ETV Bharat / entertainment

RGV Reacts to Keeravani: আমার প্রথম অস্কার আরজিভি, বললেন কীরাবাণী; কী প্রতিক্রিয়া পরিচালকের ? - এমএম কীরাবাণী

'নাটু নাটু' গানের সুরকার এমএম কীরাবাণী একটি সাক্ষাত্কারে বলেছেন যে, রাম গোপাল ভার্মাই (Ram Gopal Varma MM Keeravani) তাঁর 'প্রথম অস্কার' ৷ তিনি স্মরণ করেছেন কীভাবে পরিচালক (Ram Gopal Varma) তাঁকে 'ক্ষণ ক্ষণম' ফিল্মে সুযোগ দিয়েছিলেন (RGV Reacts to Keeravani)৷

RGV Reacts to Keeravani ETV Bharat
আরজিভি কীরাবাণী
author img

By

Published : Mar 26, 2023, 2:34 PM IST

হায়দরাবাদ, 26 মার্চ: অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী (Ram Gopal Varma MM Keeravani) তাঁর প্রথম অস্কারের কৃতিত্ব দিলেন চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মাকে (RGV Reacts to Keeravani)। কীরাবাণীর বলেছেন যে, আরজিভি-ই তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ দিয়েছিলেন ৷ 1991 সালে 'ক্ষণ ক্ষণম' ফিল্মে ।

এমএম কীরাবাণী সেই সময়ের কথা স্মরণ করেন যখন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন । তখন বেশ জোরদার কাজ করছেন রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)। আরজিভি তখন 'শিবা'-এর মতো অনেক বড় ও সফল ছবি তৈরি করে ফেলেছেন । সেই সময় পরিচালক সুযোগ দিয়েছিলেন কীরাবাণীকে, যার কারণে এই সঙ্গীত শিল্পী ফিল্মি দুনিয়ার লোকেদের মাঝে প্রথম নজর কাড়েন ৷

একটি সাক্ষাত্কারে রাম গোপাল ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এমএম কীরাবাণীকে ৷ উত্তরে নাটু নাটুর সঙ্গীতকার বলেন, "রাম গোপাল ভার্মা আমার প্রথম অস্কার এবং এটি আমার দ্বিতীয় অস্কার পুরস্কার । আপনি জানেন কেন ? অন্য সবার মতো আমিও প্রায় 51 জনের সঙ্গে যোগাযোগ করি, তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো আমার অডিয়ো ক্যাসেট ডাস্টবিনে ফেলে দিয়েছেন । আমার কথাও শোনেননি অনেকে ৷ তাঁদের মধ্যে কেউ কেউ গান পছন্দ করলেও আমাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাননি । যদিও এটাই আমার যোগ্যতা ছিল ।"

রাম গোপাল 'ক্ষণ ক্ষণম'-এর জন্য সুযোগ দিয়েছিলেন কীরাবাণীকে: এ বিষয়ে সঙ্গীতকার বলেন, "রাম গোপাল ভার্মা তাঁর 'ক্ষণ ক্ষণম' ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন আমাকে ৷ কিন্তু তিনি ছিলেন 'শিবা' রাম গোপাল ভার্মা । শিবা তাঁর জন্য অস্কারের মতো কাজ করেছে কারণ এটি তাঁর প্রথম চলচ্চিত্র যা মেগা-হিট হয়েছিল এবং রাম গোপাল ভার্মা আমার কেরিয়ারে অস্কারের মতো । তিনিই আমার অস্কার । কে এই কীরাবাণী ? আপনি হয়তো তাঁর কথাও শোনেননি । কিন্তু রাম গোপাল ভার্মা এখন তাঁর সঙ্গে কাজ করছেন । আমাদের 4টি প্রজেক্ট ছিল । এইভাবে তাঁর সঙ্গে কাজ করা আমাকে আরও সুযোগ পেতে সাহায্য করেছে । তিনি আমাকে অনেক সাহায্য করেছেন ।"

আরও পড়ুন: নাতু নাতু-কে অস্কার জিততেই হত, প্রতিক্রিয়া সঙ্গীত পরিচালক কীরাবাণীর

কীরবাণীর বিবৃতিতে রাম গোপালের প্রতিক্রিয়া: রাম গোপাল ভার্মা এমএম কীরাবাণীর প্রশংসায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ক্যাপশন-সহ তাঁর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "আরে কীরাবাণী আমি মৃত বোধ করছি কারণ এই ধরনের প্রশংসা কেবল তাঁদেরই করা হয় যাঁরা মারা যায় ।" রসিকতার সুরে এই কথা লিখে পাশে কান্নার মুখের ইমোটিকন দেন আরজিভি ৷

