ভোপাল, 7 সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিজেদের মেগা ফিল্ম 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'র (Brahmastra Part-1: Shiva) প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)৷ 11 বছর আগের একটি মন্তব্যের জন্য প্রতিবাদের মুখে পড়তে হয় রণবীরকে ৷ বলিউডের এই দম্পতি নিরাপত্তাজনিত ঝুঁকির কথা মাথায় রেখে প্রখ্যাত মহাকালেশ্বর মন্দির দর্শন না করেই ফিরে আসেন ৷ পরে ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee) ব্রহ্মাস্ত্রের অন্যান্য কুশীলবদের নিয়ে মন্দিরে পুজো দেন ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra) এ বিষয়ে জানিয়েছেন যে, কেউ রণলিয়াকে মহাকাল মন্দির দর্শনে যেতে বাধা দেননি ৷ বিক্ষোভের কারণেই তাঁরা মন্দিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন ৷
যদিও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Madhya Pradesh Home Minister) আরও বলেছেন যে, শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত যে মন্তব্য মানুষের ভাবাবেগে আঘাত করে ৷ মিশ্র বলেন, "বিক্ষোভটা আলাদা বিষয় ৷ তবে তাঁদের মন্দিরে পুজো দেওয়ায় কোনও বাধা দেওয়া হয়নি ৷ অভিনেতাদের অন্যান্য সঙ্গীরা পুজো দিয়েছেন ৷ তার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল ৷" তিনি (MP Minister on Ranbir-Alia) আরও জানান, স্থানীয় প্রশাসন রণবীর ও আলিয়াকে মন্দিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল ৷ তবে বিক্ষোভের কারণে তাঁরা নিজেরাই আর মন্দিরে যেতে চাননি ৷
আরও পড়ুন: গো-মাংস ভক্ষণের 'অপরাধে' মহাকালেশ্বরে রণলিয়া-র পথ আটকাল বজরং দল
গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য করার জন্য মঙ্গলবার রাতে বজরং দলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাটকে ৷ 2011 সালে 'রকস্টার' ছবির প্রচারের সময় ঋষি কাপুর-তনয় বলেছিলেন, "আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে ৷ তাই তাঁদের সঙ্গে প্রচুর পেশোয়ারি খাবারের রেসিপিও এসেছে । আমি মাটন, পায়া এবং গরুর মাংসের ভক্ত । হ্যাঁ, আমি গরুর মাংসের বড় ভক্ত ৷" তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে তাঁকে কালো পতাকা দেখায় বজরং দল ৷