ETV Bharat / entertainment

Raktabeej Teaser Poster: এসে গেল 'রক্তবীজ'-এর টিজার-পোস্টার, খাগড়াগড় বিস্ফোরণের গল্প বলবেন শিবু-নন্দিতা - Raktabeej Teaser Poster

মুক্তি পেল শিবু-নন্দিতার 'রক্তবীজ' ছবির টিজার-পোস্টার ৷ পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Raktabeej Teaser Poster
মুক্তি পেল রক্তবীজ ছবির টিজার পোস্টার
author img

By

Published : Aug 4, 2023, 1:06 PM IST

Updated : Aug 4, 2023, 1:12 PM IST

কলকাতা, 4 অগস্ট: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনা এবং প্রযোজনায় এই পুজোয় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'রক্তবীজ'। শুক্রবার সকালে হাজির হল ছবির টিজার এবং মোশন পোস্টার । এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠেছে ৷ এর একটা কারণ অবশ্যই ছবির স্টারকাস্ট ৷ কে নেই ছবিতে? আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্যের বাঘা বাঘা তারকাদের অনেকেরই দেখা মিলবে এই ছবিতে ৷ পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে ছবিতে।

2014 সালের পুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের । তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর । স্থানীয় লোকজন খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু তাদের পথ আটকায় দু'জন মহিলা । এই ঘটনা এক কথায় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে । সেদিন কী হয়েছিল সবাই জানে ৷ কিন্তু কেন হয়েছিল তার অনেক থিওরির মধ্যে একটি থিওরি নিয়েই গড়ে উঠেছে এই 'রক্তবীজ' ৷ ঠিক এমনই জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।

এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক ব্যক্তি । যার জীবন ওই বিস্ফোরণের পর এক কথায় নড়ে যায় । পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই রক্তবীজ। তাই আমি আর নন্দিতাদি সিদ্ধান্ত নিয়েছি ছবিটা পুজোতেই নিয়ে আসব । এর আগে আমাদের কোনও ছবি পুজোয় রিলিজ করেনি। দর্শকদের জন্য চমকপ্রদ কিছু আসতে চলেছে এটুকু বলতে পারি।"

আরও পড়ুন: 'ঠিক যেন আমার ঠাকুমার মতো', সত্যবতীকে নিয়ে বললেন রুক্মিণী

ছবিতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে । সম্প্রতি অবশ্য তাঁর অভিনীত 'আকরিক' ছবিটি মুক্তি পেয়েছে। 'পদ্মভূষণ' প্রাপ্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন দেশি, বিদেশী বহু পরিচালকের সঙ্গে । মৃণাল সেন, সত্যজিৎ রায় থেকে স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, শ্যাম বেনেগালের পর এবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনাতেও অভিনয় করলেন তিনি ।

কলকাতা, 4 অগস্ট: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনা এবং প্রযোজনায় এই পুজোয় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'রক্তবীজ'। শুক্রবার সকালে হাজির হল ছবির টিজার এবং মোশন পোস্টার । এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠেছে ৷ এর একটা কারণ অবশ্যই ছবির স্টারকাস্ট ৷ কে নেই ছবিতে? আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্যের বাঘা বাঘা তারকাদের অনেকেরই দেখা মিলবে এই ছবিতে ৷ পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে ছবিতে।

2014 সালের পুজোর সময় বর্ধমানের খাগড়াগড়ে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের । তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর । স্থানীয় লোকজন খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ । কিন্তু তাদের পথ আটকায় দু'জন মহিলা । এই ঘটনা এক কথায় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে । সেদিন কী হয়েছিল সবাই জানে ৷ কিন্তু কেন হয়েছিল তার অনেক থিওরির মধ্যে একটি থিওরি নিয়েই গড়ে উঠেছে এই 'রক্তবীজ' ৷ ঠিক এমনই জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।

এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক ব্যক্তি । যার জীবন ওই বিস্ফোরণের পর এক কথায় নড়ে যায় । পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই রক্তবীজ। তাই আমি আর নন্দিতাদি সিদ্ধান্ত নিয়েছি ছবিটা পুজোতেই নিয়ে আসব । এর আগে আমাদের কোনও ছবি পুজোয় রিলিজ করেনি। দর্শকদের জন্য চমকপ্রদ কিছু আসতে চলেছে এটুকু বলতে পারি।"

আরও পড়ুন: 'ঠিক যেন আমার ঠাকুমার মতো', সত্যবতীকে নিয়ে বললেন রুক্মিণী

ছবিতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে । সম্প্রতি অবশ্য তাঁর অভিনীত 'আকরিক' ছবিটি মুক্তি পেয়েছে। 'পদ্মভূষণ' প্রাপ্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন দেশি, বিদেশী বহু পরিচালকের সঙ্গে । মৃণাল সেন, সত্যজিৎ রায় থেকে স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, শ্যাম বেনেগালের পর এবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনাতেও অভিনয় করলেন তিনি ।

Last Updated : Aug 4, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.