ETV Bharat / entertainment

Ram Charan on Oscar: দিল্লি বিমানবন্দরে নেমেই রাজামৌলি, কীরাবাণীকে নিয়ে মুখ খুুললেন রাম চরণ

দিল্লি বিমানবন্দরে নেমে কীরাবাণী এবং রাজামৌলিদের ধন্য়বাদ দিলেন রামচরণ ৷ তাঁর কথায়, এই মানুষগুলির কঠিন পরিশ্রমের জন্য়ই দেশে অস্কার এসেছে (Ram Charan Thanks Keeravani And Rajamouli )৷

author img

By

Published : Mar 17, 2023, 11:28 AM IST

Ram Charan on Oscar
রাজামৌলি কীরাবাণীকে ধন্য়বাদ দিলেন রাম চরণ

নয়াদিল্লি, 17 মার্চ: কয়েকদিন আগেই ডলবি থিয়েটারে ইতিহাস গড়েছে 'আরআরআর' ছবির সুপারহিট গান 'নাতু নাতু' ৷ সেরা মৌলিক গান হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কারের পর এবার অস্কারও জয় করেছে এই গান ৷ সুরকার এমএম কীরাবাণীর সুর এবং চন্দ্র বোসের কথা ছুঁয়ে গিয়েছে সারা বিশ্বকে ৷ এরপর শুক্রবার দিল্লির বিমানবন্দরে নেমেও রাজামৌলি-কীরাবাণীদের ধন্যবাদ দিলেন ছবির অন্য়তম অভিনেতা রাম চরণ (Ram Charan Thanks Keeravani And Rajamouli ) ৷

রাম চরণ এদিন প্রথমেই সারা ভারতের সমস্ত দর্শকদের ধন্য়বাদ জানান 'আরআরআর' ছবিটিকে সুপারহিট করতে সাহায্য় করার জন্য ৷ তিনি এও জানান উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম ভারতের সমস্ত প্রান্তে মানুষ যেভাবে 'নাতু নাতু' গানটি শুনেছেন তাতে তিনি মুগ্ধ ৷ এদিন কীরাবাণী, রাজামৌলি আর চন্দ্র বোসকেও ধন্য়বাদ জানাতে ভোলেননি অভিনেতা ৷

  • Delhi | I am pleased & happy. Thank you, everyone. We are proud of M.M Keeravani, S.S. Rajamouli & Chandrabose. Because of their hard work, we went to the red carpet & brought Oscar for India: Actor Ram Charan arrives at Delhi Airport pic.twitter.com/CjsWpd7rD0

    — ANI (@ANI) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন,"আমি সত্যিই ভীষণ খুশি এবং কৃতজ্ঞ ৷ সকলকে ধন্যবাদ ৷ এমএম কীরাবাণী, রাজামৌলি আর চন্দ্র বোসের জন্য় আমি গর্বিত কারণ তাঁদের কঠিন পরিশ্রমের কারণেই আমরা রেড কার্পেটে পৌঁছতে পারলাম এবং ভারতের জন্য় অস্কার আনতে পারলাম ৷" তাঁর এই বিনয় মন ছুঁয়েছে দর্শকদের ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের 'আরআরআর' একদিকে যেমন সমালোচকদের মন কেড়েছে তেমন তা ব্য়বসায়িক সাফল্যও পেয়েছে ৷

বিশ্ব জুড়ে সাফল্য পাওয়া এই ছবির গান এবার ভারতের জন্য়ও একটি মাইলস্টোন তৈরি করল ৷ একইসঙ্গে অস্কারের মঞ্চে এবার আরও একটি ভারতীয় ডকুমেন্টারি ছবিও নজর কেড়েছে ৷ স্বল্প দৈর্ঘ্যের তথ্য়চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছে গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গোঞ্জালভেস পরিচালিত ছবি 'দ্য় এলিফ্য়ান্ট হুইস্পারার্স' ৷ এই জোড়া সাফল্যে এখন মেতে উঠেছে গোটা ভারত ৷ রাম চরণকে আগামীদিনে দেখা যাবে বুচিবাবু সানার ছবিতে ৷ 'আরআরআর'-এর পর এটাই হতে চলেছে রাম চরণের নতুন প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷ ছবির নাম যদিও এখনও সামনে আসেনি ৷ তবে রাম চরণ ফ্য়ানেরা যে তাঁর এই ছবির জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করবেন তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: অবশ্যই দেখুন মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে, ভূয়সী প্রশংসা শাহরুখের

