ETV Bharat / entertainment

Rakul Preet Singh on Deepti Sharma: 'অসামান্য' নয়া কীর্তির জন্য দীপ্তিকে শুভেচ্ছা রাকুলের - দীপ্তিকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রাকুলপ্রীত

প্রথম ভারতীয় মহিলা হিসাবে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি দীপ্তিকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং (Rakul Preet Singh praises Deepti Sharma )৷

Rakul Preet Singh on Deepti Sharma
আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি দীপ্তিকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং
author img

By

Published : Feb 17, 2023, 10:07 AM IST

Updated : Feb 17, 2023, 10:56 AM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি: মহিলা ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকার করার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন ৷ শুধু ক্রিকেট জগত নয় তাঁর এই কৃতিত্বের জন্য় তাঁকে শুভেচ্ছা জানাল বিনোদন দুনিয়াও ৷ এদিন দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিংও ৷ তাঁর ইনস্টা স্টোরিতে ভারতীয় অলরাউন্ডারের একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন এই বলিউড ডিভা (Rakul Preet Singh praises Deepti Sharma )৷

টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট শিকার করেন দীপ্তি ৷ আর নিউল্যান্ডসে এই ম্যাচেই অনন্য় রেকর্ডের মালিক হন তিনি ৷ স্টেফনি টেলর, ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচারকে এদিন প্য়াভেলিয়নে ফেরত পাঠান এই স্পিনার ৷ দীপ্তি আক্রমণাত্মক বোলিংয়ের জেরেই মাত্র 118 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ স্টেফনি এবং ক্যাম্পবেলের উইকেট ভারতের জন্য় কতখানি জরুরি ছিল তা বোঝা যায় স্কোরবোর্ডের দিকে তাকালেই ৷ কারণ প্যাভেলিয়নে ফেরার আগে ছ'টি বাউন্ডারির সাহায্য়ে স্টেফনি সংগ্রহ করে ফেলিছিলেন 42 রান আর ক্য়াম্পবেল স্কোর কার্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ 30 রান ৷ নক আউট পর্বে পৌঁছনোর আগে দীপ্তিদের জন্য এই ম্য়াচ জয় ছিল ভীষণ জরুরি ৷ হারমনপ্রীত এবং রিচা ঘোষের ব্যাটে ভর করে অবশ্য এই ম্যাচে জয় পেতে খুব বেশি অসুবিধা হয়নি ভারতের ৷

আর এই ম্যাচেই গুরুত্বপূর্ণ মাইল ফলক ছোঁয়ার পর দীপ্তিকে শুভেচ্ছা জানালেন রাকুল ৷ রাকুল লেখেন,"আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি প্রথম ভারতীয় মহিলা ৷ অসাধারণ দীপ্তি শর্মা ৷ আরও অনেক কিছু অর্জন করার শুভেচ্ছা রইল ৷ " দীপ্তি বর্তমানে ভারতীয় দলের উদিয়মান তারকাদের মধ্যে অন্য়তম ৷ 2014 সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 অভিষেক করেন এই অলরাউন্ডার ৷ ব্যাট হাতেও 26 গড় এবং 106.53 স্ট্রাইক রেটে তিনি মোট 858 রান সংগ্রহ করেছেন দীপ্তি ৷ আর অন্য়দিকে আইসসির সেরা টি20 বোলারদের তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন তিনি ৷ রাকুলের কথা বলতে গেলে তিনি শেষবার পর্দায় এসেছেন 'ছাতরিওয়ালি'-র হাত ধরে ৷ জি 5 -এর এই ওটিটি প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন সুমিত ব্যাস, রাজেশ তাইলাং এবং সতীশ কৌশিলও ৷ 20 জানুয়ারি শুরু হয়েছে 'ছাতরিওয়ালি'-র স্ট্রিমিং ৷

আরও পড়ুন: রাজনৈতিক নেতার সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন স্বরা

মুম্বই, 17 ফেব্রুয়ারি: মহিলা ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকার করার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন ৷ শুধু ক্রিকেট জগত নয় তাঁর এই কৃতিত্বের জন্য় তাঁকে শুভেচ্ছা জানাল বিনোদন দুনিয়াও ৷ এদিন দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিংও ৷ তাঁর ইনস্টা স্টোরিতে ভারতীয় অলরাউন্ডারের একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন এই বলিউড ডিভা (Rakul Preet Singh praises Deepti Sharma )৷

টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট শিকার করেন দীপ্তি ৷ আর নিউল্যান্ডসে এই ম্যাচেই অনন্য় রেকর্ডের মালিক হন তিনি ৷ স্টেফনি টেলর, ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচারকে এদিন প্য়াভেলিয়নে ফেরত পাঠান এই স্পিনার ৷ দীপ্তি আক্রমণাত্মক বোলিংয়ের জেরেই মাত্র 118 রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ স্টেফনি এবং ক্যাম্পবেলের উইকেট ভারতের জন্য় কতখানি জরুরি ছিল তা বোঝা যায় স্কোরবোর্ডের দিকে তাকালেই ৷ কারণ প্যাভেলিয়নে ফেরার আগে ছ'টি বাউন্ডারির সাহায্য়ে স্টেফনি সংগ্রহ করে ফেলিছিলেন 42 রান আর ক্য়াম্পবেল স্কোর কার্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ 30 রান ৷ নক আউট পর্বে পৌঁছনোর আগে দীপ্তিদের জন্য এই ম্য়াচ জয় ছিল ভীষণ জরুরি ৷ হারমনপ্রীত এবং রিচা ঘোষের ব্যাটে ভর করে অবশ্য এই ম্যাচে জয় পেতে খুব বেশি অসুবিধা হয়নি ভারতের ৷

আর এই ম্যাচেই গুরুত্বপূর্ণ মাইল ফলক ছোঁয়ার পর দীপ্তিকে শুভেচ্ছা জানালেন রাকুল ৷ রাকুল লেখেন,"আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100 উইকেট শিকারি প্রথম ভারতীয় মহিলা ৷ অসাধারণ দীপ্তি শর্মা ৷ আরও অনেক কিছু অর্জন করার শুভেচ্ছা রইল ৷ " দীপ্তি বর্তমানে ভারতীয় দলের উদিয়মান তারকাদের মধ্যে অন্য়তম ৷ 2014 সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 অভিষেক করেন এই অলরাউন্ডার ৷ ব্যাট হাতেও 26 গড় এবং 106.53 স্ট্রাইক রেটে তিনি মোট 858 রান সংগ্রহ করেছেন দীপ্তি ৷ আর অন্য়দিকে আইসসির সেরা টি20 বোলারদের তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন তিনি ৷ রাকুলের কথা বলতে গেলে তিনি শেষবার পর্দায় এসেছেন 'ছাতরিওয়ালি'-র হাত ধরে ৷ জি 5 -এর এই ওটিটি প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন সুমিত ব্যাস, রাজেশ তাইলাং এবং সতীশ কৌশিলও ৷ 20 জানুয়ারি শুরু হয়েছে 'ছাতরিওয়ালি'-র স্ট্রিমিং ৷

আরও পড়ুন: রাজনৈতিক নেতার সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন স্বরা

Last Updated : Feb 17, 2023, 10:56 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.