কলকাতা, 26 ফেব্রুয়ারি: শিডিউল পিছিয়েছে একদিন ৷ তাতে কী ? রণবীর কাপুরকে বরণ করে নিতে খামতি রাখল না কলকাতা ৷ রবিবাসরীয় ইডেন গার্ডেন্স মেতে উঠল দাদাস ঝুঠি বনাম রণবীরস মক্কার টিমের ক্রিকেট ম্যাচে ৷ তবে আজ দুই তারকাই খোলসা করে বলে দিলেন রিল দুনিয়ায় 'দাদা' হচ্ছেন না রণবীর কাপুর। তবু রণবীর ইডেনে নিজের আগামী ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে 'সৌরভ' ছড়িয়ে দিয়ে গেলেন ৷ রণবীর-সৌরভ দু'জনেই এদিন ব্যাটে-বলে কামাল করলেন ৷ কাকতালীয়ভাবে সৌরভের যে বায়োপিক ছবি এবং রণবীরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির প্রযোজক এক ৷ সেই কারণেই এদিন মিশে গেল রণবীর, সৌরভ আর ইডেন ৷
সৌরভের কোন জিনিস ভালোলাগে ? তা এদিন রণবীরকে জানতে চাওয়া হলে অভিনেতা বললেন, "লর্ডসে জামা ওড়ানোর দাদাগিরি।" সেইসময় ঋষি পুত্র'র বয়স ছিল কুড়ি। বহুদিন পর ইডেনে খেলার স্বপ্ন আজ তাঁর পূরণ হল বলে জানালেন রণবীর ৷ তার উপর সৌরভের বোলিংয়ে ব্যাট করার অভিজ্ঞতা সত্যিই অভূতপূর্ব, তাও জানালেন তিনি ৷ এরপরই সাংবাদিকদের প্রশ্ন, দাদার বায়োপিক নিয়ে ৷ রণবীরের চটজলদি উত্তর, "দাদার চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসেনি। আমি কিশোর কুমারের বায়োপিকে কাজ করছি। খুব প্রাথমিক পর্যায়ে বিষয়টি রয়েছে।"
অন্যদিকে, মহারাজ বলেন, "রণবীরকে আমার বায়োপিকের জন্য প্রথম পছন্দ হলেও সে আমার বায়োপিকে কাজ করছে না ৷ রণবীর ভালো অভিনেতা। অভিনয়ের ধারা রয়েছে ওর পরিবারে। আমি ওর প্রায় প্রতিটি ছবিই দেখেছি। সম্প্রতি ব্রহ্মাস্ত্র দেখেছি। বরফি দেখেছি ৷ দার্জিলিংয়ে শ্যুটিংয়ের যা অসাধারণ দৃশ্য, খুবই ভালো লেগেছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি দেখেছিলাম। আসন্ন ছবিটাও হিট করবে আশা করি।"
সাংবাদিকদের পরের প্রশ্ন এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি প্লে-অফ নিয়ে ৷ উত্তরে ঋষি পুত্র বলেন, "আমরা লিগ শিল্ড জিতেছি। ফাইনালে দেখা হলে অবশ্যই দাদাকে অভিনন্দন জানাব।" তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে গত কয়েকদিনে চর্চার শেষ নেই। চলতি সপ্তাহের গোড়াতেই খবর রটে যায়, পর্দায় দাদার ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে, কথাবার্তা প্রায় পাকা। সেই নিয়ে কার্যত হইচই কাণ্ড! রণবীর ভক্তরা তো দারুণ উত্তেজিত হয়ে পড়েন বিষয়টি নিয়ে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না ৷
আরও পড়ুন: নতুন ছবির প্রচারে তিলোত্তমায় রণবীর, উপহার পেলেন মিষ্টি
এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক (সঞ্জু)-এ অভিনয় করেছেন রণবীর। নিজের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একবার মাত্রই রিয়েল লাইফ চরিত্রকে পর্দায় জীবন্ত করেছেন তিনি। তবে তিনি এদিন জানিয়েছেন, সৌরভ নয়, কিশোর কুমারের বায়োপিকে তিনি কাজ করছেন ৷ পাশাপাশি এদিন ব্যাট হাতে সৌরভের বলে ছক্কাও হাঁকালেন রণবীর ৷ যা গিয়ে পড়ল নন্দনকাননের দ্বিতীয় টিয়ারে ৷ আবার বল হাতেও পাওয়া গেল অভিনেতাকে। ছবিগুলো যেন কোথাও গিয়ে জানান দিচ্ছিল পুরোটাই সৌরভের বায়োপিকের প্রস্তুতি। কিন্তু মুখে দুই তারকা নেতিবাচক উত্তরে কিছুটা মনখারাপ সকলের ৷