ETV Bharat / entertainment

Ranbir on YJHD sequel: বড় পর্দায় ফিরছে 'বানি-ন্যায়না' জুটি ? মুখ খুললেন রণবীর কাপুর - পর্দায় ফিরতে চলেছে বানি নেয়না জুটি

শীঘ্রই আসছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির সিক্যুয়েল ৷ জানালেন অভিনেতা রণবীর কাপুর ৷ এক সাক্ষাৎকারে এই ছবির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ঋষি-তনয় ৷

Ranbir on YJHD sequel
পর্দায় ফিরতে চলেছে 'বানি-নেয়না' জুটি
author img

By

Published : May 7, 2023, 6:03 PM IST

Updated : May 7, 2023, 6:17 PM IST

হায়দরাবাদ, 7 মে: 10 বছর পার হয়ে গিয়েছে ৷ বানি, ন্যায়না, অদিতি ওরফে আদি ও অভিনাশ ওরফে অভি বর্তমানে ব্যস্ত সকলেই ৷ কেমন কাটছে তাঁদের জীবন, জানতে ইচ্ছে করছে? তাহলে তো অপেক্ষা করতে হবে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির সিক্য়ুয়েলের জন্য ৷ আর সেটা হবে খুব তাড়াতাড়িই ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন কবির থাপার ওরফে রণবীর কাপুর ৷

রোম্যান্টিক-কমেডি-ড্রামায় ভরপুর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের অন্যতম মাস্টারপিস 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৷ 2013 মুক্তি পাওয়া এই ছবি আজও নস্ট্যালজিক করে তোলে দর্শকদের ৷ এই ছবির হাত ধরেই আজও পৌঁছে যাওয়া যায় ফেলে আসা কলেজ জীবনে, ফেলে আসা প্রেম জীবনে, ফেলে আসা বন্ধু জীবনে ৷ স্বভাবতই ছবির চিত্রনাট্য রিল থেকে রিয়েলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ৷ বানি, নেয়না, আদি, অভি-র মধ্যেই দর্শকরা যেন নিজেদেরকেই খুঁজে পেয়েছিলেন নতুন রূপে ৷ তাই 10 বছর সময়ের পাতা ওলটালেও অনুভূতিগুলো যেন কোথাও না কোথাও থমকে রয়েছে সেখানেই ৷ তারপরের গল্প কী? কোনদিকে এগিয়েছে এই চরিত্রদের জীবন, তা এবার ফুটে উঠবে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র পরবর্তী পার্টে ৷

সম্প্রতি সোশাল মাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুর এই বিষয়ে মুখ খুলেছেন ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'ব্রহ্মাস্ত্র' ছাড়া আর কোন ছবির সিক্যুয়েল করতে পছন্দ করবেন তিনি ৷ জবাবে তিনি জানিয়েছেন, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েল করতে তিনি ইচ্ছুক ৷ রণবীর বলেন, "অয়নের কাছে এই নিয়ে খুব ভালো একটা গল্প আছে ৷ তবে সে ব্রহ্মাস্ত্র নিয়ে ব্য়স্ত হয়ে পড়েছে এখন ৷ অয়ন নিশ্চই কয়েক বছর পরে হলেও এই ছবি বানাবে ৷" পাশাপাশি তিনি হিন্ট দিয়ে বলেছেন, ছবির গল্প এগিয়ে যাবে 10 বছর ৷ তিনি বলেন," আমার মনে হয় এই ছবির কাহিনী 10 বছর এগিয়ে নিয়ে যাবে ৷ যেখানে বানি, নেয়না, অভি ও অদিতি-র জীবন তুলে ধরা হবে ৷ এটা খুব মজাদার হবে, এই চরিত্রগুলো সম্পর্কে আরও জানা যাবে ৷"

আরও পড়ুন: মেট গালা অভিষেক আলিয়ার, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা

