ETV Bharat / entertainment

Parineeti-Raghav wedding: সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি-রাঘব - পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

Parineeti Chopra Raghav Chadha wedding updates: রাত পোহালেই বেজে উঠবে বিয়ের সানাই ৷ তার আগে শনিবার রাতে সঙ্গীত সেরেমনিতে মেতে উঠলেন হবু বর-কনে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ৷ রাজনীতিবিদ থেকে তারকাদের উপস্থিতিতে জমকালো হয়ে উঠেছে উদয়পুরের লীলা প্যালেস ৷

Etv Bharat
সঙ্গীত সেরেমনিতে পরিণীতি-রাঘব
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:37 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সেজে উঠেছে আলোর রোশনাই ৷ আর কিছুক্ষণের অপেক্ষা ৷ রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস সাক্ষী থাকতে চলেছে আপ নেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার নতুন জীবনের ৷ রবিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের চর্চিত লাভ বার্ড ৷ 22 সেপ্টেম্বরই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন হবু বর-বউ ৷ একে একে অনান্য তারকারাও উপস্থিত হতে শুরু করেছেন ৷ উপস্থিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ৷ পাশাপাশি এদিন উপস্থিত হয়েছেন ডিজে সুমিত শেঠি ৷ শুধু তাই নয়, পরিণীতির বন্ধু টেনিস তারকাসানিয়া মিরজাও বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

দিল্লিতে প্রি-ওয়েডিং রীতি 'আরদাস' সম্পন্ন করেই 22 তারিখ উদয়পুরে আসতে শুরু করেছেন রাঘব-পরিণীতির আত্মীয়রা ৷ সূত্রের খবর, লীলা প্যালেসে থাকবেন পরিণীতির আত্মীয়রা ৷ অন্যদিকে, তাজ লেক প্যালেজে থাকবেন রাঘব ও তাঁর আত্মীয়রা ৷ সেখান থেকে বোটে করে লেক পিছোলা অতিক্রম করে বরযাত্রী পৌঁছবে লীলা প্যালেসে ৷ শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান ৷ সকালে সম্পন্ন হয়েছে চূড়া সেরেমনি ৷ শনিবার রাতে ন'য়ের দশকের থিম পার্টিতে দেখা যাবে উপস্থিত হবু বর-কনে-সহ পরিবার ও বন্ধুদের ৷ জানা গিয়েছে, উদয়পুরে লীলা প্যালেসের গুয়াভা গার্ডেনে বসবে স্যাটার ডে নাইট পার্টি ৷ সহজ ভাবে বললে, সঙ্গীত সেরেমনি এদিন শুরু হয় সন্ধ্যে 7টা থেকে ৷ মিউজিক্যাল এই নাইট জমকালো করে তুলতেই ডিজে সুমিত পৌঁছন উদয়পুরে ৷

আরও পড়ুন: অনুপস্থিতির আভাস প্রিয়াঙ্কার, পরিণীতির চুরা সেরিমনি ঘিরে উন্মাদনা তুঙ্গে

সূত্রের খবর, বিয়ের জন্য 'ইশকজাদে' অভিনেত্রীকে দেখা যাবে মনীশ মালহোত্রার ডিজাইনার লহেঙ্গায় ৷ অন্যদিকে, রাঘব চাড্ডা বিশেষ দিনের জন্য় বেছে নিয়েছেন মামা তথা ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার স্টাইল করা পোশাক ৷ অন্যদিকে, বলিউডের কোন কোন তারকা এই দিন উপস্থিত থাকবেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহল দেখা গিয়েছে ৷ আপাতত, সোশাল মিডিয়ার দিকে নজর সকলের ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সেজে উঠেছে আলোর রোশনাই ৷ আর কিছুক্ষণের অপেক্ষা ৷ রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস সাক্ষী থাকতে চলেছে আপ নেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার নতুন জীবনের ৷ রবিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের চর্চিত লাভ বার্ড ৷ 22 সেপ্টেম্বরই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন হবু বর-বউ ৷ একে একে অনান্য তারকারাও উপস্থিত হতে শুরু করেছেন ৷ উপস্থিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযাল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ৷ পাশাপাশি এদিন উপস্থিত হয়েছেন ডিজে সুমিত শেঠি ৷ শুধু তাই নয়, পরিণীতির বন্ধু টেনিস তারকাসানিয়া মিরজাও বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

দিল্লিতে প্রি-ওয়েডিং রীতি 'আরদাস' সম্পন্ন করেই 22 তারিখ উদয়পুরে আসতে শুরু করেছেন রাঘব-পরিণীতির আত্মীয়রা ৷ সূত্রের খবর, লীলা প্যালেসে থাকবেন পরিণীতির আত্মীয়রা ৷ অন্যদিকে, তাজ লেক প্যালেজে থাকবেন রাঘব ও তাঁর আত্মীয়রা ৷ সেখান থেকে বোটে করে লেক পিছোলা অতিক্রম করে বরযাত্রী পৌঁছবে লীলা প্যালেসে ৷ শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান ৷ সকালে সম্পন্ন হয়েছে চূড়া সেরেমনি ৷ শনিবার রাতে ন'য়ের দশকের থিম পার্টিতে দেখা যাবে উপস্থিত হবু বর-কনে-সহ পরিবার ও বন্ধুদের ৷ জানা গিয়েছে, উদয়পুরে লীলা প্যালেসের গুয়াভা গার্ডেনে বসবে স্যাটার ডে নাইট পার্টি ৷ সহজ ভাবে বললে, সঙ্গীত সেরেমনি এদিন শুরু হয় সন্ধ্যে 7টা থেকে ৷ মিউজিক্যাল এই নাইট জমকালো করে তুলতেই ডিজে সুমিত পৌঁছন উদয়পুরে ৷

আরও পড়ুন: অনুপস্থিতির আভাস প্রিয়াঙ্কার, পরিণীতির চুরা সেরিমনি ঘিরে উন্মাদনা তুঙ্গে

সূত্রের খবর, বিয়ের জন্য 'ইশকজাদে' অভিনেত্রীকে দেখা যাবে মনীশ মালহোত্রার ডিজাইনার লহেঙ্গায় ৷ অন্যদিকে, রাঘব চাড্ডা বিশেষ দিনের জন্য় বেছে নিয়েছেন মামা তথা ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার স্টাইল করা পোশাক ৷ অন্যদিকে, বলিউডের কোন কোন তারকা এই দিন উপস্থিত থাকবেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহল দেখা গিয়েছে ৷ আপাতত, সোশাল মিডিয়ার দিকে নজর সকলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.