কলকাতা, 17 জুলাই: 45 সেকেন্ডের ঝলকেই ঝড় তুলেছিল রালিয়ার ব্রহ্মাস্ত্র (Brahmastra)- এর গান কেশরিয়া ৷ এ বার প্রকাশ্যে এল গানের পুরো অংশ ৷ এই গানের অপেক্ষায় ছিলেন সদ্য বিবাহিত আলিয়া ভাট ও রণবীর কাপুরের(Alia Bhatt and Ranbir Kapoor)ফ্যানেরা ৷
13 এপ্রিল রালিয়ার বিয়ের আগের দিন (Alia and Ranbir's wedding) গানটির টিজার প্রকাশ্যে আসে (Kesariya teaser) ৷ এরপর থেকেই ট্রেন্ডিং-এ চলছিল কেশরিয়া গানটি ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই দেখা যাচ্ছিল একের পর এক কেশরিয়া টিজারের তালে তৈরি ভিডিয়ো ৷
কেশরিয়া আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্রের প্রথম গান যা রবিবার প্রকাশ্যে এল(Brahmastra song Kesariya out) ৷ এই গানটি লিখেছেন গীতিকার অমিতাভ ভট্টাচার্য (Amitabh Bhattacharya) ৷ সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম (Pritam) ৷ গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) ৷ কেশরিয়ার শুটিং হয়েছে বারাণসীতে ৷ এর তেলুগু এবং তামিল অংশটি গেয়েছেন সিদ শ্রীরাম ৷
সদ্য বিবাহিত রণবীর-আলিয়া এবং মৌনি রায়ের রসায়ন দেখতে উৎসুক দর্শক । ইতিমধ্যে গানটি মুক্তি পেতেই দুর্দান্ত সাড়া ফেলেছে বিনোদন দুনিয়ায় ৷ মাত্র 4 ঘণ্টার মধ্যে ইউটিউবে প্রায় 40 লক্ষ মানুষ গানটিকে দেখে ফেলেছেন (Kesariya song) ৷ সাড়ে 7 লক্ষ নেটিজেনের ভালোবাসা পেয়েছে গানটি ৷ সারা বিশ্ব জুড়ে সাত নম্বরে কেশরিয়া গানটি ট্রেন্ড করছে ৷
বিয়ের ঠিক আগে বলি কাপল রণবীর-আলিয়া অভিনীত এই ফিল্মের কয়েকটি দৃশ্যের শ্যুটিং হয়েছিল বারাণসীতে ৷ গঙ্গার ঘাটে তাঁদের দু'জনের একটি ভিডিয়োয়ো ভাইরাল হয় সেই সময় ৷ শ্যুটিং শেষে রালিয়ার সঙ্গে পরিচালক অয়ন মুখোপাধ্যায় কাশীর মন্দিরেও গিয়েছিলেন ৷
আরও পড়ুন: আমাদের হৃদয়ের টুকরো', 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার শেয়ার করে আবেগী আলিয়া
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
উল্লেখ্য, 9 সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Director Ayan Mukherjee) পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra cinema)। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি । আলিয়া, রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মৌনি রায় (Mouni Roy), নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)-সহ আরও অনেকে ।