কলকাতা, 25 অগস্ট: গত কয়েক মাস ধরে বিভিন্ন ছবির নন্দনে সুযোগ পাওয়া নিয়ে হয়েছে নানা বিতর্ক তৈরি হয়েছে ৷ এমনকী রাজ চক্রবর্তীর আগের ছবি 'হাবজি গাবজি'-র নন্দনে হল পাওয়া এবং সৃজিত মুখোপাধ্যায়ের 'X=প্রেম' ছবির সুযোগ না পাওয়া নিয়েও তর্কবিতর্ক কম হয়নি (Raj Chakraborty New Film Dharmayudhha)৷ যদিও পরে সেই বিবাদ মিটে গিয়েছিল সহজেই ৷ এবার কিন্তু সকলের জন্য় একটি দারুণ সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলেন সেই রাজ চক্রবর্তীই ৷ নন্দনে জায়গা পেয়েছিল তাঁর নতুন ছবি 'ধর্মযুদ্ধ' ৷ কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্তর 'বিসমিল্লা' ছবির জন্য় সেই ছবিকে নন্দন থেকে সরিয়ে নিতে কোনও দ্বিধা করলেন না রাজ (Indraadip Das Gupta New Film Bismillah)৷
নিজেই ফেসবুকে রাজের এই স্বার্থত্যাগের কথা জানিয়েছেন ইন্দ্রদীপ ৷ সাম্প্রতিক ফেসবুক পোস্টে তিনি লেখেন,"ধন্যবাদ রাজ আপনি আবার বোঝালেন আপনি ঠিক কতটা দয়ালু।" কাল থেকে দুপর 1টা 10-এ নন্দনে আসছে বিসমিল্লাহ ৷"
আরও পড়ুন: 15 দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের
ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজের ছবি সম্পর্কে আগেই আমাদের বলেছিলেন, "একজন মিউজ়িশিয়ানের পরিণত হয়ে ওঠার পিছনে জীবন কতটা দায়ী থাকে এবং তার জীবনের ভালোবাসাগুলো কতটা দায়ী থাকে, সেটাই দেখানো হচ্ছে 'বিসমিল্লা' ছবিতে। এখানে শুভশ্রী সেরকমই একটি প্রেম, একটি অনুপ্রেরণা । শুভশ্রীর চরিত্রের নাম ফাতিমা। আর ঋদ্ধিই বিসমিল্লা।" ছবিতে ঋদ্ধি সেন, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, শুভশ্রী-সহ রয়েছেন আরও অনেকে ৷ এই ছবি পর্দায় মুক্তি পেয়েছিল গত 19 অগস্ট ৷