ETV Bharat / entertainment

Rajinikanth New Film: নতুন ছবির জন্য লোকেশ কনগরাজের সঙ্গে হাত মেলালেন রজনীকান্ত - লোকেশ কনগরাজের সঙ্গে হাত মেলালেন রজনীকান্ত

লোকেশ কনগরাজের সঙ্গে হাত মেলালেন রজনীকান্ত ৷ 'জেলার' ছবির সাফল্যের মাঝেই এই খবর ঘোষণা করল সান পিকচার্স ৷ এর আগে 'লিও'র মতো ছবি পরিচালনা করেছেন লোকেশ ৷ এবার তিনি জুটি বাঁধবেন রজনী আন্নার সঙ্গে ৷

Thalaivar171
লোকেশ কনগরাজের আগামী ছবিতে রজনীকান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 5:10 PM IST

চেন্নাই, 11 সেপ্টেম্বর: সামনে এল সুপারস্টার রজনীকান্তের নতুন ছবির খবর ৷ প্রশান্ত নীল পরিচালিত 'জেলার' ছবির জন্য এখন রীতিমতো প্রশংসা কুড়োচ্ছেন দক্ষিণের থালাইভা ৷ রজনী আন্নার ছবি মানেই যে সুপারহিট তা প্রমাণিত হয়ে গিয়েছে আরও একবার ৷ এরই মাঝে সোমবার তাঁর অনুরাগীদের জন্য বড় উপহার নিয়ে হাজির হলেন অভিনেতা ৷ ছবির 'ওয়ার্কিং টাইটেল' 'থালাইভা 171' ৷

সাধারণত দক্ষিণে এভাবেই একটি 'ওয়ার্কিং টাইটেল' আগে থেকে ঘোষণা করে দেন নির্মাতারা ৷ অভিনেতার কত তম ছবির কাজ শুরু হতে চলেছে তারওপর ভিত্তি করেই দেওয়া হয় এই নামটি ৷ অর্থাৎ রজনী আন্না এবার হাত দিতে চলেছেন তাঁর 171তম ছবির কাজে ৷ 'জেলার' ছবির বিপুল সাফল্যের মাঝেই সোমবার এই ছবির কথা ঘোষণা করল সান পিকচার্স ৷

ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন লোকেশ কনগরাজ ৷ ছবির কাহিনিও লিখেছেন তিনিই ৷ সান পিকচার্স এদিন তাদের সোশাল মিডিয়া একটি পোস্টে জানিয়েছে, "সুপারস্টার রজনীকান্তের 171তম ছবির কথা ঘোষণা করতে পেরে আমরা ভীষণ খুশি ৷" অন্য়দিকে এই ছবি নিয়ে উত্তেজনার আরও একটি বড় কারণ রয়েছে ৷ শাহরুখের 'জওয়ান' ছবিতে তাঁর গানগুলির জন্য বেশ প্রশংসিত হচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ এবার তাঁকেই সুরের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন লোকেশ কনগরাজ ৷

আরও পড়ুন: গর্ভাবস্থায় মন শান্ত ও শরীর সতেজ রাখতে জিমেই ভরসা শুভশ্রীর

লোকেশ নিজেও এদিন সোশালে তাঁর মতামত জানিয়েছেন ৷ রজনীকান্তের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি কতটা উচ্ছ্বসিত তা জানাতে গিয়ে তিনি লেখেন, "রজনীকান্ত স্যারের সঙ্গে থালাইভা 171 ছবির জন্য হাত মেলাতে পেরে আমি উচ্ছ্বসিত ৷" লোকেশ দক্ষিণি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ৷ এর আগে তিনি 'কাইথি', 'বিক্রম'-এর মতো ছবি পরিচালনা করেছেন ৷ তাঁর একেবারে সাম্প্রতিক ছবি হল 'লিও' ৷ ছবিতে নায়ক হিসাবে লোকেশ বেছে নিয়েছিলেন থলাপতি বিজয়কে ৷

চেন্নাই, 11 সেপ্টেম্বর: সামনে এল সুপারস্টার রজনীকান্তের নতুন ছবির খবর ৷ প্রশান্ত নীল পরিচালিত 'জেলার' ছবির জন্য এখন রীতিমতো প্রশংসা কুড়োচ্ছেন দক্ষিণের থালাইভা ৷ রজনী আন্নার ছবি মানেই যে সুপারহিট তা প্রমাণিত হয়ে গিয়েছে আরও একবার ৷ এরই মাঝে সোমবার তাঁর অনুরাগীদের জন্য বড় উপহার নিয়ে হাজির হলেন অভিনেতা ৷ ছবির 'ওয়ার্কিং টাইটেল' 'থালাইভা 171' ৷

সাধারণত দক্ষিণে এভাবেই একটি 'ওয়ার্কিং টাইটেল' আগে থেকে ঘোষণা করে দেন নির্মাতারা ৷ অভিনেতার কত তম ছবির কাজ শুরু হতে চলেছে তারওপর ভিত্তি করেই দেওয়া হয় এই নামটি ৷ অর্থাৎ রজনী আন্না এবার হাত দিতে চলেছেন তাঁর 171তম ছবির কাজে ৷ 'জেলার' ছবির বিপুল সাফল্যের মাঝেই সোমবার এই ছবির কথা ঘোষণা করল সান পিকচার্স ৷

ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন লোকেশ কনগরাজ ৷ ছবির কাহিনিও লিখেছেন তিনিই ৷ সান পিকচার্স এদিন তাদের সোশাল মিডিয়া একটি পোস্টে জানিয়েছে, "সুপারস্টার রজনীকান্তের 171তম ছবির কথা ঘোষণা করতে পেরে আমরা ভীষণ খুশি ৷" অন্য়দিকে এই ছবি নিয়ে উত্তেজনার আরও একটি বড় কারণ রয়েছে ৷ শাহরুখের 'জওয়ান' ছবিতে তাঁর গানগুলির জন্য বেশ প্রশংসিত হচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর ৷ এবার তাঁকেই সুরের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন লোকেশ কনগরাজ ৷

আরও পড়ুন: গর্ভাবস্থায় মন শান্ত ও শরীর সতেজ রাখতে জিমেই ভরসা শুভশ্রীর

লোকেশ নিজেও এদিন সোশালে তাঁর মতামত জানিয়েছেন ৷ রজনীকান্তের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি কতটা উচ্ছ্বসিত তা জানাতে গিয়ে তিনি লেখেন, "রজনীকান্ত স্যারের সঙ্গে থালাইভা 171 ছবির জন্য হাত মেলাতে পেরে আমি উচ্ছ্বসিত ৷" লোকেশ দক্ষিণি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ৷ এর আগে তিনি 'কাইথি', 'বিক্রম'-এর মতো ছবি পরিচালনা করেছেন ৷ তাঁর একেবারে সাম্প্রতিক ছবি হল 'লিও' ৷ ছবিতে নায়ক হিসাবে লোকেশ বেছে নিয়েছিলেন থলাপতি বিজয়কে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.