হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: মহালয়ার আগে থেকেই আকাশে পুজো পুজো গন্ধ ৷ প্রকৃতি যেমন সেজে উঠেছে তেমনই উমার আগমনী উৎসবে মেতেছে বাংলার মানুষও ৷ দিকে দিকে চলছে প্যান্ডেল তৈরির কাজ ৷ থিমের লড়াইয়ে এগিয়ে থাকতে চলছে জোর প্রস্তুতি ৷ ঠিক যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছে সোদপুরের বার্মাশেল-এর পুজো ৷ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এদের পুজো থিম সং ৷ রাজ চক্রবর্তীর পরিচালনায় অঙ্কুশ হাজরা ও পূজা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে এই থিম সং-এ ৷
পুজোর প্রতিযোগিতা যত বেড়েছে তত অভিনবত্ব যোগ হয়েছে পুজো সম্পর্কতি নানা বিষয়ে ৷ যেমন বেশ কিছু সময় ধরে পুজো কমিটির তরফ থেকে থিম সং প্রকাশের প্রচলন শুরু হয়েছে ৷ যা পুজোর চারদিন বেজে ওঠে সেই মণ্ডপে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ সোদপুরের বার্মাশেল পুজো 75 বছর সম্পন্ন করেছে ৷ সেই উপলক্ষ্যে তারা নিয়ে এসেছে দুর্গাপুজোর গান 'এসেছে মা দুর্গা মা ৷'
রাজ চক্রবর্তী এই গানের ভিডিয়ো পরিচালনার দায়িত্ব সামলেছেন ৷ কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ৷ সিনেমাটোগ্রাফি করেছেন মানস গঙ্গোপাধ্যায় ৷ গানটি গেয়েছেন কেশব দে ও অঙ্কিতা ভট্টাচার্য ৷ গানের কথা লিখেছেন সোমরাজ দাস ও মিউজিক দিয়েছেন কেশব দে ৷ নাচে-গানে জমজমাট পুজোর থিম সং ৷
আরও পড়ুন: এক যুগ পর খুনের কিনার করতে হাজির প্রবীর রায়চৌধুরী, 'দশম অবতার'কে ঘিরে ঘণীভূত রহস্য
ঢাকের বোলে রঙিন সাজ ধরা পড়েছেন অঙ্কুশ ও পূজা ৷ ট্রাডিশনাল লুকে অসাধারণ অভিনেত্রী ৷ তাঁকে দেখা গিয়েছে সবুজ রঙের ব্লাউজে গোলাপি জড়ির কাজ ৷ পরেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি ৷ কানে, গলায়, হাতে ম্যাচিং জুয়েলারি ৷ অন্যদিকে অঙ্কুশকে দেখা গিয়েছে, সবুজ পাঞ্জাবিতে ৷ তার মধ্যো সোনালি রঙের নকশা করা ৷ পুজোর এই গান প্রকাশ্যে আসতেই মেতে উঠেছেন সকলেই ৷