ETV Bharat / entertainment

HBD Ranveer Singh: চুম্বন দিবসে আরও একটি বসন্ত পার করলেন রোম্যান্সের 'পোস্টার বয়' রণবীর - Ranveer Singh Lip Lock Moments

তাঁর জন্ম আন্তর্জাতিক চুম্বন দিবসে ৷ পর্দা হোক বা বাস্তব-রণবীর সিং যে চির প্রেমিক তা বোধহয় আলাদা করে বলে দিতে হয় না ৷ জন্মদিনে ফিরে দেখা নায়কের রিয়েল লাইফ প্রেম-কাহিনি ৷

Ranveer Singh Lip Lock Moments  with Deepika Padukone
চুম্বন দিবসে জন্ম চিরপ্রেমিক রণবীরের
author img

By

Published : Jul 6, 2023, 11:35 AM IST

হায়দরাবাদ, 6 জুলাই: আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেতা রণবীর সিং ৷ আজ তাঁর 38তম জন্মদিন ৷ আবার অন্যদিকে, আজ ইন্টারন্যাশানাল কিসিং ডে বা আন্তর্জাতিক চুম্বন দিবস ৷ একেই বোধহয় বলে সঠিক সমাপতন ৷ এমন চিরপ্রেমিক এক মানুষের জন্মদিনই তো আন্তর্জাতিক চুম্বন দিবস হিসেবে আদর্শ ৷

2010 সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবির হাত ধরে বলিউডে পা রাখা এই রোম্যান্টিক নায়ক ঠিক যেমন বিখ্যাত তাঁর অনস্ক্রিন রোম্যান্সের জন্য় তেমনই বিখ্যাত তাঁর রিয়েল লাইফ রোম্যান্টিক মেজােজের জন্যও ৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2018 সালে ৷ তারপর থেকে বলিউডের চর্চিত জুটি 'দীপ-বীর' ৷ আজ রণবীরের জন্মদিনে ফিরে দেখা তাঁদের জীবনের কিছু জানা অজানা কিছু গল্প ৷

Ranveer Singh Lip Lock Moments  with Deepika Padukone
রামলীলা ছবির সেটেই শুরু তাঁদের প্রেম

রণবীর-দীপিকা জুটি বেঁধেছেন 'বাজিরাও মস্তানি', 'রামলীলা', 'বম্বে টকিজ', '83', 'পদ্মাবত'-এর মতো বহু ছবিতে ৷ তাঁদের প্রেমও শুরু ছবির সেটেই ৷ নেপথ্যে ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ রণবীর সিং এই গল্প শেয়ারও করেছিলেন তাঁর 'জয়েশভাই জোরদার' ছবির প্রচারের সময় ৷ তিনি জানিয়েছিলেন, 'রামলীলা' ছবি চলাকালীন তাঁদের প্রেম এতটাই জমে উঠেছিল যে তার প্রভাব পড়েছিল অনস্ক্রিন রোম্যান্সের ক্ষেত্রেও ৷ এই ছবিতে চুম্বনের একটি দৃশ্যের শুটিং চলাকালীন তা বুঝতে পেরেছিলেন পরিচালক সঞ্জয়ও ৷

Ranveer Singh Lip Lock Moments  with Deepika Padukone
শুটিংয়ের মাঝেই আবেগে ভেসেছিলেন দীপবীর
ঠিক কী ঘটেছিল সেদিন ? অভিনেতা বলেন, "ছবির একটি দৃশ্যে আমারা আক্ষরিক অর্থেই বিছানায় ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়েছিলাম ৷ মুহূর্তটা এতটাই গভীর ছিল যে জানালায় একটি ইট এসে পড়ার পরও আমরা বুঝতে পারিনি ৷" অভিনেতা জানান জানালায় ইট পড়ার পর তাঁদের থেমে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মুহূর্তে তাঁরা আবেগকে একেবারেই ধরে রাখতে পারেননি ৷ ফলতো আবারও তাঁরা চুম্বনে আবদ্ধ হন ৷ রণবীর জানান, তাঁদের বন্ধন কতটা গভীর সেদিনই তার আভাস পেয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিও ৷

আরও পড়ুন: ভিন্ন ভাবনায় মোড়া গ্রামজীবনের কাহিনি নিয়ে বড় পর্দায় আসছে 'দো আঁশ'

