হায়দরাবাদ, 3 মার্চ: অস্কার নিয়ে চর্চার মাঝে এবার শিরোনামে উঠে এলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ সম্প্রতি অস্কারের অনুষ্ঠানের জন্য উপস্থাপকদের নাম ঘোষণা করা হয়েছে । সেই তালিকায় নাম আছে নায়িকারও ৷ এর আগেও বহু আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন দীপিকা ৷ তাঁকে সম্প্রতি ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচনের জন্য় বেছে নিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ৷ শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবেও জুরির অংশ ছিলেন তিনি ৷ এবার অস্কার মঞ্চেও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়া হল নায়িকাকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আগামী 12 মার্চ (ভারতের হিসেবে 13 মার্চ) অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সের এই অ্যাওয়ার্ড গালা ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাঁর ভক্তদের উপস্থাপকদের নামগুলি জানিয়েছেন দীপিকা ৷ দীপিকার সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন রিজ আহমেদ, ট্রয় কোটসুর, স্যামুয়েল এল জ্যাকসন, জো সালদানা, জোনাথন মেজরস, ডনি ইয়েন এবং কোয়েস্টলোভের মতো তারকারা ৷ ইনস্টাগ্রামে অভিনেত্রী এই তালিকা শেয়ার করার পর নায়িকার স্বামী রণবীর সিংও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায় (Ranveer on Deepika)৷
নায়িকা নিজেই বারবার স্বীকার করেছেন স্বামী রণবীরই তাঁর সবচেয়ে বড় চিয়ার লিডার ৷ হাততালির ইমোজি শেয়ার করে রণবীর শুভেচ্ছা জানিয়েছেন ঘরনিকে ৷ তাঁর এই পোস্টের নীচে কমেন্টের বন্য়া বইয়ে দিয়েছেন নেটিজেনরাও ৷ একইসঙ্গে বিনোদন জগতের আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সহ অভিনেত্রীকে ৷ সায়নী গুপ্তা, জোয়া আখতারের মতো অনেকেই ভীষণ খুশি তাঁর এই সম্মান লাভে ৷
আরও পড়ুন: এবার সন্দীপের সঙ্গে জুটি, আসছে আল্লু অর্জুনের নতুন প্যান ইন্ডিয়া ছবি
অস্কার পুরস্কারের মঞ্চে এবার ভারতের আশা তিনটি ছবির উপর টিকে রয়েছে ৷ সেরা মৌলিক গানের দৌড়ে রয়েছে রাজামৌলির ছবি 'আরআরআর'-এর গান 'নাতু নাতু' ৷ বাঙালি পরিচালক শৌনক সেনের ডকুমেন্টারি ছবি 'অল দ্যাট ব্রিদস'-ও রয়েছে এই পুরস্কার জয়ের দৌড়ে ৷ আর শর্ট ডকুমেন্টারি বিভাগে মনোনয়ন পেয়েছে গুনীত মঙ্গারের 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' ৷ সময়ই বলে দেবে এর মধ্যে কোনও ছবির হাত ধরে আদৌ পুরস্কার ঘরে আসবে কি না?