ETV Bharat / entertainment

Ram Kamal Rakhi Celebration: রূপান্তরকামী বোনের সঙ্গে রাখিবন্ধন উৎসবে মাতলেন রামকমল - রামকমলের পর্দার নটী বিনোদিনী

রূপান্তরকামী বোন শ্রী ঘটকের সঙ্গে রাখিবন্ধন উৎসবে মেতে উঠলেন রাম কমল মুখোপাধ্যায় ৷ নিজেই শেয়ার করলেন অনুষ্ঠানের ছবি ৷

Pic Ram Kamal Mukherjee Instagram
রূপান্তরকামী বোনের থেকে রাখি পড়লেন রাম কমল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 7:53 PM IST

কলকাতা, 31 অগস্ট: পরিচালক রাম কমল মুখোপাধ্যায় নামটি এখন বাঙালির দরবারে বেশ পরিচিত ৷ একটি কারণ তাঁর আসন্ন দু'টি বিগ প্রজেক্ট আর অন্যটি অবশ্য়ই সদ্য সদ্য জাতীয় পুরস্কার প্রাপ্তি ৷ আগামিদিনে রুক্মিণী মৈত্র হতে চলেছেন রামকমলের পর্দার নটী বিনোদিনী এবং দ্রৌপদী ৷ তাই পরিচালককে নিয়ে চর্চা যে তুঙ্গে উঠবে তাতে আর আশ্চর্য কী! তবে আপাতত বাংলা মেতে রয়েছে রাখি বন্ধনে ৷ যদিও গত বুধবার ছিল মূল অনুষ্ঠান ৷ বৃহস্পতিবারও এই অনুষ্ঠানের পালন করছেন অনেকেই ৷ ঠিক যেমন বৃহস্পতিবার তাঁর রূপান্তরকামী বোন শ্রী ঘটকের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরিচালক রাম কমল ৷

বোনের সঙ্গে রাখি বন্ধন উৎসবের বেশকিছু ছবি শেয়ার করে তিনি এদিন লেখেন, "আসুন পরিচয় করিয়ে দিই আমার রূপান্তরকামী বোন শ্রী ঘটকের সঙ্গে ৷ ও একজন রূপান্তরকামী অভিনেত্রী এবং এন্ট্রাপ্রেনর ৷ হ্যাঁ এবার রাখিবন্ধন উৎসবে আমি ঠিক করলাম ওর কলকাতার বাড়িতে গিয়ে রাখি পড়ব ৷ আর ওকেও আমাদের এই অনুষ্ঠানে শামিল করব ৷ রূপান্তরকামী হিসাবে ওকে অনেকটা লড়াই লড়তে হয়ে নিজের সাহসের ওপর ভর করে ৷ 'সিজনস গ্রিটিংস'-এ আমি শ্রী, সেলিনা জেটলি এবং লিলেত দুবের সঙ্গে কাজ করেছি ৷ এই শর্ট ফিল্মটি আজও এলজিবিটিকিউআইএ কমিউনিটি-র কাছে একটি ভীষণ পরিচিত কাজ ৷"

তিনি আরও লেখেন, "অরিত্র দাস তোমাকেও ধন্যবাদ আমার সঙ্গে শ্রীর পরিচয় করিয়ে দেওয়ার জন্য ৷ একইসঙ্গে আমাদের ছবিতে ওকে চপলা হিসাবে বেছে নিতে আমাকে রাজি করানোর জন্যও ধন্যবাদ ৷" তিনি আরও জানান, লিঙ্গসাম্য বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে গৌরি সাওয়ান্তের মতো তারকারা লড়ে যাচ্ছেন ৷ তাঁরা বারবার সমাজকে বুঝিয়ে দিয়েছেন এটা ঠিক কতখানি জরুরি ৷ এবার সকলকে এগিয়ে আসতে হবে ৷

