মুম্বই, 29 জানুয়ারি: শনিবার মাকে হারিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant lost her mother) ৷ এরপর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি ৷ মাতৃ বিয়োগের শোক ধরা পড়েছে রাখির চোখেমুখে ৷ এদিন মুম্বইয়ে শেষকৃত্যের উদ্দেশে মায়ের দেহ নিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে । সেসময় অঝোরে কাঁদতে থাকেন তিনি । পাপারাৎজ্জিরা তাঁকে ঘিরে ফেলেন ৷ তাঁর মায়ের মৃত্যুর কথা নিজেই জানান রাখি ৷ তিনি এও জানান, মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তাঁর মা খুব কষ্ট পেয়েছেন । রাখিকে বলতে শোনা গিয়েছে, "মা আব নাহি রাহি..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন রাখি: মাকে হারিয়ে শোকে বিভর রাখি ৷ তাঁকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে বন্ধুদের । কিন্তু এরই মাঝে রাখিকে তাঁর স্বামী আদিল দুররানির খোঁজ করতেও দেখা যায় । এমনকী তিনি বন্ধুদের তাঁর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, "আদিল কাহাঁ হ্যায়? আদিল কো ফোন কারো ।" রবিবার বেলা 12টায় ওশিওয়ারা পৌর খ্রিস্টান কবরস্থানে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে ৷ একথা সংবাদমাধ্যেমকে নিজেই জানিয়েছেন রাখি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রাখির মা কান্সারে আক্রান্ত ছিলেন: প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের মায়ের স্টেজ ফোর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ছিল ৷ মস্তিষ্ক, ফুসফুস এবং লিভারে ছড়িয়ে পড়েছিল মারণ রোগ । প্রায় এক সপ্তাহ আগে তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল । রাখির মায়ের সঙ্গে তাঁর খুব মজার এবং দৃঢ় সম্পর্ক ছিল ৷ মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তিনি প্রায়শ্যই তাঁকে দেখতে আসতেন এবং কান্নায় ভেঙে পড়তেন ৷ মায়ের প্রতি তাঁর ভালোবালার কথা মিডিয়ার সামনে তুলে ধরতেন তিনি ৷ এমনকী মা ছাড়া তিনি অসহায় বলেও জানান ৷ সবসময় সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের ভিডিয়ো এবং ছবি শেয়ার করতেন রাখি । মায়ের সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে বলতেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সালমান খানের সাহায্য রাখিকে: কয়েকদিন আগেও তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেছিলেন। তার ভক্ত ও বন্ধুদের মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য প্রার্থনা করতে বলেছিলেন । এমনকী সালমান খানের (Salman Khan) অনুষ্ঠান বিগ বসের ঘরে থাকাকালীন রাখি জানিয়েছেলেন মায়ের চিকিৎসার ব্যয় বহন করার জন্য তিনি এতে অংশগ্রহণ করেছেন । 2021 সালে সে কথা জানার পর এগিয়ে আসেন খোদ সালমান ৷ তিনি রাখির মায়ের চিকিৎসার খরচে সাহায্য করেন ৷ শুধু তিনি নন, ভাই সোহেল খানও (Sohail Khan) রাখির মায়ের হাসপাতালের বিল দেওয়ার জন্য আর্থিক সাহায্য করেছিলেন ।