হায়দরাবাদ, 9 অগস্ট: ছবির ঘোষণা সামনে আসার পর থেকেই অনেকে আওয়াজ তুলেছিলেন 'নো শাহরুখ নো ডন' ৷ কিন্তু কালের নিয়মে সবই বদলায় ৷ শাহরুখের বদলে এবার কে তাই নিয়েই ছিল বড় প্রশ্ন ৷ অবশেষে বুধবার মিলল উত্তর ৷ 'ডন 3' ছবিতে শাহরুখের জুতোয় পা গলাতে চলেছেন করণের রকি রান্ধাওয়াই ৷ হ্যাঁ করণের 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে ইতিমধ্যেই ৷ আর এবার সেই ছবির ঘোর কাটতে না কাটতেই সামনে এল রণবীর সিংয়ের নতুন ছবির ঘোষণা ৷
নির্মাতা ফরহান আখতার আজ শেয়ার করেছেন একটি ছোট্ট ক্লিপিং ৷ আর সেখানেই দর্শকের সঙ্গে পরিচয় সেরেছেন নতুন ডন রণবীর ৷ সংলাপে শাহরুখের সঙ্গে মিল হয়তো খুঁজতে চাইবেন অনেকেই ৷ কারণ পরিচয় পর্বে রণবীরের কণ্ঠে শোনা গেল শাহরুখের সেই বিখ্যাত সংলাপ, 'গিয়ারা মুলুক কি পুলিশ...' ইত্যাদি ইত্যাদি ৷ মেজাজে কিন্তু নতুন ডনকেও বেশ লেগেছে ৷ বিশেষত যেভাবে সিগারেট ধরান তিনি কিংবা সংলাপ বলার তাঁর যে স্টাইল তা বেশ নজর কাড়া ৷
কিন্তু রণবীরকে ডন হিসাবে দেখেও এসআরকেকে ভুলতে পারলেন না নেটিজেনরা ৷ এক্সেল এন্টারটেইনমেন্ট যদিও বারবার বলছে এটা আসলে 'নতুন যুগের শুরু ৷' কিন্তু নেটিজেনরা ফেরত চান শাহরুখ খানকেই ৷ কেউ লিখেছেন, "না ভাই ৷ এসআরকেই হলেন আসল কিং ৷" কারও বক্তব্য,"ডন হিসাবে শাহরুখকে কেউ পিছনে ফেলতে পারবে না ৷" কারও আবার কাতর অনুরোধ, "কিং খানকে ছবিতে যেন একটা ক্যামিয়োতে অন্তত দেখা যায় ৷"
আরও পড়ুন: 'বস' এর দশে পা, সেলিব্রেশনে জিৎ, জানুন বিশদে
একসময় 'ডন' ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অমিতাভ বচ্চন ৷ সেই জুতোয় পা গলানো মোটেই সহজ ছিল না শাহরুখের জন্য ৷ কিন্তু এখন তিনি 'ডন' হিসাবে যে অধ্যায়টি যোগ করেছেন তাতে নতুন মাত্রা যোগ করতে পারবেন কি রণবীর? সেটাই দেখার অপেক্ষায় থাকবেন অনুরাগীরা ৷