ETV Bharat / entertainment

Allu Arjun Pushpa 2 Teaser: আল্লুর জন্মদিনেই কি আসছে 'পুষ্পা 2'-র টিজার ? আভাস তেমনই - Allu Arjun Pushpa The Rule Teaser Release Date

আল্লু অর্জুনের জন্মদিনে আসছে 'পুষ্পা: দ্য় রুল'-এর টিজার ৷ এমনটাই জল্পনা শুরু হল নেটপাড়া ঘিরে (Allu Arjun Pushpa The Rule Teaser Release Date) ৷

Allu Arjun Pushpa 2 Teaser
কবে আসছে আল্লুর পুষ্পা 2 ছবির টিজার
author img

By

Published : Mar 20, 2023, 3:03 PM IST

হায়দরাবাদ, 20 মার্চ: 'পুষ্পা: দ্য রাইজ', আল্লু অর্জুনের এই প্যান ইন্ডিয়া ছবির বিপুল সাফল্যের পর এখন গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ মোক্ষম জায়গায় এসে শেষ হয়েছে গল্পের প্রথম পর্ব ৷ পুষ্পারাজকে টেক্কা দিতে এসেছে একজন কুচক্রী পুলিশ অফিসার ৷ যার বুদ্ধি তুখোড়, তাঁর একটাই লক্ষ্য কালো ব্যবসা চলবে তার হাতের ইশারায় ৷ ছবির প্রথম পর্বের শেষে খেলা থেমে রয়েছে অমিমাংসিত অবস্থায় ৷ পুষ্পাকে চূড়ান্ত অপমান করায় অফিসারকে তার জবাবও দিয়েছে পুষ্পা ৷ এবার খেলা কোনদিকে ঘোরে, সেটাই দেখার ৷ তবে জানা গেল টিজার আসছে খুব তাড়াতাড়ি (Allu Arjun Pushpa The Rule Teaser Release Date)৷

আগামী 8 এপ্রিল জন্মদিন 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুনের ৷ বেশকিছু সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, ওইদিনই মুক্তি পাবে ছবির পরবর্তী অধ্যায় অর্থাৎ 'পুষ্পা: দ্য় রুল'-এর টিজার ৷ অভিনেতাদের জন্মদিনে নতুন প্রজেক্টের ঘোষণা কোনও নতুন বিষয় নয় ৷ বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, এটাই এখন নতুন ট্রেন্ড বলা যায় ৷ তবে জানা গিয়েছে, টিজারটি হতে চলেছে তিন মিনিটের ৷ টিজার হিসাবে যা বেশ দীর্ঘই বলা চলে ৷

সুকুমার পরিচালিত এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2021 সালের 17 ডিসেম্বর ৷ চন্দন কাঠের চোরা চালান নিয়ে তৈরি এই রোমাঞ্চকর কাহিনি নজর কেড়েছিল সিনে অনুুরাগীদের ৷ অ্য়াকশন, রোম্যান্স কোনও কিছুই বাদ পড়েনি এই ছবিতে ৷ বক্স অফিসেও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল এই অ্যাকশন এন্টারটেইনার ৷ 250 কোটির বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় 373 কোটি টাকা ৷

আল্লু অর্জুন অভিনীত ছবিটি ছিল 2021 সালের মুক্তি পাওয়া সবচেয়ে সফল ছবি ৷ আর তাই আরও একবার আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মন্দনাদের অভিনয় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা ৷ আপাতত টিজার সামনে এলে গল্পের কিছুটা আভাস মিলবে ৷ সেই আভাস নির্মাতারা আল্লুর জন্মদিনেই দেন কি না, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

হায়দরাবাদ, 20 মার্চ: 'পুষ্পা: দ্য রাইজ', আল্লু অর্জুনের এই প্যান ইন্ডিয়া ছবির বিপুল সাফল্যের পর এখন গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ মোক্ষম জায়গায় এসে শেষ হয়েছে গল্পের প্রথম পর্ব ৷ পুষ্পারাজকে টেক্কা দিতে এসেছে একজন কুচক্রী পুলিশ অফিসার ৷ যার বুদ্ধি তুখোড়, তাঁর একটাই লক্ষ্য কালো ব্যবসা চলবে তার হাতের ইশারায় ৷ ছবির প্রথম পর্বের শেষে খেলা থেমে রয়েছে অমিমাংসিত অবস্থায় ৷ পুষ্পাকে চূড়ান্ত অপমান করায় অফিসারকে তার জবাবও দিয়েছে পুষ্পা ৷ এবার খেলা কোনদিকে ঘোরে, সেটাই দেখার ৷ তবে জানা গেল টিজার আসছে খুব তাড়াতাড়ি (Allu Arjun Pushpa The Rule Teaser Release Date)৷

আগামী 8 এপ্রিল জন্মদিন 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুনের ৷ বেশকিছু সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, ওইদিনই মুক্তি পাবে ছবির পরবর্তী অধ্যায় অর্থাৎ 'পুষ্পা: দ্য় রুল'-এর টিজার ৷ অভিনেতাদের জন্মদিনে নতুন প্রজেক্টের ঘোষণা কোনও নতুন বিষয় নয় ৷ বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, এটাই এখন নতুন ট্রেন্ড বলা যায় ৷ তবে জানা গিয়েছে, টিজারটি হতে চলেছে তিন মিনিটের ৷ টিজার হিসাবে যা বেশ দীর্ঘই বলা চলে ৷

সুকুমার পরিচালিত এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল 2021 সালের 17 ডিসেম্বর ৷ চন্দন কাঠের চোরা চালান নিয়ে তৈরি এই রোমাঞ্চকর কাহিনি নজর কেড়েছিল সিনে অনুুরাগীদের ৷ অ্য়াকশন, রোম্যান্স কোনও কিছুই বাদ পড়েনি এই ছবিতে ৷ বক্স অফিসেও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল এই অ্যাকশন এন্টারটেইনার ৷ 250 কোটির বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় 373 কোটি টাকা ৷

আল্লু অর্জুন অভিনীত ছবিটি ছিল 2021 সালের মুক্তি পাওয়া সবচেয়ে সফল ছবি ৷ আর তাই আরও একবার আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মন্দনাদের অভিনয় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা ৷ আপাতত টিজার সামনে এলে গল্পের কিছুটা আভাস মিলবে ৷ সেই আভাস নির্মাতারা আল্লুর জন্মদিনেই দেন কি না, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.