নয়া এক সিনে যাত্রা ৷ ছবির নাম 'দ্য গার্লফ্রেন্ড' ৷ ছবির শুভ মহরৎ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রযোজক আল্লু অরবিন্দ, এসকেএন, পরিচালক সাই রাজেশ, মারুথি, পবন সাদিনেনি ছাড়াও আরএ অনেকে ৷

শুভ দিনে প্রযোজক আল্লু অরবিন্দের ক্ল্যাপবোর্ড হাতে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ পুজো হলেও ছবির শুটিং কিছুদিন পরে শুরু হবে বলে জানা দিয়েছে ৷ 'দ্য গার্লফ্রেন্ড' রশ্মিকার কেরিয়ারে 24তম ছবি হতে চলেছে ৷ চলতি বছর অক্টোবরে ছবির ঘোষণা করা হয়েছিল ৷ সেই সময় রশ্মিকা সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "পৃথিবীতে অনেক সুন্দর ভালোবাসার গল্প ছড়িয়ে রয়েছে ৷ কিন্তু সেখানে বেশ কিছু ভালোবাসার গল্প রয়েছে যার কথা আগে শোনেননি, দেখেননি ৷ এবার সেই ভালোবাসার সাক্ষী রাখবে দ্য গার্লফ্রেন্ড ৷" তবে ছবিতে রশ্মিকা বিপরীতে কে রয়েছেন তা এখনও জানা যায়নি ৷

ছবিতে রশ্মিকার চরিত্রের একটা আভাস পাওয়া গিয়েছে একটি ছোট ভিডিয়োর মাধ্যমে ৷ যেখানে অভিনেত্রীকে জলের নীচে দেখা গিয়েছে ৷ তারপর আচমকাই তাঁর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় ৷ ছবির চিত্রনাট্য লেখা থেকে পরিচালনার দায়িত্ব সামলাবেন রাহুল ৷ প্রযোজক আল্লু অরবিন্দের গীথা আর্টস ব্যানারে শুরু হবে ছবি শুটিং ৷ সঙ্গীত পরিচালনা করবেন হেশম আব্দুল ওয়াহাব ৷

এই মুহূর্তে একাধিক প্রজেক্ট রয়েছে রশ্মিকার হাতে ৷ আপাতত দর্শক অ্যানিম্যাল রণবীরের বিপরীতে অভিনেত্রীর অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন ৷ অ্যানিম্যান মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷ রশ্মিকা-রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, সুরেশ ওবেরয় ৷ ছবির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

2. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর

3. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

হায়দরাবাদ, 28 নভেম্বর: নতুন ছবির কাজে হাতে দিলেন রশ্মিকা মন্দানা ৷ হায়দরাবাদে পুজো দিয়ে শুরু হল 'অ্যানিম্যাল' অভিনেত্রীর নয়া এক সিনে যাত্রা ৷ ছবির নাম 'দ্য গার্লফ্রেন্ড' ৷ ছবির শুভ মহরৎ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রযোজক আল্লু অরবিন্দ, এসকেএন, পরিচালক সাই রাজেশ, মারুথি, পবন সাদিনেনি ছাড়াও আরএ অনেকে ৷

শুভ দিনে প্রযোজক আল্লু অরবিন্দের ক্ল্যাপবোর্ড হাতে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ পুজো হলেও ছবির শুটিং কিছুদিন পরে শুরু হবে বলে জানা দিয়েছে ৷ 'দ্য গার্লফ্রেন্ড' রশ্মিকার কেরিয়ারে 24তম ছবি হতে চলেছে ৷ চলতি বছর অক্টোবরে ছবির ঘোষণা করা হয়েছিল ৷ সেই সময় রশ্মিকা সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "পৃথিবীতে অনেক সুন্দর ভালোবাসার গল্প ছড়িয়ে রয়েছে ৷ কিন্তু সেখানে বেশ কিছু ভালোবাসার গল্প রয়েছে যার কথা আগে শোনেননি, দেখেননি ৷ এবার সেই ভালোবাসার সাক্ষী রাখবে দ্য গার্লফ্রেন্ড ৷" তবে ছবিতে রশ্মিকা বিপরীতে কে রয়েছেন তা এখনও জানা যায়নি ৷

ছবিতে রশ্মিকার চরিত্রের একটা আভাস পাওয়া গিয়েছে একটি ছোট ভিডিয়োর মাধ্যমে ৷ যেখানে অভিনেত্রীকে জলের নীচে দেখা গিয়েছে ৷ তারপর আচমকাই তাঁর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় ৷ ছবির চিত্রনাট্য লেখা থেকে পরিচালনার দায়িত্ব সামলাবেন রাহুল ৷ প্রযোজক আল্লু অরবিন্দের গীথা আর্টস ব্যানারে শুরু হবে ছবি শুটিং ৷ সঙ্গীত পরিচালনা করবেন হেশম আব্দুল ওয়াহাব ৷

এই মুহূর্তে একাধিক প্রজেক্ট রয়েছে রশ্মিকার হাতে ৷ আপাতত দর্শক অ্যানিম্যাল রণবীরের বিপরীতে অভিনেত্রীর অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন ৷ অ্যানিম্যান মুক্তি পাবে পয়লা ডিসেম্বর ৷ রশ্মিকা-রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, সুরেশ ওবেরয় ৷ ছবির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ

2. ডিপফেকের শিকার এবার আলিয়া, রশ্মিকা-ক্যাটরিনাদের পর নকল ভিডিয়ো ভাইরাল কাপুর-পুত্রবধূর

3. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.