নয়াদিল্লি, 17 মার্চ: কয়েকদিন আগেই ডলবি থিয়েটারে ইতিহাস গড়েছে 'আরআরআর' ছবির সুপারহিট গান 'নাতু নাতু' ৷ সেরা মৌলিক গান হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কারের পর এবার অস্কারও জয় করেছে এই গান ৷ সুরকার এমএম কীরাবাণীর সুর এবং চন্দ্র বোসের কথা ছুঁয়ে গিয়েছে সারা বিশ্বকে ৷ এরপর শুক্রবার দিল্লির বিমানবন্দরে নেমেও রাজামৌলি-কীরাবাণীদের ধন্যবাদ দিলেন ছবির অন্য়তম অভিনেতা রাম চরণ (Ram Charan Thanks Keeravani And Rajamouli ) ৷

রাম চরণ এদিন প্রথমেই সারা ভারতের সমস্ত দর্শকদের ধন্য়বাদ জানান 'আরআরআর' ছবিটিকে সুপারহিট করতে সাহায্য় করার জন্য ৷ তিনি এও জানান উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম ভারতের সমস্ত প্রান্তে মানুষ যেভাবে 'নাতু নাতু' গানটি শুনেছেন তাতে তিনি মুগ্ধ ৷ এদিন কীরাবাণী, রাজামৌলি আর চন্দ্র বোসকেও ধন্য়বাদ জানাতে ভোলেননি অভিনেতা ৷

  • Delhi | I am pleased & happy. Thank you, everyone. We are proud of M.M Keeravani, S.S. Rajamouli & Chandrabose. Because of their hard work, we went to the red carpet & brought Oscar for India: Actor Ram Charan arrives at Delhi Airport pic.twitter.com/CjsWpd7rD0

    — ANI (@ANI) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন,"আমি সত্যিই ভীষণ খুশি এবং কৃতজ্ঞ ৷ সকলকে ধন্যবাদ ৷ এমএম কীরাবাণী, রাজামৌলি আর চন্দ্র বোসের জন্য় আমি গর্বিত কারণ তাঁদের কঠিন পরিশ্রমের কারণেই আমরা রেড কার্পেটে পৌঁছতে পারলাম এবং ভারতের জন্য় অস্কার আনতে পারলাম ৷" তাঁর এই বিনয় মন ছুঁয়েছে দর্শকদের ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের 'আরআরআর' একদিকে যেমন সমালোচকদের মন কেড়েছে তেমন তা ব্য়বসায়িক সাফল্যও পেয়েছে ৷

বিশ্ব জুড়ে সাফল্য পাওয়া এই ছবির গান এবার ভারতের জন্য়ও একটি মাইলস্টোন তৈরি করল ৷ একইসঙ্গে অস্কারের মঞ্চে এবার আরও একটি ভারতীয় ডকুমেন্টারি ছবিও নজর কেড়েছে ৷ স্বল্প দৈর্ঘ্যের তথ্য়চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছে গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গোঞ্জালভেস পরিচালিত ছবি 'দ্য় এলিফ্য়ান্ট হুইস্পারার্স' ৷ এই জোড়া সাফল্যে এখন মেতে উঠেছে গোটা ভারত ৷ রাম চরণকে আগামীদিনে দেখা যাবে বুচিবাবু সানার ছবিতে ৷ 'আরআরআর'-এর পর এটাই হতে চলেছে রাম চরণের নতুন প্যান ইন্ডিয়া প্রজেক্ট ৷ ছবির নাম যদিও এখনও সামনে আসেনি ৷ তবে রাম চরণ ফ্য়ানেরা যে তাঁর এই ছবির জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করবেন তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: অবশ্যই দেখুন মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে, ভূয়সী প্রশংসা শাহরুখের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.