তাহলেই বুঝুন, এমন এক প্রেমিকের জন্মদিন আন্তর্জাতিক চুম্বন দিবসে এ এক আশ্চর্য সমাপতন কি না? রণবীর-দীপিকার এই রসায়ণকে কাজে লাগিয়ে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন বনশালিও ৷ রণবীরকে আগামীতে অবশ্য় পর্দায় দেখা যাবে আরেক রণবীর ঘরণির সঙ্গে ৷ আগামীতে আলিয়া ভাটের সঙ্গে তিনি অভিনয় করবেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ এখানেও তিনি অভিনয় করছেন আলিয়ার প্রেমিকের চরিত্রে ৷ বলাই বাহুল্য ছবির মূল ইউএসপি তাঁদের রসায়নই ৷

হায়দরাবাদ, 6 জুলাই: আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেতা রণবীর সিং ৷ আজ তাঁর 38তম জন্মদিন ৷ আবার অন্যদিকে, আজ ইন্টারন্যাশানাল কিসিং ডে বা আন্তর্জাতিক চুম্বন দিবস ৷ একেই বোধহয় বলে সঠিক সমাপতন ৷ এমন চিরপ্রেমিক এক মানুষের জন্মদিনই তো আন্তর্জাতিক চুম্বন দিবস হিসেবে আদর্শ ৷

2010 সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবির হাত ধরে বলিউডে পা রাখা এই রোম্যান্টিক নায়ক ঠিক যেমন বিখ্যাত তাঁর অনস্ক্রিন রোম্যান্সের জন্য় তেমনই বিখ্যাত তাঁর রিয়েল লাইফ রোম্যান্টিক মেজােজের জন্যও ৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2018 সালে ৷ তারপর থেকে বলিউডের চর্চিত জুটি 'দীপ-বীর' ৷ আজ রণবীরের জন্মদিনে ফিরে দেখা তাঁদের জীবনের কিছু জানা অজানা কিছু গল্প ৷

Ranveer Singh Lip Lock Moments  with Deepika Padukone
রামলীলা ছবির সেটেই শুরু তাঁদের প্রেম

রণবীর-দীপিকা জুটি বেঁধেছেন 'বাজিরাও মস্তানি', 'রামলীলা', 'বম্বে টকিজ', '83', 'পদ্মাবত'-এর মতো বহু ছবিতে ৷ তাঁদের প্রেমও শুরু ছবির সেটেই ৷ নেপথ্যে ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ রণবীর সিং এই গল্প শেয়ারও করেছিলেন তাঁর 'জয়েশভাই জোরদার' ছবির প্রচারের সময় ৷ তিনি জানিয়েছিলেন, 'রামলীলা' ছবি চলাকালীন তাঁদের প্রেম এতটাই জমে উঠেছিল যে তার প্রভাব পড়েছিল অনস্ক্রিন রোম্যান্সের ক্ষেত্রেও ৷ এই ছবিতে চুম্বনের একটি দৃশ্যের শুটিং চলাকালীন তা বুঝতে পেরেছিলেন পরিচালক সঞ্জয়ও ৷

Ranveer Singh Lip Lock Moments  with Deepika Padukone
শুটিংয়ের মাঝেই আবেগে ভেসেছিলেন দীপবীর
ঠিক কী ঘটেছিল সেদিন ? অভিনেতা বলেন, "ছবির একটি দৃশ্যে আমারা আক্ষরিক অর্থেই বিছানায় ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়েছিলাম ৷ মুহূর্তটা এতটাই গভীর ছিল যে জানালায় একটি ইট এসে পড়ার পরও আমরা বুঝতে পারিনি ৷" অভিনেতা জানান জানালায় ইট পড়ার পর তাঁদের থেমে যাওয়ার কথা ছিল কিন্তু সেই মুহূর্তে তাঁরা আবেগকে একেবারেই ধরে রাখতে পারেননি ৷ ফলতো আবারও তাঁরা চুম্বনে আবদ্ধ হন ৷ রণবীর জানান, তাঁদের বন্ধন কতটা গভীর সেদিনই তার আভাস পেয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিও ৷

আরও পড়ুন: ভিন্ন ভাবনায় মোড়া গ্রামজীবনের কাহিনি নিয়ে বড় পর্দায় আসছে 'দো আঁশ'

তাহলেই বুঝুন, এমন এক প্রেমিকের জন্মদিন আন্তর্জাতিক চুম্বন দিবসে এ এক আশ্চর্য সমাপতন কি না? রণবীর-দীপিকার এই রসায়ণকে কাজে লাগিয়ে একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন বনশালিও ৷ রণবীরকে আগামীতে অবশ্য় পর্দায় দেখা যাবে আরেক রণবীর ঘরণির সঙ্গে ৷ আগামীতে আলিয়া ভাটের সঙ্গে তিনি অভিনয় করবেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ এখানেও তিনি অভিনয় করছেন আলিয়ার প্রেমিকের চরিত্রে ৷ বলাই বাহুল্য ছবির মূল ইউএসপি তাঁদের রসায়নই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.