ETV Bharat / entertainment

Ranveer Singh: মুম্বইতে বিলাসী 2 অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর, দাম কত জানেন ? - রণবীর সিং

Ranveer Singh sells Luxury apartments: বলিউডের অভিনেতা রণবীর সিং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে অন্যান্য নামী-দামি অভিনেতাদের পদাঙ্ক অনুসরণ করলেন । সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে যে, তিনি মুম্বইতে তাঁর দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন ।

Ranveer Singh sells Luxury apartments
রণবীর সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 6:30 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: গত কয়েক বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সাফল্য পেয়েছেন বলিউডের অভিনেতা রণবীর সিং । তাঁর শেষ ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'ও বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে ৷ এ বার সামনে এল তাঁর ব্যক্তিগত জীবনের এক তথ্য ৷ রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেন তিনি ৷ জানা গিয়েছে, মুম্বইতে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন রণবীর সিং ৷ তার বিশদ বিবরণ সামনে আসায় দেখা যাচ্ছে, দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে ভালোই টাকা পকেটে ঢুকেছে দীপিকা পাড়ুকোনের হাবির ৷

একটি রিপোর্টে জানা গিয়েছে, রণবীর সিং সম্প্রতি মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত তাঁর দুটি দুর্দান্ত সম্পত্তি বিক্রি করেছেন । এই দুটি অ্যাপার্টমেন্টের মিলিত মূল্য 15.25 কোটি টাকা । এই বাসস্থানগুলি এক্সপ্রেস হাইওয়েতে ওবেরয় মলের কাছে গোরেগাঁও পূর্বের ওবেরয় এক্সকুইসাইট বিল্ডিংয়ের 43তম তলায় অবস্থিত ।

1,324 বর্গফুট জুড়ে বিস্তৃত এই অ্যাপার্টমেন্টে ছয়টি পার্কিং স্পেস রয়েছে । রিপোর্টে বলা হয়েছে যে, বাজিরাও স্টার প্রতিটি অ্যাপার্টমেন্টের জন্য 45.75 লাখ স্ট্যাম্প ডিউটি পেয়েছেন এবং দুটি অ্যাপার্টমেন্টই তাঁর কাছ থেকে কিনেছেন ওই আবাসনেরই এক ব্যক্তি ৷ চুক্তিটি গত 6 নভেম্বর চূড়ান্ত হয়েছে । উল্লেখ্য, রণবীর গত বছর 119 কোটি টাকায় বান্দ্রা পশ্চিমে একটি কোয়াড্রুপ্লেক্স কিনেছিলেন ।

কর্মক্ষেত্রে রণবীরের আসন্ন ফিল্ম রোহিত শেঠির অ্যাকশন-প্যাকড ছবি সিংঘম এগেইন ৷ এ ছাড়াও ফারহান আখতারের ডন 3-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর ৷ যে ফ্র্যাঞ্চাইজিতে পূর্বে শিরোনাম চরিত্রে দেখা গিয়েছে সুপারস্টার শাহরুখ খানকে ৷ ডন 3-এর শুটিং আগামী বছরে শুরু হবে বলে আশা করা হচ্ছে ৷ 2024 সালে এই ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে । সম্প্রতি জনপ্রিয় টক শো কফি উইথ করণের অষ্টম সিজনে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং৷

আরও পড়ুন:

  1. ভাইজানের বোন অর্পিতার দিওয়ালি পার্টিতে সস্ত্রীক শাহরুখ, হাজির একাধিক তারকা
  2. শাহরুখ-সলমনের ব্রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর 'টাইগার 3' বক্সঅফিসে দেখাল ম্যাজিক

হায়দরাবাদ, 13 নভেম্বর: গত কয়েক বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সাফল্য পেয়েছেন বলিউডের অভিনেতা রণবীর সিং । তাঁর শেষ ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'ও বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে ৷ এ বার সামনে এল তাঁর ব্যক্তিগত জীবনের এক তথ্য ৷ রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেন তিনি ৷ জানা গিয়েছে, মুম্বইতে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন রণবীর সিং ৷ তার বিশদ বিবরণ সামনে আসায় দেখা যাচ্ছে, দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে ভালোই টাকা পকেটে ঢুকেছে দীপিকা পাড়ুকোনের হাবির ৷

একটি রিপোর্টে জানা গিয়েছে, রণবীর সিং সম্প্রতি মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত তাঁর দুটি দুর্দান্ত সম্পত্তি বিক্রি করেছেন । এই দুটি অ্যাপার্টমেন্টের মিলিত মূল্য 15.25 কোটি টাকা । এই বাসস্থানগুলি এক্সপ্রেস হাইওয়েতে ওবেরয় মলের কাছে গোরেগাঁও পূর্বের ওবেরয় এক্সকুইসাইট বিল্ডিংয়ের 43তম তলায় অবস্থিত ।

1,324 বর্গফুট জুড়ে বিস্তৃত এই অ্যাপার্টমেন্টে ছয়টি পার্কিং স্পেস রয়েছে । রিপোর্টে বলা হয়েছে যে, বাজিরাও স্টার প্রতিটি অ্যাপার্টমেন্টের জন্য 45.75 লাখ স্ট্যাম্প ডিউটি পেয়েছেন এবং দুটি অ্যাপার্টমেন্টই তাঁর কাছ থেকে কিনেছেন ওই আবাসনেরই এক ব্যক্তি ৷ চুক্তিটি গত 6 নভেম্বর চূড়ান্ত হয়েছে । উল্লেখ্য, রণবীর গত বছর 119 কোটি টাকায় বান্দ্রা পশ্চিমে একটি কোয়াড্রুপ্লেক্স কিনেছিলেন ।

কর্মক্ষেত্রে রণবীরের আসন্ন ফিল্ম রোহিত শেঠির অ্যাকশন-প্যাকড ছবি সিংঘম এগেইন ৷ এ ছাড়াও ফারহান আখতারের ডন 3-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর ৷ যে ফ্র্যাঞ্চাইজিতে পূর্বে শিরোনাম চরিত্রে দেখা গিয়েছে সুপারস্টার শাহরুখ খানকে ৷ ডন 3-এর শুটিং আগামী বছরে শুরু হবে বলে আশা করা হচ্ছে ৷ 2024 সালে এই ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে । সম্প্রতি জনপ্রিয় টক শো কফি উইথ করণের অষ্টম সিজনে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং৷

আরও পড়ুন:

  1. ভাইজানের বোন অর্পিতার দিওয়ালি পার্টিতে সস্ত্রীক শাহরুখ, হাজির একাধিক তারকা
  2. শাহরুখ-সলমনের ব্রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর 'টাইগার 3' বক্সঅফিসে দেখাল ম্যাজিক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.