ETV Bharat / entertainment

Rahul on Raj: 'যে একদা কপি করিত আজও করে', নাম না-করে রাজের বিরুদ্ধে 'টুকলি'র অভিযোগ রাহুলের - নাম না করে রাজের বিরুদ্ধে টুকলির অভিযোগ রাহুলের

'আবার প্রলয়' সিরিজের টিজার মুক্তির পরেই এবার ঋত্বিকের লুক নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় ৷ তাঁর মতে ঋত্বিকের এই লুক পঙ্কজ ত্রিপাঠীর 'স্যাক্রেড গেমস'-এর লুকের হুবহু নকল ৷

Rahul on Raj
রাজের বিরুদ্ধে হিন্দি ছবির লুক নকল করার অভিযোগ রাহুলের
author img

By

Published : Jul 1, 2023, 5:40 PM IST

কলকাতা, 1 জুলাই: মুক্তির পর থেকেই চর্চায় উঠে এসেছে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর টিজার ৷ ক্রাইম ব্রাঞ্চের মারকুটে স্পেশাল অফিসার অনিমেষ দত্তর পর্দায় কামব্যাক নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নেটপাড়া ৷ তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকও বাড়তি নজর কেড়েছে টিজারে ৷ যদিও সেই লুক নিয়ে শুরু হয়েছে বিতর্কও ৷ কারণ অনেকেই বলছেন, 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের সঙ্গে হুবহু মিল রয়েছে ঋত্বিকের নতুন লুকটির ৷ সেখানেও যেভাবে সাজানো হয়েছিল খান্না গুরুজিকে এখানেও প্রায় একই লুক ঋত্বিকের ৷ শুধু নেটপাড়া নয় এমন দাবি করেছেন অভিনেতা রাহুলও ৷

তিনি সম্প্রতি ফেসবুকে লিখেছেন, "যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...ট্রলারদের স্বাগতম ৷" একসময় এই রাজ চক্রবর্তীর হাত ধরেই জুটি হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা জুটি ৷ 'চিরদিনই তুমি যে আমার' ছবির নায়ক হিসাবেই তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাংলায় ৷ আজ সেই পরিচালকের সমালোচনাতেই মুখর হলেন রাহুল ৷ আর তা নিয়েই নেটমহলে শুরু হয়েছে গুঞ্জন ৷

Rahul on Raj
ঋত্বিকের লুক নিয়ে শুরু বিতর্ক

তবে তাঁর পোস্টের নীচে এর জন্য রাহুলকে যে খুব বেশি ট্রল হতে হয়েছে তা কিন্তু নয় ৷ বরং অন্য অনেকেই তাঁকে সমর্থন করেছেন ৷ কেউ লিখেছেন 'চিরদিনই তুমি যে কপি ৷' আবার কারও মতে, টিজারটি তাঁদের ভালোই লেগেছে তবে হ্য়াঁ ঋত্বিকের লুকের সঙ্গে 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের বেশ মিল যে রয়েছে, তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই ৷ আবার কারও দাবি, "যে কপি করে সেই রাজ করে ভাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের সৃজিতের সঙ্গে জুটি? জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন দিতিপ্রিয়া

'আবার প্রলয়' তৈরি হতে চলেছে সুন্দরবন এলাকার একটি গল্প নিয়ে ৷ দুষ্কৃতীদের একটি গ্যাং এখানে প্রেমের জালে মেয়েদের ফাঁসিয়ে তাদের মাদক সেবন করিয়ে বিভিন্ন জায়গার পাচার করার কাজ চালায় ৷ এদের মধ্য়ে কারও কারও লাশও উদ্ধার হয় নৌকার গলুই থেকে ৷ কেউ বা হয় ধর্ষিতা ৷ এইসব পাচার চক্র এবং খুনের তদন্তের জন্যই পাঠানো হয় অনিমেষ দত্তকে ৷ সিরিজটি মুক্তি পেলেই জানা যাবে গল্প কোনদিকে বাঁক নেবে এই ঘটনায় ৷

কলকাতা, 1 জুলাই: মুক্তির পর থেকেই চর্চায় উঠে এসেছে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়'-এর টিজার ৷ ক্রাইম ব্রাঞ্চের মারকুটে স্পেশাল অফিসার অনিমেষ দত্তর পর্দায় কামব্যাক নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নেটপাড়া ৷ তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকও বাড়তি নজর কেড়েছে টিজারে ৷ যদিও সেই লুক নিয়ে শুরু হয়েছে বিতর্কও ৷ কারণ অনেকেই বলছেন, 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের সঙ্গে হুবহু মিল রয়েছে ঋত্বিকের নতুন লুকটির ৷ সেখানেও যেভাবে সাজানো হয়েছিল খান্না গুরুজিকে এখানেও প্রায় একই লুক ঋত্বিকের ৷ শুধু নেটপাড়া নয় এমন দাবি করেছেন অভিনেতা রাহুলও ৷

তিনি সম্প্রতি ফেসবুকে লিখেছেন, "যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...ট্রলারদের স্বাগতম ৷" একসময় এই রাজ চক্রবর্তীর হাত ধরেই জুটি হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা জুটি ৷ 'চিরদিনই তুমি যে আমার' ছবির নায়ক হিসাবেই তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাংলায় ৷ আজ সেই পরিচালকের সমালোচনাতেই মুখর হলেন রাহুল ৷ আর তা নিয়েই নেটমহলে শুরু হয়েছে গুঞ্জন ৷

Rahul on Raj
ঋত্বিকের লুক নিয়ে শুরু বিতর্ক

তবে তাঁর পোস্টের নীচে এর জন্য রাহুলকে যে খুব বেশি ট্রল হতে হয়েছে তা কিন্তু নয় ৷ বরং অন্য অনেকেই তাঁকে সমর্থন করেছেন ৷ কেউ লিখেছেন 'চিরদিনই তুমি যে কপি ৷' আবার কারও মতে, টিজারটি তাঁদের ভালোই লেগেছে তবে হ্য়াঁ ঋত্বিকের লুকের সঙ্গে 'স্যাক্রেড গেমস'-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের বেশ মিল যে রয়েছে, তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই ৷ আবার কারও দাবি, "যে কপি করে সেই রাজ করে ভাই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ফের সৃজিতের সঙ্গে জুটি? জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন দিতিপ্রিয়া

'আবার প্রলয়' তৈরি হতে চলেছে সুন্দরবন এলাকার একটি গল্প নিয়ে ৷ দুষ্কৃতীদের একটি গ্যাং এখানে প্রেমের জালে মেয়েদের ফাঁসিয়ে তাদের মাদক সেবন করিয়ে বিভিন্ন জায়গার পাচার করার কাজ চালায় ৷ এদের মধ্য়ে কারও কারও লাশও উদ্ধার হয় নৌকার গলুই থেকে ৷ কেউ বা হয় ধর্ষিতা ৷ এইসব পাচার চক্র এবং খুনের তদন্তের জন্যই পাঠানো হয় অনিমেষ দত্তকে ৷ সিরিজটি মুক্তি পেলেই জানা যাবে গল্প কোনদিকে বাঁক নেবে এই ঘটনায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.