ETV Bharat / entertainment

Prosenjit Rituparna New Film: স্বপ্নপূরণ কৌশিকের, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি বানাচ্ছেন তিনিই - Kaushik Ganguly New Film

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে এই ছবি আসবে বলে খবর (Prosenjit Chatterjee Rituparna Sengupta New Film)।

Etv Bharat
প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jan 23, 2023, 5:22 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ফের বড়পর্দায় আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়-ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ছবি ৷ জনপ্রিয় জুটিকে পুনরায় একসঙ্গে বড়পর্দায় কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly New Film)৷ অনেকের মতে, টলিউডে উত্তম-সুচিত্রা জুটির পর জনপ্রিয় এবং বহু আলোচিত জুটির কথা বলতে গেলে মনে আসে দু'টি নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee Rituparna Sengupta New Film )।

'নাগপঞ্চমী' দিয়ে এই যাত্রার শুরু । জনপ্রিয় ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর পর টানা 14 বছর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের । দু'জনেই একগুচ্ছ ছবি করেছেন অন্যদের বিপরীতে । কিন্তু এই রোম্যান্টিক জুটির রসায়ন থেকে বঞ্চিত হয় আপামর বাঙালি দর্শক। এরপর পাক্কা বছর পর দর্শকের মুখে হাসি ফোটান শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ৷ 'প্রাক্তন' ছবির হাত ধরে পর্দায় ফেরেন তাঁরা । দর্শক ভেবেছিল দু'জনের মিল দিয়ে শেষ হবে এই ছবির গল্প । কিন্তু সেই ছবিতে তাঁদের বিচ্ছেদ দেখান পরিচালকদ্বয় (Prosenjit Rituparna New Film is Coming Soon)।

এরপর কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় আবার তাঁরা অভিনয় করেন 'দৃষ্টিকোণ'-এ । এরপর আবার চার বছরের ব্রেক। তবে, এবারের ফেরাটাও সেই কৌশিকের হাত ধরেই । 'দৃষ্টিকোণ'-এর সময়েই কৌশিক গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন ঋতু-বুম্বা জুটির পঞ্চাশতম ছবিটা যেন তাঁকে করতে দেওয়া হয় । আর সেটাই হতে চলেছে এবার । গল্পটা ঠিক কেমন তা ভাঙেননি পরিচালক । তবে, সুখী দাম্পত্যের গল্প নয় তা জানা গিয়েছে । বাকিটার জন্য অপেক্ষাই কাম্য । যে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঋতুপর্ণা-প্রসেনজিতের নাম, সেখানে একটু চমক না থাকলে চলে?

Prosenjit Rituparna New Film
প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: ভাস্বর দেবলীনা জুটিতে প্রেম বিচ্ছেদের গল্প নিয়ে হাজির 'কল্পনা'

শুটিং শুরু চলতি বছরের মার্চ মাসের শেষদিকে। ক'দিন আগেই এই দু'জনের উদ্যোগে এবং প্রযোজনায় এসেছে বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। সেই ছবিতে অবশ্য অভিনয় করেননি দু'জনে । তবু তাঁদের নামেই এই ছবি । কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় সম্প্রতি 'কাবেরী অন্তর্ধান'-এ অভিনয় করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সদ্য মুক্তি পেয়েছে এই ছবি । ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা গিয়েছে সুপারস্টারকে । আর এবারও এই প্রযোজনা সংস্থারই হাত ধরলেন পরিচালক ।

কলকাতা, 23 জানুয়ারি: ফের বড়পর্দায় আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়-ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ছবি ৷ জনপ্রিয় জুটিকে পুনরায় একসঙ্গে বড়পর্দায় কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly New Film)৷ অনেকের মতে, টলিউডে উত্তম-সুচিত্রা জুটির পর জনপ্রিয় এবং বহু আলোচিত জুটির কথা বলতে গেলে মনে আসে দু'টি নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee Rituparna Sengupta New Film )।

'নাগপঞ্চমী' দিয়ে এই যাত্রার শুরু । জনপ্রিয় ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর পর টানা 14 বছর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের । দু'জনেই একগুচ্ছ ছবি করেছেন অন্যদের বিপরীতে । কিন্তু এই রোম্যান্টিক জুটির রসায়ন থেকে বঞ্চিত হয় আপামর বাঙালি দর্শক। এরপর পাক্কা বছর পর দর্শকের মুখে হাসি ফোটান শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ৷ 'প্রাক্তন' ছবির হাত ধরে পর্দায় ফেরেন তাঁরা । দর্শক ভেবেছিল দু'জনের মিল দিয়ে শেষ হবে এই ছবির গল্প । কিন্তু সেই ছবিতে তাঁদের বিচ্ছেদ দেখান পরিচালকদ্বয় (Prosenjit Rituparna New Film is Coming Soon)।

এরপর কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় আবার তাঁরা অভিনয় করেন 'দৃষ্টিকোণ'-এ । এরপর আবার চার বছরের ব্রেক। তবে, এবারের ফেরাটাও সেই কৌশিকের হাত ধরেই । 'দৃষ্টিকোণ'-এর সময়েই কৌশিক গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন ঋতু-বুম্বা জুটির পঞ্চাশতম ছবিটা যেন তাঁকে করতে দেওয়া হয় । আর সেটাই হতে চলেছে এবার । গল্পটা ঠিক কেমন তা ভাঙেননি পরিচালক । তবে, সুখী দাম্পত্যের গল্প নয় তা জানা গিয়েছে । বাকিটার জন্য অপেক্ষাই কাম্য । যে ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঋতুপর্ণা-প্রসেনজিতের নাম, সেখানে একটু চমক না থাকলে চলে?

Prosenjit Rituparna New Film
প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: ভাস্বর দেবলীনা জুটিতে প্রেম বিচ্ছেদের গল্প নিয়ে হাজির 'কল্পনা'

শুটিং শুরু চলতি বছরের মার্চ মাসের শেষদিকে। ক'দিন আগেই এই দু'জনের উদ্যোগে এবং প্রযোজনায় এসেছে বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। সেই ছবিতে অবশ্য অভিনয় করেননি দু'জনে । তবু তাঁদের নামেই এই ছবি । কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় সম্প্রতি 'কাবেরী অন্তর্ধান'-এ অভিনয় করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সদ্য মুক্তি পেয়েছে এই ছবি । ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা গিয়েছে সুপারস্টারকে । আর এবারও এই প্রযোজনা সংস্থারই হাত ধরলেন পরিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.