ETV Bharat / entertainment

Rani in Kamakhya Temple: জন্মদিনে কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি

নিজের 45তম জন্মদিনে অসমের কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি মুখোপাধ্যায় (Rani in Kamakhya Temple)৷ গোলাপি স্যুটে মোহময়ী দেখাচ্ছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের অভিনেত্রীকে ৷

Rani in Kamakhya Temple ETV Bharat
কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি
author img

By

Published : Mar 21, 2023, 8:10 PM IST

গুয়াহাটি (অসম), 21 মার্চ: আজ তাঁর 45তম জন্মদিন (Rani Mukerji Birthday)৷ আর এই বিশেষ দিনে অসমের কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বলিউডের অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani in Kamakhya Temple)৷ মন্দির প্রাঙ্গণে তাঁর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

অনলাইনে যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে, তার মধ্যে একটিতে দেখা গিয়েছে যে, রানি কামাক্ষা মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন । রানির পরনে ছিল গোলাপি রঙের জমকালো স্যুট । কপালে আঁকা লাল তিলক । এমনকী তাঁর গলায় ফুলের মালাও দেখা গিয়েছে ৷ কিছু দিন আগে মর্দানি স্টার পঞ্জাবের অমৃতসরের বিখ্যাত শ্রী হরমন্দির সাহেব বা স্বর্ণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷

Rani in Kamakhya Temple ETV Bharat
কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি

এ দিকে, কর্মক্ষেত্রে সদ্য মুক্তি পেয়েছে রানির বহু চর্চিত ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ৷ এই ছবিতে তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিনি তাঁর সন্তানদের পাওয়ার জন্য রাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন । ছবিটি সাগরিকা চক্রবর্তীর বই দ্য জার্নি অফ আ মাদার অবলম্বনে তৈরি হয়েছে । আশিমা চিব্বরের পরিচালনায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে রানি ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ভ এবং অনির্বাণ ভট্টাচার্য । গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি ।

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে

17 মার্চ মুক্তি পাওয়ার পর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে প্রথম দিনে 1.27 কোটি টাকা আয় করে । বিশেষ করে বাংলা থেকে তাঁর পারফরম্যান্সে অপ্রতিরোধ্য সাড়া পেয়ে রানি বলেছেন, "আমি সাগরিকাকে ও তাঁর বাচ্চাদের সেলুলয়েডে ফিরিয়ে আনার জন্য ভয়ঙ্কর সংগ্রাম করে আমার সর্বস্ব দিয়েছি । আমি দেখেছি যে আমার মা, একজন বাঙালি মা ৷ কীভাবে তিনি তাঁর সন্তানদের কঠোর পরিশ্রম করে রক্ষা করেছেন এবং যখন আমি সাগরিকার জীবন কাহিনী সম্পর্কে জানলাম, তখন তাঁর মধ্যেও একই বৈশিষ্ট্য দেখেছি । তাই দুই বাঙালি মা আমাকে এই ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করেছেন এবং আমি খুবই গর্বিত যে এই ছবি সারা ভারতের মানুষকে, বিশেষ করে মায়েদের অনুরণিত করেছে ।"

গুয়াহাটি (অসম), 21 মার্চ: আজ তাঁর 45তম জন্মদিন (Rani Mukerji Birthday)৷ আর এই বিশেষ দিনে অসমের কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বলিউডের অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani in Kamakhya Temple)৷ মন্দির প্রাঙ্গণে তাঁর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

অনলাইনে যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে, তার মধ্যে একটিতে দেখা গিয়েছে যে, রানি কামাক্ষা মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন । রানির পরনে ছিল গোলাপি রঙের জমকালো স্যুট । কপালে আঁকা লাল তিলক । এমনকী তাঁর গলায় ফুলের মালাও দেখা গিয়েছে ৷ কিছু দিন আগে মর্দানি স্টার পঞ্জাবের অমৃতসরের বিখ্যাত শ্রী হরমন্দির সাহেব বা স্বর্ণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷

Rani in Kamakhya Temple ETV Bharat
কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি

এ দিকে, কর্মক্ষেত্রে সদ্য মুক্তি পেয়েছে রানির বহু চর্চিত ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ৷ এই ছবিতে তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিনি তাঁর সন্তানদের পাওয়ার জন্য রাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন । ছবিটি সাগরিকা চক্রবর্তীর বই দ্য জার্নি অফ আ মাদার অবলম্বনে তৈরি হয়েছে । আশিমা চিব্বরের পরিচালনায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে রানি ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ভ এবং অনির্বাণ ভট্টাচার্য । গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি ।

আরও পড়ুন: মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে

17 মার্চ মুক্তি পাওয়ার পর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে প্রথম দিনে 1.27 কোটি টাকা আয় করে । বিশেষ করে বাংলা থেকে তাঁর পারফরম্যান্সে অপ্রতিরোধ্য সাড়া পেয়ে রানি বলেছেন, "আমি সাগরিকাকে ও তাঁর বাচ্চাদের সেলুলয়েডে ফিরিয়ে আনার জন্য ভয়ঙ্কর সংগ্রাম করে আমার সর্বস্ব দিয়েছি । আমি দেখেছি যে আমার মা, একজন বাঙালি মা ৷ কীভাবে তিনি তাঁর সন্তানদের কঠোর পরিশ্রম করে রক্ষা করেছেন এবং যখন আমি সাগরিকার জীবন কাহিনী সম্পর্কে জানলাম, তখন তাঁর মধ্যেও একই বৈশিষ্ট্য দেখেছি । তাই দুই বাঙালি মা আমাকে এই ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করেছেন এবং আমি খুবই গর্বিত যে এই ছবি সারা ভারতের মানুষকে, বিশেষ করে মায়েদের অনুরণিত করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.