আরও পড়ুন: 'মানিকবাবুর মানসপুত্র', ঋতুপর্ণর জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন লাবণী
শুধু রামকমল নন জিৎ থেকে রাহুল বোস অনেকেই আজ শেয়ার করেছেন তাঁদের রাখি উৎসব পালনের ছবি ৷ তালিকায় রয়েছেন বিপাশা বসু, কোয়েল মল্লিকের মতো নামও ৷

কলকাতা, 31 অগস্ট: পরিচালক রাম কমল মুখোপাধ্যায় নামটি এখন বাঙালির দরবারে বেশ পরিচিত ৷ একটি কারণ তাঁর আসন্ন দু'টি বিগ প্রজেক্ট আর অন্যটি অবশ্য়ই সদ্য সদ্য জাতীয় পুরস্কার প্রাপ্তি ৷ আগামিদিনে রুক্মিণী মৈত্র হতে চলেছেন রামকমলের পর্দার নটী বিনোদিনী এবং দ্রৌপদী ৷ তাই পরিচালককে নিয়ে চর্চা যে তুঙ্গে উঠবে তাতে আর আশ্চর্য কী! তবে আপাতত বাংলা মেতে রয়েছে রাখি বন্ধনে ৷ যদিও গত বুধবার ছিল মূল অনুষ্ঠান ৷ বৃহস্পতিবারও এই অনুষ্ঠানের পালন করছেন অনেকেই ৷ ঠিক যেমন বৃহস্পতিবার তাঁর রূপান্তরকামী বোন শ্রী ঘটকের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরিচালক রাম কমল ৷

বোনের সঙ্গে রাখি বন্ধন উৎসবের বেশকিছু ছবি শেয়ার করে তিনি এদিন লেখেন, "আসুন পরিচয় করিয়ে দিই আমার রূপান্তরকামী বোন শ্রী ঘটকের সঙ্গে ৷ ও একজন রূপান্তরকামী অভিনেত্রী এবং এন্ট্রাপ্রেনর ৷ হ্যাঁ এবার রাখিবন্ধন উৎসবে আমি ঠিক করলাম ওর কলকাতার বাড়িতে গিয়ে রাখি পড়ব ৷ আর ওকেও আমাদের এই অনুষ্ঠানে শামিল করব ৷ রূপান্তরকামী হিসাবে ওকে অনেকটা লড়াই লড়তে হয়ে নিজের সাহসের ওপর ভর করে ৷ 'সিজনস গ্রিটিংস'-এ আমি শ্রী, সেলিনা জেটলি এবং লিলেত দুবের সঙ্গে কাজ করেছি ৷ এই শর্ট ফিল্মটি আজও এলজিবিটিকিউআইএ কমিউনিটি-র কাছে একটি ভীষণ পরিচিত কাজ ৷"

তিনি আরও লেখেন, "অরিত্র দাস তোমাকেও ধন্যবাদ আমার সঙ্গে শ্রীর পরিচয় করিয়ে দেওয়ার জন্য ৷ একইসঙ্গে আমাদের ছবিতে ওকে চপলা হিসাবে বেছে নিতে আমাকে রাজি করানোর জন্যও ধন্যবাদ ৷" তিনি আরও জানান, লিঙ্গসাম্য বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে গৌরি সাওয়ান্তের মতো তারকারা লড়ে যাচ্ছেন ৷ তাঁরা বারবার সমাজকে বুঝিয়ে দিয়েছেন এটা ঠিক কতখানি জরুরি ৷ এবার সকলকে এগিয়ে আসতে হবে ৷

আরও পড়ুন: 'মানিকবাবুর মানসপুত্র', ঋতুপর্ণর জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন লাবণী
শুধু রামকমল নন জিৎ থেকে রাহুল বোস অনেকেই আজ শেয়ার করেছেন তাঁদের রাখি উৎসব পালনের ছবি ৷ তালিকায় রয়েছেন বিপাশা বসু, কোয়েল মল্লিকের মতো নামও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.