ETV Bharat / entertainment

Rashmika Looks in Pushpa 2: জন্মদিনে সামনে এল রশ্মিকার 'পুষ্পা: দ্য় রুল' ছবির লুক - Rashmika Looks in Pushpa 2

রশ্মিকার 27তম জন্মদিনে সামনে এল তাঁর পুষ্পা ছবির পরবর্তী পর্বের লুক ৷ শ্রীবল্লীর নতুন লুকে মোহিত নেটপাড়া ৷

Rashmika Looks in Pushpa 2
রশ্মিকার জন্মদিনে সামনে এল তাঁর পুষ্পা 2 ছবির লুক
author img

By

Published : Apr 5, 2023, 11:55 AM IST

হায়দরাবাদ, 5 এপ্রিল: 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির জেরেই এখন সারা ভারতের কাছে শ্রীবল্লী নামেই পরিচিত রশ্মিকা মন্দানা ৷ অভিনেত্রীর 27তম জন্মদিনে এবার সামনে এল তাঁর এই ব্লকবাস্টার হিট ছবির পরবর্তী পর্বের প্রথম লুক ৷ 'পুষ্পা 2' ছবিতে অবশ্য় প্রথম পর্বের থেকে একটু অন্য ধরনের লুকে দেখা যাবে তাঁকে ৷ মঙ্গলবারই নির্মাতারা জানিয়েছিলেন রশ্মিকার জন্মদিনেই তাঁর নতুন লুক সামনে আনবেন তাঁরা ৷

সেই কথা আজ রাখলেন নির্মাতারা । বুধবার সামনে এল রশ্মিকার আগামী ছবির খবর ৷ 'পুষ্পা: দ্য় রাইজ' ছবিতে পুষ্পার সঙ্গে গ্রাম্য় রমনী শ্রীবল্লীর কেমিস্ট্রি দেখে রীতিমতো মেতে উঠেছিলেন নেটিজেনরা ৷ তাঁদের অনস্ক্রিন রোম্যান্স বেশ পছন্দ হয়েছিল সকলের ৷ গল্প অনুযায়ী, ইতিমধ্য়েই বিয়ের পিঁড়িতে বসেছে পুষ্পা ৷ এবার তাই হাজির হতে চলেছে গল্পের পরবর্তী পর্ব ৷ অর্থাৎ এখানে উঠে আসতে পারে তাঁদের দাম্পত্য়ের কাহিনি ৷

উত্তর দেবে সময়ই ৷ তবে জোরকদমে যে 'পুষ্পা: দ্য় রুল' ছবি কাজ চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মন্দানারা এবার কতখানি মন জয় করতে পারেন সেটাই এখন দেখার ৷ রশ্মিকার জন্মদিনে শুধু যে তাঁর 'পুষ্পা: দ্য় রুল' ছবির ছবির প্রথম লুকই সামনে এসেছে তা কিন্তু নয় ৷ আরও বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে এখন কাজ করছেন রশ্মিকা ৷

তাঁকে আগামীতে নীতিনের সঙ্গে দেখা যাবে 'ভিএনআর ট্রায়ো' ছবিতে ৷ এই ছবির নির্মাতা অর্থাৎ মৈত্রী মুভি মেকার্সও নায়িকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভেঙ্কি কুদুমুল্লা ৷ আরও বেশ অনেকগুলি ছবির কাজ রয়েছে তাঁর হাতে ৷ একদিকে তাঁকে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন 'অ্যানিম্যাল' ছবিতে ৷ ছবির শ্য়ুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির পরবর্তী পর্বে তাঁকে দেখার জন্য় যে মুখিয়ে আছেন সকলে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে শরীর চর্চা, সুস্মিতার নতুন ভিডিয়ো ঘিরে শুরু জল্পনা

হায়দরাবাদ, 5 এপ্রিল: 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির জেরেই এখন সারা ভারতের কাছে শ্রীবল্লী নামেই পরিচিত রশ্মিকা মন্দানা ৷ অভিনেত্রীর 27তম জন্মদিনে এবার সামনে এল তাঁর এই ব্লকবাস্টার হিট ছবির পরবর্তী পর্বের প্রথম লুক ৷ 'পুষ্পা 2' ছবিতে অবশ্য় প্রথম পর্বের থেকে একটু অন্য ধরনের লুকে দেখা যাবে তাঁকে ৷ মঙ্গলবারই নির্মাতারা জানিয়েছিলেন রশ্মিকার জন্মদিনেই তাঁর নতুন লুক সামনে আনবেন তাঁরা ৷

সেই কথা আজ রাখলেন নির্মাতারা । বুধবার সামনে এল রশ্মিকার আগামী ছবির খবর ৷ 'পুষ্পা: দ্য় রাইজ' ছবিতে পুষ্পার সঙ্গে গ্রাম্য় রমনী শ্রীবল্লীর কেমিস্ট্রি দেখে রীতিমতো মেতে উঠেছিলেন নেটিজেনরা ৷ তাঁদের অনস্ক্রিন রোম্যান্স বেশ পছন্দ হয়েছিল সকলের ৷ গল্প অনুযায়ী, ইতিমধ্য়েই বিয়ের পিঁড়িতে বসেছে পুষ্পা ৷ এবার তাই হাজির হতে চলেছে গল্পের পরবর্তী পর্ব ৷ অর্থাৎ এখানে উঠে আসতে পারে তাঁদের দাম্পত্য়ের কাহিনি ৷

উত্তর দেবে সময়ই ৷ তবে জোরকদমে যে 'পুষ্পা: দ্য় রুল' ছবি কাজ চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মন্দানারা এবার কতখানি মন জয় করতে পারেন সেটাই এখন দেখার ৷ রশ্মিকার জন্মদিনে শুধু যে তাঁর 'পুষ্পা: দ্য় রুল' ছবির ছবির প্রথম লুকই সামনে এসেছে তা কিন্তু নয় ৷ আরও বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে এখন কাজ করছেন রশ্মিকা ৷

তাঁকে আগামীতে নীতিনের সঙ্গে দেখা যাবে 'ভিএনআর ট্রায়ো' ছবিতে ৷ এই ছবির নির্মাতা অর্থাৎ মৈত্রী মুভি মেকার্সও নায়িকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভেঙ্কি কুদুমুল্লা ৷ আরও বেশ অনেকগুলি ছবির কাজ রয়েছে তাঁর হাতে ৷ একদিকে তাঁকে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন 'অ্যানিম্যাল' ছবিতে ৷ ছবির শ্য়ুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির পরবর্তী পর্বে তাঁকে দেখার জন্য় যে মুখিয়ে আছেন সকলে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে শরীর চর্চা, সুস্মিতার নতুন ভিডিয়ো ঘিরে শুরু জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.