উল্লেখ্য, 'ব্রহ্মাস্ত্র'-র সুপার সাকসেসের পর রণবীর কাপুরকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি 'অ্যানিমাল'-এ ৷ তাঁর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা, অনিল কাপুর ও ববি দেওল ৷ 'অ্যানিমাল' ছবির মুক্তি চলতি বছরের অগস্টেই ৷

হায়দরাবাদ, 7 মে: 10 বছর পার হয়ে গিয়েছে ৷ বানি, ন্যায়না, অদিতি ওরফে আদি ও অভিনাশ ওরফে অভি বর্তমানে ব্যস্ত সকলেই ৷ কেমন কাটছে তাঁদের জীবন, জানতে ইচ্ছে করছে? তাহলে তো অপেক্ষা করতে হবে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির সিক্য়ুয়েলের জন্য ৷ আর সেটা হবে খুব তাড়াতাড়িই ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন কবির থাপার ওরফে রণবীর কাপুর ৷

রোম্যান্টিক-কমেডি-ড্রামায় ভরপুর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের অন্যতম মাস্টারপিস 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৷ 2013 মুক্তি পাওয়া এই ছবি আজও নস্ট্যালজিক করে তোলে দর্শকদের ৷ এই ছবির হাত ধরেই আজও পৌঁছে যাওয়া যায় ফেলে আসা কলেজ জীবনে, ফেলে আসা প্রেম জীবনে, ফেলে আসা বন্ধু জীবনে ৷ স্বভাবতই ছবির চিত্রনাট্য রিল থেকে রিয়েলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ৷ বানি, নেয়না, আদি, অভি-র মধ্যেই দর্শকরা যেন নিজেদেরকেই খুঁজে পেয়েছিলেন নতুন রূপে ৷ তাই 10 বছর সময়ের পাতা ওলটালেও অনুভূতিগুলো যেন কোথাও না কোথাও থমকে রয়েছে সেখানেই ৷ তারপরের গল্প কী? কোনদিকে এগিয়েছে এই চরিত্রদের জীবন, তা এবার ফুটে উঠবে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র পরবর্তী পার্টে ৷

সম্প্রতি সোশাল মাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুর এই বিষয়ে মুখ খুলেছেন ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'ব্রহ্মাস্ত্র' ছাড়া আর কোন ছবির সিক্যুয়েল করতে পছন্দ করবেন তিনি ৷ জবাবে তিনি জানিয়েছেন, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র সিক্যুয়েল করতে তিনি ইচ্ছুক ৷ রণবীর বলেন, "অয়নের কাছে এই নিয়ে খুব ভালো একটা গল্প আছে ৷ তবে সে ব্রহ্মাস্ত্র নিয়ে ব্য়স্ত হয়ে পড়েছে এখন ৷ অয়ন নিশ্চই কয়েক বছর পরে হলেও এই ছবি বানাবে ৷" পাশাপাশি তিনি হিন্ট দিয়ে বলেছেন, ছবির গল্প এগিয়ে যাবে 10 বছর ৷ তিনি বলেন," আমার মনে হয় এই ছবির কাহিনী 10 বছর এগিয়ে নিয়ে যাবে ৷ যেখানে বানি, নেয়না, অভি ও অদিতি-র জীবন তুলে ধরা হবে ৷ এটা খুব মজাদার হবে, এই চরিত্রগুলো সম্পর্কে আরও জানা যাবে ৷"

আরও পড়ুন: মেট গালা অভিষেক আলিয়ার, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা

উল্লেখ্য, 'ব্রহ্মাস্ত্র'-র সুপার সাকসেসের পর রণবীর কাপুরকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি 'অ্যানিমাল'-এ ৷ তাঁর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা, অনিল কাপুর ও ববি দেওল ৷ 'অ্যানিমাল' ছবির মুক্তি চলতি বছরের অগস্টেই ৷

Last Updated : May 7, 2023, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.