ETV Bharat / entertainment

Prosenjit on Varun-Kriti Film Promotion: বরুণ-কৃতিকে শুভেচ্ছা জানাতে ছবির প্রচারে হাজির বুম্বাদা - Varun Kriti Film Promotion

'ভেড়িয়া' ছবির প্রচারে মঙ্গলবার কলকাতায় হাজির হন বলিউড তারকা বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবির প্রযোজক দীনেশ বিজন এবং অভিনেতা পালিন কাবাক ৷ এদিন পছন্দের অভিনেতা বরুণকে ছবির জন্য শুভেচ্ছা জানাতে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও(Prosenjit on Varun Kriti Film Promotion) ৷

Prosenjit on Varun Kriti Film Promotion
বরুণ কৃতিকে শুভেচ্ছা জানাতে ছবির প্রচারে হাজির বুম্বাদা
author img

By

Published : Nov 23, 2022, 1:53 PM IST

Updated : Nov 23, 2022, 4:34 PM IST

কলকাতা, 23 নভেম্বর: 23 নভেম্বর মুক্তি পেতে চলেছে অমর কৌশিক পরিচালিত হিন্দি ছবি 'ভেড়িয়া'। সেই ছবির প্রচারে মঙ্গলবার কলকাতায় হাজির হন বলিউড তারকা বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবির প্রযোজক দীনেশ বিজন এবং অভিনেতা পালিন কাবাক । এদিন ছবির প্রচারে এসে ছবি ঘিরে নানা মুহূর্তের অগিজ্ঞতা ভাগ করে নেন অভিনেতা বরুণ এবং কৃতি(Varun Kriti Film Promotion in Kolkata) ।

বরুণ বলেন, "এই ছবিতে অভিনয়ের জন্য অনেক শারীরিক কসরত করতে হয়েছে(Varun Kriti Film Bhediya Promotion) । তাই প্রচুর খাবার খেতে হয়েছে ওই সময় ।" গল্পের কাহিনি গড়ে উঠেছে একজন এমন মানুষকে নিয়ে যিনি রাত হলে নেকড়ে হয়ে ওঠেন ৷ ছবির গল্প অনুযায়ী জঙ্গলে গিয়েছিল বরুণ ধাওয়ানের চরিত্রটি । সেখানেই নেকড়ের কামড়ও খায় সে । তারপর থেকেই কেমন যেন অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যবহার করতে থাকে এই চরিত্রটি । রাত হলেই বদলে যায় তাঁর চেহারা । বন্ধুর অদ্ভুত ব্যবহারে হতবাক কৃতি স্যানন, দীপক ডব্রিয়ালরা । বরুণের মধ্যে নেকড়ের প্রবৃত্তি দিনদিন বাড়তে থাকে । প্রতি রাতেই মানুষ থেকে নেকড়ের আকার নেন বরুণ, ভয়ঙ্কর হয়ে ওঠেন । আবার সকাল হলেই স্বাভাবিক । রাতের কোনও কথাই আর মনে থাকে না । এরপর কী হয় তা জানতে হলে দেখতে হবে ছবিটি ৷

বরুণ জানান, যে দৃশ্যতে তাঁকে মানুষ থেকে নেকড়ে হয়ে উঠতে দেখা যাবে, সেই দৃশ্যটি করতে তিনি নাকি প্রায় 32টি টেক নিয়েছেন । এদিন পছন্দের অভিনেতা বরুণকে ছবির জন্য শুভেচ্ছা জানাতে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Varun Kriti Film Promotion)। প্রসেনজিতের প্রতিও নিজের অনুরাগ মেলে ধরেন বরুণ (Prosenjit on Varun Kriti Film Promotion)। বরুণের বাবা ডেভিড ধাওয়ায়ানকে কলকাতার মিষ্টি দইও উপহার দিতে চান সুপারস্টার প্রসেনজিৎ । এদিন প্রসেনজিৎ বলেন, “এর আগেও বরুণকে বলেছি, যখনই কলকাতায় আসবে আমাকে ফোন করবে । আর হ্যাঁ, এবার তোমার বাবার জন্য মিষ্টি দই পাঠাতে চাই, তোমার হাত দিয়ে।” তবে, বরুণ বলেন, "না না, বাবার মিষ্টি খাওয়ার অনুমতি নেই।" বুম্বা দা পালটা জবাবে বলেন,“আমি জানি, ওঁর মিষ্টি খাওয়া বারণ। তবুও।”

Prosenjit on Varun Kriti Film Promotion
প্রসেনজিতের প্রতিও নিজের অনুরাগ মেলে ধরেন বরুণ

আরও পড়ুন:কলকাতার ট্রামে রোম্যান্টিক মেজাজে বরুণ কৃতি, জমে গেল 'ভেড়িয়া' র প্রচার

