ETV Bharat / entertainment

Raju Srivastava Health Update অবস্থা আগের তুলনায় ভালো, তবে এখনও ভেন্টিলেশনেই রাজু

কমেডিয়ান রাজু শ্রীবাস্তব এখন আগের থেকে ভাল রয়েছেন এমনটাই জানিয়েছেন তাঁর ম্যানেজার নয়ন সোনি ৷ তবে এখনও তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটরেই (Raju Srivastava in hospital )৷

author img

By

Published : Aug 16, 2022, 10:49 PM IST

Updated : Aug 17, 2022, 8:32 AM IST

Raju Srivastava Health Update
অবস্থা আগের তুলনায় তবে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন রাজু

নয়া দিল্লি, 16 অগস্ট: কমেডিয়ান রাজু শ্রীবাস্তব এখন আগের থেকে ভাল রয়েছেন এমনটাই জানিয়েছেন তাঁর ম্যানেজার (বিজনেস) ৷ তবে এখনও তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে ৷ গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন এই কমেডিয়ান ৷ সেই দিনই তাঁর অ্য়াঞ্জিওগ্র্যাফি করেন চিকিৎসকরা ৷ আপাতত তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ঠিকই, তবে জানা গিয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । পাশাপাশি আগের থেকে তাঁর অবস্থা স্থিতিশীল (Raju Srivastava in hospital ) ৷

তাঁর ম্যানেজার নয়ন সোনি বলেন "রাজুর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং এখন অঙ্গ-প্রত্যঙ্গও কিছুটা নাড়াতে পারছেন ৷ তিনি এখনও ভেন্টিলেটরেই রয়েছেন । চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর জ্ঞান ফিরতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে ।" প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷

এর আগেই একটি স্বাস্থ্য সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছিল রাজুর পরিবারের তরফে ৷ সেখানেও জানানো হয়েছিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি ৷ একই সঙ্গে অনুরাগীদের কোনও জল্পনায় কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা ৷

আরও পড়ুন: প্রথম সন্তানের চারমাসের মধ্যেই ফের মা হতে চলেছেন দেবিনা

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

নয়া দিল্লি, 16 অগস্ট: কমেডিয়ান রাজু শ্রীবাস্তব এখন আগের থেকে ভাল রয়েছেন এমনটাই জানিয়েছেন তাঁর ম্যানেজার (বিজনেস) ৷ তবে এখনও তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে ৷ গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন এই কমেডিয়ান ৷ সেই দিনই তাঁর অ্য়াঞ্জিওগ্র্যাফি করেন চিকিৎসকরা ৷ আপাতত তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ঠিকই, তবে জানা গিয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । পাশাপাশি আগের থেকে তাঁর অবস্থা স্থিতিশীল (Raju Srivastava in hospital ) ৷

তাঁর ম্যানেজার নয়ন সোনি বলেন "রাজুর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং এখন অঙ্গ-প্রত্যঙ্গও কিছুটা নাড়াতে পারছেন ৷ তিনি এখনও ভেন্টিলেটরেই রয়েছেন । চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর জ্ঞান ফিরতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে ।" প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷

এর আগেই একটি স্বাস্থ্য সংক্রান্ত বিবৃতি জারি করা হয়েছিল রাজুর পরিবারের তরফে ৷ সেখানেও জানানো হয়েছিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি ৷ একই সঙ্গে অনুরাগীদের কোনও জল্পনায় কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা ৷

আরও পড়ুন: প্রথম সন্তানের চারমাসের মধ্যেই ফের মা হতে চলেছেন দেবিনা

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

Last Updated : Aug 17, 2022, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.