হায়দরাবাদ, 22 মার্চ: এনডোর্সমেন্টের জন্য সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি (India Most Valued Celebrity 2022) হলেন বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh replaces Virat Kohli)। বলছে কর্পোরেট তদন্ত এবং ঝুঁকি পরামর্শদাতা সংস্থা ক্রলের 'সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন' রিপোর্ট ৷ 'বিয়ন্ড দ্য মেইনস্ট্রিম' থিমে গবেষণার অষ্টম সংস্করণ অনুসারে, রণবীর সিং ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে ছাপিয়ে '2022 সালে সবচেয়ে মূল্যবান ভারতীয় সেলিব্রিটি' হয়েছেন ।
ক্রিকেটার বিরাট কোহলির 2022 সালের অন-ফিল্ড পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় তা তাঁর ব্র্যান্ডের মানকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করা হচ্ছে । ডানহাতি ব্যাটসম্যানের সম্পূর্ণ ব্র্যান্ডের মূল্য 176.9 মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা 2021 সালে ছিল 1,535 কোটি টাকা ($ 185.7 মিলিয়ন) এবং 2020 সালে ছিল 1,965 কোটি টাকা ($237.7 মিলিয়ন)। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিরাট কোহলির পাঁচ বছর শীর্ষে থাকার রাজত্ব শেষ হয়েছে সিম্বা তারকার সৌজন্যে ৷
সমীক্ষায় ভারতের সবচেয়ে শক্তিশালী সেলিব্রিটি ব্র্যান্ডগুলিকে তাদের ব্র্যান্ড এনডোর্সমেন্টের পোর্টফোলিয়ো এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতির উপর ভিত্তি করে স্থান দেওয়া হয়েছে । শীর্ষ 25 সেলিব্রিটির সামগ্রিক ব্র্যান্ড মূল্য 2022 সালে $1.6 বিলিয়ন, যা 2021 সালের থেকে 29.1% বৃদ্ধি পেয়েছে । কোহলির ব্র্যান্ডের মূল্য টানা দু বছর হ্রাস পেয়েছে, বিশেষ করে যখন তিনি ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেছেন ৷
আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে
2020 সালে তাঁর মূল্য 237.7 মিলিয়ন মার্কিন ডলার ছিল এবং 2021 সালে 21% কমে তা হয় 185.7 মিলিয়ন মার্কিন ডলার । অক্ষয় কুমার এবং আলিয়া ভাট (Aliaa Bhatt is Indias most valued celebrity 2022) এই বছরের তালিকায় তাঁদের তৃতীয় এবং চতুর্থ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ৷ তাঁদের মোট ব্র্যান্ড মূল্য যথাক্রমে 153.6 মিলিয়ন মার্কিন ডলার এবং 102.9 মিলিয়ন মার্কিন ডলার ৷ রণবীর-ঘরণি দীপিকা পাড়ুকোনের র্যাঙ্কিং দু ধাপ উপরে উঠেছে ৷ 82.9 মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড মূল্য-সহ তিনি সপ্তম থেকে পঞ্চমে উঠে এসেছেন ।
শুধুমাত্র দক্ষিণ ভারতীয় সেলিব্রিটি হিসেবে তালিকায় রয়েছে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার নাম, যাঁদের ব্র্যান্ড মূল্য যথাক্রমে 31.4 মিলিয়ন মার্কিন ডলার এবং 25.3 মিলিয়ন মার্কিন ডলার । অলিম্পিক স্বর্ণ বিজয়ী নীরজ চোপড়া $26.5 মিলিয়ন মূল্যের ব্র্যান্ডের সঙ্গে 23 নম্বরে আত্মপ্রকাশ করেছেন ।