ETV Bharat / entertainment

Prosenjit New Film Shesh Pata: পয়লা বৈশাখে চোখ রাখতে হবে শেষ পাতায়, বলছেন বুম্বাদা - আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি শেষ পাতা

আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'শেষ পাতা' ৷ অতনু ঘোষের হাত ধরে আগামী বৈশাখে পর্দায় ফিরছেন তিনি (Prosenjit Chatterjee Film Shesh Pata) ৷

Prosenjit Film Shesh Pata
আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি শেষ পাতা
author img

By

Published : Feb 10, 2023, 10:57 AM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পর এবার আরেক বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাংলা ছবির বু্ম্বাদা । তিনি অতনু ঘোষ ৷ পয়লা বৈশাখে দর্শকের দরবারে আসতে চলেছে অতনু ঘোষ পরিচালিত নতুন ছবি 'শেষ পাতা' (Prosenjit Chatterjee Film Shesh Pata ) ৷ বৃহস্পতিবার ছবির নতুন পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন নির্মাতারা ৷ চিত্রনাট্য লিখেছেন অতনু নিজেই ৷ এর আগে 'আরও এক পৃথিবী', 'বিনি সুতোয়', 'ময়ূরাক্ষী'-এর মতো ছবির জন্য় বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অতনু ৷

'ময়ূরাক্ষী' ছবিটি তো নতুন এক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হাজির করেছিল দর্শকের দরবারে ৷ প্রসেনজিৎ-সৌমিত্র জুটির অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা ৷ আর সেই পরিচালকের সঙ্গেই আরও একবার জুটি বাঁধলেন বুম্বাদা তাই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷ শুক্রবার ছবির পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, "পয়লা বৈশাখ চোখ রাখুন 'শেষপাতা'য় ! পরস্পর বিরোধী পরিস্থিতিতে বাল্মীকি, মেধা এবং সৌনকের এক অনন্য যাত্রাকে তুলে ধরে এই গল্প ৷"

ছবিতে অন্যান্য় চরিত্রে দেখা যাবে গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়কে ৷ সুরকার দেবজ্যোতি মিশ্র ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্ত রায় ৷ ছবিটির প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশন ৷ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের যে লুকটি সামনে এসেছে তা বেশ আকর্ষণীয় ৷ কারণ ফের একবার তাঁকে দেখা যাবে একজন প্রবীণ মানুষের চরিত্রে ৷ এর আগে প্রবীণের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ৷ বিশেষত 'আয় খুকু আয়' ছবিতে ছবিতে নিজেকে যেভাবে ভেঙেছিলেন তিনি তা ছিল বেশ আকর্ষণীয় ৷ পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই গল্পের অনেকগুলি লুকোনো স্তর রয়েছে ৷ থাকছে বিরোধাভাসও ৷ যদিও বাকিটা জানতে পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই ৷ তবে এর আগেও সিনেপ্রেমীদের মন জয় করেছেন অতনু-বুম্বা জুটি ৷ এবারও তাই অপেক্ষা সেটাই ৷

আরও পড়ুন: মিলল সেন্সর সার্টিফিকেট, মুক্তির পথে সোহমের 'এল এস ডি'

কলকাতা, 10 ফেব্রুয়ারি: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পর এবার আরেক বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাংলা ছবির বু্ম্বাদা । তিনি অতনু ঘোষ ৷ পয়লা বৈশাখে দর্শকের দরবারে আসতে চলেছে অতনু ঘোষ পরিচালিত নতুন ছবি 'শেষ পাতা' (Prosenjit Chatterjee Film Shesh Pata ) ৷ বৃহস্পতিবার ছবির নতুন পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন নির্মাতারা ৷ চিত্রনাট্য লিখেছেন অতনু নিজেই ৷ এর আগে 'আরও এক পৃথিবী', 'বিনি সুতোয়', 'ময়ূরাক্ষী'-এর মতো ছবির জন্য় বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অতনু ৷

'ময়ূরাক্ষী' ছবিটি তো নতুন এক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হাজির করেছিল দর্শকের দরবারে ৷ প্রসেনজিৎ-সৌমিত্র জুটির অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা ৷ আর সেই পরিচালকের সঙ্গেই আরও একবার জুটি বাঁধলেন বুম্বাদা তাই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷ শুক্রবার ছবির পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, "পয়লা বৈশাখ চোখ রাখুন 'শেষপাতা'য় ! পরস্পর বিরোধী পরিস্থিতিতে বাল্মীকি, মেধা এবং সৌনকের এক অনন্য যাত্রাকে তুলে ধরে এই গল্প ৷"

ছবিতে অন্যান্য় চরিত্রে দেখা যাবে গার্গী রায়চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়কে ৷ সুরকার দেবজ্যোতি মিশ্র ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্ত রায় ৷ ছবিটির প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশন ৷ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের যে লুকটি সামনে এসেছে তা বেশ আকর্ষণীয় ৷ কারণ ফের একবার তাঁকে দেখা যাবে একজন প্রবীণ মানুষের চরিত্রে ৷ এর আগে প্রবীণের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ৷ বিশেষত 'আয় খুকু আয়' ছবিতে ছবিতে নিজেকে যেভাবে ভেঙেছিলেন তিনি তা ছিল বেশ আকর্ষণীয় ৷ পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই গল্পের অনেকগুলি লুকোনো স্তর রয়েছে ৷ থাকছে বিরোধাভাসও ৷ যদিও বাকিটা জানতে পয়লা বৈশাখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই ৷ তবে এর আগেও সিনেপ্রেমীদের মন জয় করেছেন অতনু-বুম্বা জুটি ৷ এবারও তাই অপেক্ষা সেটাই ৷

আরও পড়ুন: মিলল সেন্সর সার্টিফিকেট, মুক্তির পথে সোহমের 'এল এস ডি'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.