শহরের পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনু্ষ্ঠানে মিলেমিশে গেল বলিউড এবং টলিউড। 'পাতাললোক' ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলিউডে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন । এই ছবিতে তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন বরুণ এবং কৃতি। কৃতি এখানে পশু চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন । এই ছবিতে বরুণের সঙ্গে জুটি বেঁধে খুশি নায়িকা ৷

কলকাতা, 23 নভেম্বর: 23 নভেম্বর মুক্তি পেতে চলেছে অমর কৌশিক পরিচালিত হিন্দি ছবি 'ভেড়িয়া'। সেই ছবির প্রচারে মঙ্গলবার কলকাতায় হাজির হন বলিউড তারকা বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবির প্রযোজক দীনেশ বিজন এবং অভিনেতা পালিন কাবাক । এদিন ছবির প্রচারে এসে ছবি ঘিরে নানা মুহূর্তের অগিজ্ঞতা ভাগ করে নেন অভিনেতা বরুণ এবং কৃতি(Varun Kriti Film Promotion in Kolkata) ।

বরুণ বলেন, "এই ছবিতে অভিনয়ের জন্য অনেক শারীরিক কসরত করতে হয়েছে(Varun Kriti Film Bhediya Promotion) । তাই প্রচুর খাবার খেতে হয়েছে ওই সময় ।" গল্পের কাহিনি গড়ে উঠেছে একজন এমন মানুষকে নিয়ে যিনি রাত হলে নেকড়ে হয়ে ওঠেন ৷ ছবির গল্প অনুযায়ী জঙ্গলে গিয়েছিল বরুণ ধাওয়ানের চরিত্রটি । সেখানেই নেকড়ের কামড়ও খায় সে । তারপর থেকেই কেমন যেন অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যবহার করতে থাকে এই চরিত্রটি । রাত হলেই বদলে যায় তাঁর চেহারা । বন্ধুর অদ্ভুত ব্যবহারে হতবাক কৃতি স্যানন, দীপক ডব্রিয়ালরা । বরুণের মধ্যে নেকড়ের প্রবৃত্তি দিনদিন বাড়তে থাকে । প্রতি রাতেই মানুষ থেকে নেকড়ের আকার নেন বরুণ, ভয়ঙ্কর হয়ে ওঠেন । আবার সকাল হলেই স্বাভাবিক । রাতের কোনও কথাই আর মনে থাকে না । এরপর কী হয় তা জানতে হলে দেখতে হবে ছবিটি ৷

বরুণ জানান, যে দৃশ্যতে তাঁকে মানুষ থেকে নেকড়ে হয়ে উঠতে দেখা যাবে, সেই দৃশ্যটি করতে তিনি নাকি প্রায় 32টি টেক নিয়েছেন । এদিন পছন্দের অভিনেতা বরুণকে ছবির জন্য শুভেচ্ছা জানাতে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Varun Kriti Film Promotion)। প্রসেনজিতের প্রতিও নিজের অনুরাগ মেলে ধরেন বরুণ (Prosenjit on Varun Kriti Film Promotion)। বরুণের বাবা ডেভিড ধাওয়ায়ানকে কলকাতার মিষ্টি দইও উপহার দিতে চান সুপারস্টার প্রসেনজিৎ । এদিন প্রসেনজিৎ বলেন, “এর আগেও বরুণকে বলেছি, যখনই কলকাতায় আসবে আমাকে ফোন করবে । আর হ্যাঁ, এবার তোমার বাবার জন্য মিষ্টি দই পাঠাতে চাই, তোমার হাত দিয়ে।” তবে, বরুণ বলেন, "না না, বাবার মিষ্টি খাওয়ার অনুমতি নেই।" বুম্বা দা পালটা জবাবে বলেন,“আমি জানি, ওঁর মিষ্টি খাওয়া বারণ। তবুও।”

Prosenjit on Varun Kriti Film Promotion
প্রসেনজিতের প্রতিও নিজের অনুরাগ মেলে ধরেন বরুণ

আরও পড়ুন:কলকাতার ট্রামে রোম্যান্টিক মেজাজে বরুণ কৃতি, জমে গেল 'ভেড়িয়া' র প্রচার

শহরের পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনু্ষ্ঠানে মিলেমিশে গেল বলিউড এবং টলিউড। 'পাতাললোক' ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বলিউডে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন । এই ছবিতে তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন বরুণ এবং কৃতি। কৃতি এখানে পশু চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন । এই ছবিতে বরুণের সঙ্গে জুটি বেঁধে খুশি নায়িকা ৷

Last Updated : Nov 23, 2022, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.