ETV Bharat / entertainment

Stree Sequel: শ্যুটিং শুরু হতে চলেছে 'স্ত্রী'-র সিক্যুয়েলের, তৈরি ভিকি-বিট্টুরা - শুটিং শুরু হতে চলেছে স্ত্রীর সিক্যুয়ালের

আগামী বছরের প্রথমেই শ্যুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় হরর কমেডি 'স্ত্রী'-র পরবর্তী অধ্যায়ের ৷ সূত্রের খবর অনুযায়ী আগামী মার্চ থেকেই শুটিং শুরু করবেন অভিনেতা রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা(Stree Sequel Is Coming Soon) ৷

Stree Sequel
শুটিং শুরু হতে চলেছে 'স্ত্রী'-র সিক্যুয়ালের, তৈরি ভিকি বিট্টুরা
author img

By

Published : Dec 15, 2022, 6:24 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর: নতুন বছরেই শুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় হরর কমেডি 'স্ত্রী'-র পরবর্তী অধ্যায়ের ৷ সূত্রের খবর অনুযায়ী আগামী মার্চ থেকেই শুটিং শুরু করবেন অভিনেতা রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ মোট চারটি শহরে শ্যুটিং হবে এই ছবি ৷ মার্চে এই ছবির শুটিং শুরু করার কথা অবশ্য় এখনও নির্মাতাদের তরফে নিশ্চিত করা হয়নি(Shooting of Stree 2) ৷

তবে সূত্রের খবর, 'স্ত্রী-2'-এর কাজ যে শুরু হতে চলেছে তাঁর ইঙ্গিত ভেড়িয়া ছবির শেষ অংশেই দিয়েছেন পরিচালক ৷ ছবির ক্রেডিটের দৃশ্যে যেভাবে রাজকুমার রাও (ভিকি) এবং অপারশক্তি খুরানা (বিট্টু)-কে দেখানো হয়েছে তাতেই প্রমাণিত হয় যে আগামীতে খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে এই ছবির কাজ (Rajkummar Aparshakti to begin shoot for Stree 2) ৷ খবর অনুযায়ী, আপাতত ছবির অন্যান্য অভিনেতারা সকলেই ব্যস্ত অন্য় অন্য কাজে ৷ তবে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ৷ তাই আরও একবার রাজকুমার রাও এবং অন্য়ান্য অভিনেতাদের কাছে থেকে একটি দারুণ মজার গল্প দর্শকরা উপহার পেতেই পারেন (Stree Sequel Is Coming Soon)৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও 'পাঠান' বয়কটের ডাক

পরিচালক অমর কৌশিকের হাত ধরে 2018 সালে 'স্ত্রী' ছবিটির সঙ্গে প্রথম পরিচয় দর্শকদের ৷ অলৌকিক এক কাহিনিকে মজার ছলে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই ছবি ৷ ছিল গুরুত্বপূর্ণ একটি সামাজিক বার্তাও ৷ হাসির ছলে নারীর সম্মান নিয়ে এত সুন্দর বার্তা ঠিক কতগুলি ছবি দিতে পেরেছে তা বোধহয় হাতে গুনে বলা যায় ৷ অত্যন্ত সহজ সাধাসিধে এক গ্রামীণ ছবিকে ফুটিয়ে তুলে দর্শকদের রীতিমতো চমকে দিয়েছিলেন নির্মাতারা ৷ রাজকুমার রাও, অপারশক্তি খুরানা থেকে পঙ্কজ ত্রিপাঠী এই ছবিতে কারও কথাই ভোলা যাবেনা ৷ তাই ছবির পরবর্তী অধ্য়ায় কেমন হবে, তা জানতে এখন আগ্রহ তুঙ্গে দর্শকদের ৷

মুম্বই, 15 ডিসেম্বর: নতুন বছরেই শুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় হরর কমেডি 'স্ত্রী'-র পরবর্তী অধ্যায়ের ৷ সূত্রের খবর অনুযায়ী আগামী মার্চ থেকেই শুটিং শুরু করবেন অভিনেতা রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ মোট চারটি শহরে শ্যুটিং হবে এই ছবি ৷ মার্চে এই ছবির শুটিং শুরু করার কথা অবশ্য় এখনও নির্মাতাদের তরফে নিশ্চিত করা হয়নি(Shooting of Stree 2) ৷

তবে সূত্রের খবর, 'স্ত্রী-2'-এর কাজ যে শুরু হতে চলেছে তাঁর ইঙ্গিত ভেড়িয়া ছবির শেষ অংশেই দিয়েছেন পরিচালক ৷ ছবির ক্রেডিটের দৃশ্যে যেভাবে রাজকুমার রাও (ভিকি) এবং অপারশক্তি খুরানা (বিট্টু)-কে দেখানো হয়েছে তাতেই প্রমাণিত হয় যে আগামীতে খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে এই ছবির কাজ (Rajkummar Aparshakti to begin shoot for Stree 2) ৷ খবর অনুযায়ী, আপাতত ছবির অন্যান্য অভিনেতারা সকলেই ব্যস্ত অন্য় অন্য কাজে ৷ তবে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ৷ তাই আরও একবার রাজকুমার রাও এবং অন্য়ান্য অভিনেতাদের কাছে থেকে একটি দারুণ মজার গল্প দর্শকরা উপহার পেতেই পারেন (Stree Sequel Is Coming Soon)৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশেও 'পাঠান' বয়কটের ডাক

পরিচালক অমর কৌশিকের হাত ধরে 2018 সালে 'স্ত্রী' ছবিটির সঙ্গে প্রথম পরিচয় দর্শকদের ৷ অলৌকিক এক কাহিনিকে মজার ছলে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই ছবি ৷ ছিল গুরুত্বপূর্ণ একটি সামাজিক বার্তাও ৷ হাসির ছলে নারীর সম্মান নিয়ে এত সুন্দর বার্তা ঠিক কতগুলি ছবি দিতে পেরেছে তা বোধহয় হাতে গুনে বলা যায় ৷ অত্যন্ত সহজ সাধাসিধে এক গ্রামীণ ছবিকে ফুটিয়ে তুলে দর্শকদের রীতিমতো চমকে দিয়েছিলেন নির্মাতারা ৷ রাজকুমার রাও, অপারশক্তি খুরানা থেকে পঙ্কজ ত্রিপাঠী এই ছবিতে কারও কথাই ভোলা যাবেনা ৷ তাই ছবির পরবর্তী অধ্য়ায় কেমন হবে, তা জানতে এখন আগ্রহ তুঙ্গে দর্শকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.