ETV Bharat / entertainment

RajKummar Rao New Film: প্রতীক্ষার অবসান, শুরু হল রাজকুমারের 'স্ত্রী 2' ছবির শুটিং - RajKummar Rao New Film Stree 2

শুরু হল রাজকুমার রাওয়ের নতুন ছবি 'স্ত্রী 2'র শুটিং ৷ প্রথম পর্বের বিপুল সাফল্যের পর ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আগ্রহ রীতিমতো তুঙ্গে ৷

RajKummar Rao New Film
রাজকুমারের স্ত্রী 2 ছবির শুটিং শুরু
author img

By

Published : Jul 11, 2023, 3:34 PM IST

হায়দরাবাদ, 11 জুলাই: রাজকুমার রাওয়ের নতুন ছবি 'স্ত্রী 2'র কাজ শুরু হতে চলেছে এমন খবর সামনে এসেছিল বহুদিন আগেই ৷ অবশেষে অপেক্ষার অবসান অনুরাগীদের ৷ শুরু হল এই বহু প্রতীক্ষিত ছবির শুটিং ৷ অমর কৌশিক পরিচালিত এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2018 সালে ৷ ঠিক পাঁচ বছর পর শুরু হল দ্বিতীয় পর্বের কাজ ৷ মঙ্গলবার ছবির একটি মোশন পোস্টার শেয়ার করেছেন রাজকুমার রাও ৷

পোস্টারটিতে দেখা যায় শহরের এক অন্ধকারময় পরিবেশ ৷ শহরের দেওয়ালে দেখা যায় নিঁখোজ বেশ কয়েকজন পুরুষ ৷ তারপর স্ক্রিনে ফুটে ওঠে ছবির আগের পর্বের বিখ্যাত দু'টি সংলাপ, 'ও স্ত্রী কাল আনা(ও স্ত্রী কাল এসো)' এবং তা কেটে লেখা হয় 'ও স্ত্রী রক্ষা কর না (ও স্ত্রী রক্ষা কর) ৷' একেবারে শেষে জানানো হয়, এবার ছড়িয়ে পড়বে স্কন্ধকাটার আতঙ্ক ৷ ইতিমধ্য়েই নীল দেওয়ালে দেখা যায় একটি ছায়া, যেখানে দেখা যায় একজন নারীর হাতে রয়েছে নরমুণ্ড ৷

পোস্টারটি শেয়ার করে রাজকুমার লিখেছেন, "আরও একবার চান্দেরিতে আতঙ্ক ছড়িয়ে পড়বে ৷ স্ত্রী 2 ছবির কাজ শুরু হল ৷" খবর অনুযায়ী, মধ্যপ্রদেশেই শুরু হয়েছে ছবির কাজ ৷ এই ছবির জন্য ইতিমধ্য়েই মধ্য়প্রদেশে পৌঁছেও গিয়েছেন শ্রদ্ধা কাপুর ৷ গতবার ছবির কাহিনির মধ্য় দিয়ে দারুণ এক সামাজিক বার্তা তুলে ধরেছিলেন পরিচালক অমর কৌশিক ৷ হরর কমেডি জনারটিকে যে এভাবে ব্যবহার করা যায়, তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন অনেক সমালোচকই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কন্যাকে নিয়ে প্রথমবার গোয়া সফরে বিপাশা করণ

পরিচালক অমর কৌশিক এর আগে কাজ করেছিলেন বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ ছবির নাম ছিল 'ভেড়িয়া' ৷ এই ছবিটিও বেশ আকর্ষণ করেছিল সমালোচকদের ৷ এবার রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে আরও একবার পর্দায় কাজ করতে চলেছেন তিনি ৷ রাজকুমার রাও জানিয়েছেন জি স্টুডিয়োর ব্যানারে আগামী বছর অর্থাৎ 2024 সালে মুক্তি পাবে এই ছবি ৷

হায়দরাবাদ, 11 জুলাই: রাজকুমার রাওয়ের নতুন ছবি 'স্ত্রী 2'র কাজ শুরু হতে চলেছে এমন খবর সামনে এসেছিল বহুদিন আগেই ৷ অবশেষে অপেক্ষার অবসান অনুরাগীদের ৷ শুরু হল এই বহু প্রতীক্ষিত ছবির শুটিং ৷ অমর কৌশিক পরিচালিত এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2018 সালে ৷ ঠিক পাঁচ বছর পর শুরু হল দ্বিতীয় পর্বের কাজ ৷ মঙ্গলবার ছবির একটি মোশন পোস্টার শেয়ার করেছেন রাজকুমার রাও ৷

পোস্টারটিতে দেখা যায় শহরের এক অন্ধকারময় পরিবেশ ৷ শহরের দেওয়ালে দেখা যায় নিঁখোজ বেশ কয়েকজন পুরুষ ৷ তারপর স্ক্রিনে ফুটে ওঠে ছবির আগের পর্বের বিখ্যাত দু'টি সংলাপ, 'ও স্ত্রী কাল আনা(ও স্ত্রী কাল এসো)' এবং তা কেটে লেখা হয় 'ও স্ত্রী রক্ষা কর না (ও স্ত্রী রক্ষা কর) ৷' একেবারে শেষে জানানো হয়, এবার ছড়িয়ে পড়বে স্কন্ধকাটার আতঙ্ক ৷ ইতিমধ্য়েই নীল দেওয়ালে দেখা যায় একটি ছায়া, যেখানে দেখা যায় একজন নারীর হাতে রয়েছে নরমুণ্ড ৷

পোস্টারটি শেয়ার করে রাজকুমার লিখেছেন, "আরও একবার চান্দেরিতে আতঙ্ক ছড়িয়ে পড়বে ৷ স্ত্রী 2 ছবির কাজ শুরু হল ৷" খবর অনুযায়ী, মধ্যপ্রদেশেই শুরু হয়েছে ছবির কাজ ৷ এই ছবির জন্য ইতিমধ্য়েই মধ্য়প্রদেশে পৌঁছেও গিয়েছেন শ্রদ্ধা কাপুর ৷ গতবার ছবির কাহিনির মধ্য় দিয়ে দারুণ এক সামাজিক বার্তা তুলে ধরেছিলেন পরিচালক অমর কৌশিক ৷ হরর কমেডি জনারটিকে যে এভাবে ব্যবহার করা যায়, তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন অনেক সমালোচকই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কন্যাকে নিয়ে প্রথমবার গোয়া সফরে বিপাশা করণ

পরিচালক অমর কৌশিক এর আগে কাজ করেছিলেন বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ ছবির নাম ছিল 'ভেড়িয়া' ৷ এই ছবিটিও বেশ আকর্ষণ করেছিল সমালোচকদের ৷ এবার রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে আরও একবার পর্দায় কাজ করতে চলেছেন তিনি ৷ রাজকুমার রাও জানিয়েছেন জি স্টুডিয়োর ব্যানারে আগামী বছর অর্থাৎ 2024 সালে মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.