আরআরআর গত বছরের মার্চ মাসে মুক্তি পায় । এটি দুই বাস্তব জীবনের স্বাধীনতা সংগ্রামী - আল্লুরী সীতারাম রাজু এবং কোমরাম ভীমের মধ্যে বন্ধুত্বের একটি কাল্পনিক গল্প নিয়ে তৈরি হয়েছে । রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে । অজয় দেবগণ, শ্রিয়া শরণ এবং আলিয়া ভাটও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবি বিশ্বব্যাপী 1200 কোটি টাকা আয় করেছে ৷

হায়দরাবাদ, 26 মার্চ: অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী (Ram Gopal Varma MM Keeravani) তাঁর প্রথম অস্কারের কৃতিত্ব দিলেন চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মাকে (RGV Reacts to Keeravani)। কীরাবাণীর বলেছেন যে, আরজিভি-ই তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ দিয়েছিলেন ৷ 1991 সালে 'ক্ষণ ক্ষণম' ফিল্মে ।

এমএম কীরাবাণী সেই সময়ের কথা স্মরণ করেন যখন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন । তখন বেশ জোরদার কাজ করছেন রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)। আরজিভি তখন 'শিবা'-এর মতো অনেক বড় ও সফল ছবি তৈরি করে ফেলেছেন । সেই সময় পরিচালক সুযোগ দিয়েছিলেন কীরাবাণীকে, যার কারণে এই সঙ্গীত শিল্পী ফিল্মি দুনিয়ার লোকেদের মাঝে প্রথম নজর কাড়েন ৷

একটি সাক্ষাত্কারে রাম গোপাল ভার্মার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এমএম কীরাবাণীকে ৷ উত্তরে নাটু নাটুর সঙ্গীতকার বলেন, "রাম গোপাল ভার্মা আমার প্রথম অস্কার এবং এটি আমার দ্বিতীয় অস্কার পুরস্কার । আপনি জানেন কেন ? অন্য সবার মতো আমিও প্রায় 51 জনের সঙ্গে যোগাযোগ করি, তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো আমার অডিয়ো ক্যাসেট ডাস্টবিনে ফেলে দিয়েছেন । আমার কথাও শোনেননি অনেকে ৷ তাঁদের মধ্যে কেউ কেউ গান পছন্দ করলেও আমাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাননি । যদিও এটাই আমার যোগ্যতা ছিল ।"

রাম গোপাল 'ক্ষণ ক্ষণম'-এর জন্য সুযোগ দিয়েছিলেন কীরাবাণীকে: এ বিষয়ে সঙ্গীতকার বলেন, "রাম গোপাল ভার্মা তাঁর 'ক্ষণ ক্ষণম' ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন আমাকে ৷ কিন্তু তিনি ছিলেন 'শিবা' রাম গোপাল ভার্মা । শিবা তাঁর জন্য অস্কারের মতো কাজ করেছে কারণ এটি তাঁর প্রথম চলচ্চিত্র যা মেগা-হিট হয়েছিল এবং রাম গোপাল ভার্মা আমার কেরিয়ারে অস্কারের মতো । তিনিই আমার অস্কার । কে এই কীরাবাণী ? আপনি হয়তো তাঁর কথাও শোনেননি । কিন্তু রাম গোপাল ভার্মা এখন তাঁর সঙ্গে কাজ করছেন । আমাদের 4টি প্রজেক্ট ছিল । এইভাবে তাঁর সঙ্গে কাজ করা আমাকে আরও সুযোগ পেতে সাহায্য করেছে । তিনি আমাকে অনেক সাহায্য করেছেন ।"

আরও পড়ুন: নাতু নাতু-কে অস্কার জিততেই হত, প্রতিক্রিয়া সঙ্গীত পরিচালক কীরাবাণীর

কীরবাণীর বিবৃতিতে রাম গোপালের প্রতিক্রিয়া: রাম গোপাল ভার্মা এমএম কীরাবাণীর প্রশংসায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ক্যাপশন-সহ তাঁর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "আরে কীরাবাণী আমি মৃত বোধ করছি কারণ এই ধরনের প্রশংসা কেবল তাঁদেরই করা হয় যাঁরা মারা যায় ।" রসিকতার সুরে এই কথা লিখে পাশে কান্নার মুখের ইমোটিকন দেন আরজিভি ৷

আরআরআর গত বছরের মার্চ মাসে মুক্তি পায় । এটি দুই বাস্তব জীবনের স্বাধীনতা সংগ্রামী - আল্লুরী সীতারাম রাজু এবং কোমরাম ভীমের মধ্যে বন্ধুত্বের একটি কাল্পনিক গল্প নিয়ে তৈরি হয়েছে । রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে । অজয় দেবগণ, শ্রিয়া শরণ এবং আলিয়া ভাটও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবি বিশ্বব্যাপী 1200 কোটি টাকা আয় করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.