ETV Bharat / entertainment

পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির - সিংঘম এগেইন

Pushpa 2: রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' ছবির সঙ্গেই বক্সঅফিসে প্রতিযোগিতায় 'পুষ্পা 2: দ্য রুল' ৷ পরিচালকের জন্মদিনে নির্মাতাদের সাফ বার্তা ৷ নির্ধারিত দিনেই মুক্তি পাবে আল্লু আর্জুনের ছবি ৷

Etv Bharat
স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে 'পুষ্পা 2: দ্য রুল'
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 4:54 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: পিছোচ্ছে না 'পুষ্পা 2' মুক্তির তারিখ ৷ বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ পরিচালক সুকুমার ৷ অর্থাৎ, রোহিত শেট্টির সঙ্গে বক্স অফিসে সম্মুখসমরে নামার সিদ্ধান্ত থেকে সরছে না 'পুষ্পা' টিম ৷

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডি ছবির সঙ্গে ক্ল্যাশের জেরে পিছিয়ে যেতে পারে আল্লু আর্জুনের 'পুষ্পা টু' মুক্তির তারিখ ৷ বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটালেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ তিনি সোশাল মিডিয়ায় জানান, "পিছোচ্ছে না পুষ্পা 2 ৷ চলতি বছর স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাবে এই ছবি ৷ গুজবে কান দেবেন না ৷ 15 অগস্ট প্রেক্ষাগৃহে আসছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ 'সিংঘম এগেইন' ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে 'পুষ্পা: 2 দ্য রুল' ৷"

11 জানুয়ারি অর্থাৎ, আজ পরিচালক সুকুমারের জন্মদিন ৷ তবে তিনি ব্যস্ত রয়েছেন 'পুষ্পা' ছবির শুটিং নিয়ে ৷ হায়দরাবাদে এখনও শেষ হয়নি ছবির শুটিং ৷ অন্যদিকে বলিউডে গুঞ্জন অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন-সহ মাল্টিস্টারার ছবি 'সিংঘম এগেইন' যেহেতু মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে, তাই পুষ্পা ছবির টিম তারিখ পরিবর্তনের কথা ভাবছে ৷ যাতে দু'টি ছবি বক্সঅফিসে প্রতিযোগিতায় না-আসে তাই এই চিন্তাভাবনা বলে শোনা যাচ্ছিল ৷

তবে ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন দিনক্ষণ কোনওরকম পরিবর্তন হচ্ছে না ৷ শুটিং এখনও চললেও নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ আল্লু আর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল রয়েছেন ছবির মুখ্যচরিত্রে ৷ প্রযোজনা করছে মাইথিরি মুভি মেকার্স ৷ উল্লেখ্য, পরিচালক সুকুমারের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফে শুভেচ্ছা জানানো হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পোস্টে লেখা, "অসাধারণ পরিচালক সুকুমারকে জন্মদিনের শুভেচ্ছা যিনি বিশ্বে পুষ্পা ছবির মধ্য দিয়ে আলোড়ন ফেলেছেন ৷ 'পুষ্পা 2: দ্য রুল' হতে চলেছে আরও ধামাকাদার ৷ গ্র্যান্ড মুক্তি 15 অগস্ট 2024 ৷"

আরও পড়ুন:

1. ইরার কপালে ভালোবাসার চুম্বন নূপুরের, শুভেচ্ছা অনুরাগীদের

2. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

3. চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা

হায়দরাবাদ, 11 জানুয়ারি: পিছোচ্ছে না 'পুষ্পা 2' মুক্তির তারিখ ৷ বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ পরিচালক সুকুমার ৷ অর্থাৎ, রোহিত শেট্টির সঙ্গে বক্স অফিসে সম্মুখসমরে নামার সিদ্ধান্ত থেকে সরছে না 'পুষ্পা' টিম ৷

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডি ছবির সঙ্গে ক্ল্যাশের জেরে পিছিয়ে যেতে পারে আল্লু আর্জুনের 'পুষ্পা টু' মুক্তির তারিখ ৷ বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটালেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ তিনি সোশাল মিডিয়ায় জানান, "পিছোচ্ছে না পুষ্পা 2 ৷ চলতি বছর স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পাবে এই ছবি ৷ গুজবে কান দেবেন না ৷ 15 অগস্ট প্রেক্ষাগৃহে আসছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ 'সিংঘম এগেইন' ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে 'পুষ্পা: 2 দ্য রুল' ৷"

11 জানুয়ারি অর্থাৎ, আজ পরিচালক সুকুমারের জন্মদিন ৷ তবে তিনি ব্যস্ত রয়েছেন 'পুষ্পা' ছবির শুটিং নিয়ে ৷ হায়দরাবাদে এখনও শেষ হয়নি ছবির শুটিং ৷ অন্যদিকে বলিউডে গুঞ্জন অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন-সহ মাল্টিস্টারার ছবি 'সিংঘম এগেইন' যেহেতু মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে, তাই পুষ্পা ছবির টিম তারিখ পরিবর্তনের কথা ভাবছে ৷ যাতে দু'টি ছবি বক্সঅফিসে প্রতিযোগিতায় না-আসে তাই এই চিন্তাভাবনা বলে শোনা যাচ্ছিল ৷

তবে ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন দিনক্ষণ কোনওরকম পরিবর্তন হচ্ছে না ৷ শুটিং এখনও চললেও নির্ধারিত দিনেই মুক্তি পাবে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ আল্লু আর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল রয়েছেন ছবির মুখ্যচরিত্রে ৷ প্রযোজনা করছে মাইথিরি মুভি মেকার্স ৷ উল্লেখ্য, পরিচালক সুকুমারের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফে শুভেচ্ছা জানানো হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পোস্টে লেখা, "অসাধারণ পরিচালক সুকুমারকে জন্মদিনের শুভেচ্ছা যিনি বিশ্বে পুষ্পা ছবির মধ্য দিয়ে আলোড়ন ফেলেছেন ৷ 'পুষ্পা 2: দ্য রুল' হতে চলেছে আরও ধামাকাদার ৷ গ্র্যান্ড মুক্তি 15 অগস্ট 2024 ৷"

আরও পড়ুন:

1. ইরার কপালে ভালোবাসার চুম্বন নূপুরের, শুভেচ্ছা অনুরাগীদের

2. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

3. চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.