হায়দরাবাদ, 13 মে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই রাজনীতিবিদ রাঘব চাঢ্ঢা ও পরিণীতি চোপড়ার রিং সেরেমনি হতে চলেছে ৷ সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে দিল্লির কাপুরথালার বাড়িতে ৷ পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও ৷ ডিজাইনার পোশাক নিয়ে হাজির মণীশ মলহোত্রাও ৷ এই ব্যস্ততার মাঝেও রাঘবকে দেখা গিয়েছে হালকা মুডে ৷ কফি মগে চুমুক দিতে দিতেই করছেন কাজের তদারকি থুড়ি আনন্দ উপভোগ করছেন ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটিজেনরা তো এমনটাই বলছেন ৷
দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে শনিবার সন্ধ্যায় ৷ টিনসেল টাউনের এই লাভবার্ড হতে চলেছেন 'জাবরিয়া জোড়ি' ৷ জানা গিয়েছে, তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন কমবেশি 150 জনের মতো ৷ একমাত্র কাছের পরিবার ও বন্ধুরাই থাকছেন এই অনুষ্ঠানে ৷ সকাল থেকেই তোরজোড় চলছে ৷ শুক্রবার রাতেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল কাপুরথালা বাড়ি ৷ সময় যত এগিয়েছে ততই ভিড়ি জমিয়েছেন ডেকরেটর্স থেকে ক্যাটারাররা ৷ তার মাঝেই ক্যামেরার ধরা দিয়েছেন আপ নেতা রাঘব চাঢ্ঢা ৷ সেই ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় ৷ লাল রঙের কফি মগ হাতে সাদা পাজামা-পাঞ্জাবিতে লেন্সবন্দি হয়েছেন পরিণীতির হবু বর ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের
ইতিমধ্যেই বোনের রিং সেরেমনিতে যোগ গিতে আমেরিকা থেকে উড়ে এসেছেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তবে পিগি চপসের সঙ্গে দেখা যায়নি নিক জোনাসকে ৷ বহু কনের লেহেঙ্গা নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও ৷ সূত্রের খবর, পরিণীতির পছন্দ মতো প্যাস্টেল রঙের লহেঙ্গায় সেজে উঠতে চলেছেন ইশকজাদে অভিনেত্রী ৷
-
#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023
পাশাপাশি, 'দাওয়াত এ ইশ্ক'-কেও থাকছে চমক ৷ ভারতীয় খাবারের সঙ্গে থাকতে চলেছে রকমারি কাবাব ৷ জানা গিয়েছে, পরিণীতির ভাই সাহাজ ও শিবাঙ্গ রয়েছেন ফুড ম্যানেজমেন্টের দায়িত্বে ৷ প্রসঙ্গত, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ পড়াকালীনই একে অপরকে চিনতেন রাঘব-পরিণীতি ৷ বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তা এগিয়েছে প্রণয়ের দিকে ৷ ডিনার ডেট থেকে শুরু করে ক্রিকেটের মাঠে, এই যুগল কেড়ে নিয়েছিলেন সকলের মনোযোগ ৷ এবার সেই প্রেমে শিলমোহর পড়তে চলেছে পরিবারকে সাক্ষী রেখে ৷
-
#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023#WATCH | Fashion designer Manish Malhotra and other guests arrive at the residence of AAP MP Raghav Chadha in Delhi. Chadha is set to get engaged to actress Parineeti Chopra later this evening. pic.twitter.com/QUFcN36J6G
— ANI (@ANI) May 13, 2023