হায়দরাবাদ, 5 ডিসেম্বর: অ্যাকশন ছবিতে 'চকলেট বয় হিরো' কীভাবে নিজের জায়গা করে নেন দেখার জন্য় মুখিয়েছিলেন রণবীর কাপুুর অনুরাগীরা ৷ বক্স অফিস রিপোর্ট বলছে, 'অ্যানিম্যাল' ছবিতে অ্যাকশন হিরো অবতারে অনেকটাই মন কাড়তে পেরেছেন তিনি ৷ চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে 400 কোটির ক্লাবে জায়গা করে নিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি ৷
প্রযোজনা সংস্থা তথা মিউজিক কোম্পানি টি সিরিজ জানিয়েছে 'অ্যানিম্যাল' ব্লকবাস্টার সাফল্য পেয়েছে ৷ একজন পরিচিত ট্রেড অ্যানালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সারা বিশ্ব জুড়ে ছবিটি আয় করেছে 69 কোটি টাকা ৷ রবিবার ছবির আয় ছিল 120 কোটি টাকা ৷ শনিবার এবং শুক্রবার মিলিয়ে ছবির আয় 236 কোটি টাকা ৷ শুধু বিশ্বব্যাপী বক্স অফিসে নয় দেশের বক্সঅফিসে 300 কোটির ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছে ছবিটি ৷
স্যাকনিল্কের রিপোর্টে দাবি করা হয়েছে ভারতে 'অ্যানিম্যাল'-এর বর্তমান আয় 245.49 কোটি ৷ ছবি নিয়ে অনেকেই অবশ্য় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ৷ বিশেষত, যেভাবে মহিলা চরিত্রদের তুলে ধরা হয়েছে তা নিয়েও সমালোচকরা অনেকেই খুশি নন ৷ তাঁদের মতে, নারী চরিত্রগুলিকে বেশ বিতর্কিত রূপে চিত্রিত করেছেন নির্মাতারা ৷ তবে আন্ডারওয়ার্ল্ড-এর ওপর তৈরি এই ছবিতে মূলত উঠে পিতা-পুত্রের সম্পর্কের উপর ভিত্তি করে ৷ দু'জনের সম্পর্কের এই কাহিনি রীতিমতো নজর কেড়েছে অনেকেরই ৷ আর তার সঙ্গে অ্যাকশনের মশলা তো রয়েছেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, রশ্মিকা মন্দানা এবং অনিল কাপুরও ৷ রণবীর এবং অনিলের জুটির রসায়ণই ছবির মুখ্য ভূমিকা নিয়েছে ৷ কবীর সিং ছবির সঙ্গেও এই ছবির তুলনা করেছেন অনেকে ৷ ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর' ছবির সঙ্গে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ তবে বক্স অফিসে রণবীরের ছবি ভিকির ছবিকে ইতিমধ্যেই টেক্কা দিয়েছে ৷
আরও পড়ুন: