ETV Bharat / entertainment

Awareness Walk: ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস'-এ সচেতনতার বার্তা দিতে পথে রচনা

‘ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে’ বা ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' উপলক্ষে আশে পাশের এলাকা দূষণমুক্ত রাখার বার্তা দিতে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হল গত শুক্রবার ৷ বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে । হাজির অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও(Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day) ।

Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day
‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস'-এ সচেতনতার বার্তা দিতে পথে রচনা
author img

By

Published : Dec 3, 2022, 10:01 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর: ‘ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে’ বা ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' উপলক্ষে আশে পাশের এলাকা দূষণমুক্ত রাখার বার্তা দিতে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হল গত শুক্রবার ৷ বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে (Awareness Walk)। আমাদের চারপাশ শুধু যে বায়ু, জল বা শব্দের মাধ্যমে দূষিত হচ্ছে তা নয় । তা দূষিত হচ্ছে মানুষের মানসিকতার কারণেও । তাই সমস্ত দিকেই নজর দেওয়া উচিত বলে মনে করে বি পি পোদ্দার হসপাতাল । পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে হাজির অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও (Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day)।

পরিবেশ দূষণ কমানোর সেরা উপায় বৃক্ষরোপণ । কল্লোলিনী কলকাতায় ক্রমশ কমছে গাছ । বাড়ছে বহুতল আবাসন। বিশ্বজুড়েও বাড়ছে উত্তাপ । গলছে দুই মেরুর বরফ । বিপদ কড়া নাড়ছে দরজায় । বাঁচাতে পারে একমাত্র গাছ । এই পদযাত্রায় তাই সবার হাতে দেওয়া হয় গাছের চারা । কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচতে গাছই হল অক্সিজেনের রক্ষাকবচ । অবশ্য শুধু গাছ লাগিয়েই দূষণ আটকানো সম্ভব নয় । তার জন্য প্রয়োজন সচেতনতা । দরকার নিজস্ব তাগিদ । নিত্যনতুন ভাবনাই পারে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে ।

Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day
বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে

যেমন নিজের গাড়ি নয়, বাস, ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করা । এতে হর্নের অবিরাম আওয়াজ যেমন কমবে, তেমনই গাড়ির কালো ধোঁয়াতে ভবিষ্যৎ অন্ধকারও হবে না । এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অ্যাসিড আক্রান্ত মানুষও । যাঁরা অবৈধভাবে অ্যাসিড বিক্রির শিকার হয়েছেন । তার প্রভাবে শরীর হয়েছে বিকৃত । এই অপরাধের কোনও ক্ষমা নেই । আগামী দিনে যাতে এ ধরনের অপরাধ কেউ না করেন, সেই বার্তা দেওয়াও ছিল এদিনের আয়োজনের উদ্দেশ্য ।

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধেও তাই প্রতিবাদের বার্তা হয়ে উঠল এই পদযাত্রা ৷ পদযাত্রায় অংশ নেওয়া রচনা এদিন বলেন, "দূষণ প্রতিরোধে এই ধরনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বি.পি.পোদ্দার হাসপাতালের এই পদযাত্রা আমাদের সবাইকেই মনে করাচ্ছে নিজেদের দায়িত্বের কথা। এটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। আগামীকে ঠিক রাখা আমাদের সকলের কর্তব্য। সেটা ভুললে চলবে না কিছুতেই। পাশাপাশি, শুধু পরিবেশ দূষণ নয়, সামাজিক দূষণের কথাও ভাবা হয়েছে হাসপাতালের তরফে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ(Rachna Banerjee on National Pollution Control Day)।"

আরও পড়ুন: প্রেমাংশুর নাটকে এবার মহামারীকালীন প্রেমের গল্প

হাসপাতালের তরফে নম্রতা ভট্টাচার্য বলেন, "পরিবেশ হোক বা সামাজিক দূষণ, প্রতিরোধের দায়িত্ব প্রত্যেক মানুষের। সেটা মনে করিয়ে দেওয়াই এই পদযাত্রার উদ্দেশ্য। অ্যাসিড আক্রান্তদের সঙ্গে নেওয়া সেই কারণেই। বৃক্ষরোপণের জন্য প্রত্যেককে গাছ দেওয়া হচ্ছে। এটাও অত্যন্ত জরুরি পদক্ষেপ।"

কলকাতা, 3 ডিসেম্বর: ‘ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে’ বা ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' উপলক্ষে আশে পাশের এলাকা দূষণমুক্ত রাখার বার্তা দিতে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হল গত শুক্রবার ৷ বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে (Awareness Walk)। আমাদের চারপাশ শুধু যে বায়ু, জল বা শব্দের মাধ্যমে দূষিত হচ্ছে তা নয় । তা দূষিত হচ্ছে মানুষের মানসিকতার কারণেও । তাই সমস্ত দিকেই নজর দেওয়া উচিত বলে মনে করে বি পি পোদ্দার হসপাতাল । পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে হাজির অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও (Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day)।

পরিবেশ দূষণ কমানোর সেরা উপায় বৃক্ষরোপণ । কল্লোলিনী কলকাতায় ক্রমশ কমছে গাছ । বাড়ছে বহুতল আবাসন। বিশ্বজুড়েও বাড়ছে উত্তাপ । গলছে দুই মেরুর বরফ । বিপদ কড়া নাড়ছে দরজায় । বাঁচাতে পারে একমাত্র গাছ । এই পদযাত্রায় তাই সবার হাতে দেওয়া হয় গাছের চারা । কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচতে গাছই হল অক্সিজেনের রক্ষাকবচ । অবশ্য শুধু গাছ লাগিয়েই দূষণ আটকানো সম্ভব নয় । তার জন্য প্রয়োজন সচেতনতা । দরকার নিজস্ব তাগিদ । নিত্যনতুন ভাবনাই পারে এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে ।

Rachna Banerjee Joins the Awareness Walk on National Pollution Control Day
বি.পি.পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড এদিন সকালে এই ‘অ্যাওয়ারনেস ওয়াক’-এর আয়োজন করে

যেমন নিজের গাড়ি নয়, বাস, ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করা । এতে হর্নের অবিরাম আওয়াজ যেমন কমবে, তেমনই গাড়ির কালো ধোঁয়াতে ভবিষ্যৎ অন্ধকারও হবে না । এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অ্যাসিড আক্রান্ত মানুষও । যাঁরা অবৈধভাবে অ্যাসিড বিক্রির শিকার হয়েছেন । তার প্রভাবে শরীর হয়েছে বিকৃত । এই অপরাধের কোনও ক্ষমা নেই । আগামী দিনে যাতে এ ধরনের অপরাধ কেউ না করেন, সেই বার্তা দেওয়াও ছিল এদিনের আয়োজনের উদ্দেশ্য ।

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধেও তাই প্রতিবাদের বার্তা হয়ে উঠল এই পদযাত্রা ৷ পদযাত্রায় অংশ নেওয়া রচনা এদিন বলেন, "দূষণ প্রতিরোধে এই ধরনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বি.পি.পোদ্দার হাসপাতালের এই পদযাত্রা আমাদের সবাইকেই মনে করাচ্ছে নিজেদের দায়িত্বের কথা। এটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। আগামীকে ঠিক রাখা আমাদের সকলের কর্তব্য। সেটা ভুললে চলবে না কিছুতেই। পাশাপাশি, শুধু পরিবেশ দূষণ নয়, সামাজিক দূষণের কথাও ভাবা হয়েছে হাসপাতালের তরফে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ(Rachna Banerjee on National Pollution Control Day)।"

আরও পড়ুন: প্রেমাংশুর নাটকে এবার মহামারীকালীন প্রেমের গল্প

হাসপাতালের তরফে নম্রতা ভট্টাচার্য বলেন, "পরিবেশ হোক বা সামাজিক দূষণ, প্রতিরোধের দায়িত্ব প্রত্যেক মানুষের। সেটা মনে করিয়ে দেওয়াই এই পদযাত্রার উদ্দেশ্য। অ্যাসিড আক্রান্তদের সঙ্গে নেওয়া সেই কারণেই। বৃক্ষরোপণের জন্য প্রত্যেককে গাছ দেওয়া হচ্ছে। এটাও অত্যন্ত জরুরি পদক্ষেপ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.