ETV Bharat / entertainment

Ranveer Singh: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে - Ranveer Singh

লিঙ্গবৈষম্যের মতো অপছন্দের বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে সময়বিশেষে ধরা দিয়েছেন এমন বেশভূষায়, যা তাজ্জব করেছে নেটাগরিকদের । সেই রণবীর সিং এবার আরও সাহসী । নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন বলিউডের বাজিরাও (Ranveer Singh goes naked for magazine shoot and breaks the internet) ।

Ranveer Singh
জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন রণবীর
author img

By

Published : Jul 22, 2022, 8:03 AM IST

Updated : Jul 22, 2022, 8:18 AM IST

মুম্বই, 22 জুলাই: অতিরঞ্জিত অভিব্যক্তি, ছক ভাঙার প্রবণতা বারংবার তাঁকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে । লিঙ্গবৈষম্যের মতো অপছন্দের বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে সময়বিশেষে ধরা দিয়েছেন এমন বেশভূষায়, যা তাজ্জব করেছে নেটাগরিকদের । সেই রণবীর সিং এবার আরও সাহসী । নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন বলিউডের বাজিরাও । স্বভাবতই দীপিকার বেটার-হাফকে দেখে হাঁ নেটপাড়া (Ranveer Singh goes naked for magazine shoot and breaks the internet) ।

পেপার ম্যাগাজিন (Paper Magazine) সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । ইনস্টাগ্রামে বি-টাউন অভিনেতার নগ্ন ফটোশুটের ছবি দেখে হতভম্ব হলেও রণবীরকে কুর্নিশও জানিয়েছে নেটপাড়া । আর যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বললেন ?

Ranveer Singh
ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর

সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছেন, "শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তারা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।" সবমিলিয়ে যা অনুরাগীদের মনে করাচ্ছে রণবীরেরই 'গাল্লি বয়' সিনেমার জনপ্রিয় ব়্যাপ 'আপনা টাইম আয়েগা'-র একটি লাইন- "তু নাঙ্গা হি তো আয়া হ্যায়, কিয়া ঘণ্টা লেকার যায়েগা ?"

আরও পড়ুন: 'শামশেরা' প্রচারে শেষ টাচ, দুধ সাদা শাড়িতে 'দেশি গার্ল' বাণী

অ্যাডভেঞ্চারার বেয়ার গ্রিলসের সঙ্গে কোল্যাবে সম্প্রতি সাড়া ফেলেছেন পর্দার আলাঊদ্দিন খিলজী । নেটফ্লিক্সে দিনকয়েক আগে মুক্তি পেয়েছে 'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস' । এছাড়া সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত আপকামিং কমেডি সার্কাস-এর শুটিং শেষ করেছেন অভিনেতা । পাশাপাশি করণ জোহারের 'রকি অর রানি কি প্রেম কাহানি'-র কাজ চলছে জোরকদমে । ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ।

মুম্বই, 22 জুলাই: অতিরঞ্জিত অভিব্যক্তি, ছক ভাঙার প্রবণতা বারংবার তাঁকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে । লিঙ্গবৈষম্যের মতো অপছন্দের বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে সময়বিশেষে ধরা দিয়েছেন এমন বেশভূষায়, যা তাজ্জব করেছে নেটাগরিকদের । সেই রণবীর সিং এবার আরও সাহসী । নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন বলিউডের বাজিরাও । স্বভাবতই দীপিকার বেটার-হাফকে দেখে হাঁ নেটপাড়া (Ranveer Singh goes naked for magazine shoot and breaks the internet) ।

পেপার ম্যাগাজিন (Paper Magazine) সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । ইনস্টাগ্রামে বি-টাউন অভিনেতার নগ্ন ফটোশুটের ছবি দেখে হতভম্ব হলেও রণবীরকে কুর্নিশও জানিয়েছে নেটপাড়া । আর যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বললেন ?

Ranveer Singh
ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর

সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছেন, "শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তারা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।" সবমিলিয়ে যা অনুরাগীদের মনে করাচ্ছে রণবীরেরই 'গাল্লি বয়' সিনেমার জনপ্রিয় ব়্যাপ 'আপনা টাইম আয়েগা'-র একটি লাইন- "তু নাঙ্গা হি তো আয়া হ্যায়, কিয়া ঘণ্টা লেকার যায়েগা ?"

আরও পড়ুন: 'শামশেরা' প্রচারে শেষ টাচ, দুধ সাদা শাড়িতে 'দেশি গার্ল' বাণী

অ্যাডভেঞ্চারার বেয়ার গ্রিলসের সঙ্গে কোল্যাবে সম্প্রতি সাড়া ফেলেছেন পর্দার আলাঊদ্দিন খিলজী । নেটফ্লিক্সে দিনকয়েক আগে মুক্তি পেয়েছে 'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস' । এছাড়া সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত আপকামিং কমেডি সার্কাস-এর শুটিং শেষ করেছেন অভিনেতা । পাশাপাশি করণ জোহারের 'রকি অর রানি কি প্রেম কাহানি'-র কাজ চলছে জোরকদমে । ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ।

Last Updated : Jul 22, 2022, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.