ETV Bharat / entertainment

Priyanka-Nick Baby Name : সামনে এল নিক-প্রিয়াঙ্কার কন্যার নাম - priyanka nick name their baby malti marie chopra jonas

বাড়ির নতুন সদস্যের নাম রাখল নিকইয়াঙ্কা জুটি ৷ খবর অনুযায়ী নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের সন্তানের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস (Priyanka chopra Nick Jonas Baby ) ৷

Priyanka Nick Baby Name
সামনে এল নিক-প্রিয়াঙ্কার কন্যার নাম, রইল দু'তরফের পদবীই
author img

By

Published : Apr 21, 2022, 2:06 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল : বছরের শুরুতেই পরিবারের নতুন সদস্য়কে স্বাগত জানিয়েছিল হলি-বলি জুটি নিকইয়াঙ্কা ৷ জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার সামনে এল সেই কন্যার নাম ৷ জানা গিয়েছে, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের সন্তানের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস ৷ সান দিয়েগোর একটি হাসপাতালে গত 15 জানুয়ারি রাত 8টা নাগাদ জন্ম হয় মালতির (Priyanka chopra Nick Jonas Baby) ৷

2018 সালের ডিসেম্বরে খ্রিশ্চান এবং হিন্দু দুই রীতি মেনে নিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ তাঁদের মধ্যে বয়সের পার্থক্য যথেষ্ট ৷ কারণ প্রিয়াঙ্কার থেকে তাঁর আমেরিকান রকস্টার স্বামী প্রায় 10 বছরের ছোট ৷ মাঝে কিছুটা মতপার্থক্য এবং বিবাহ বিচ্ছেদের জল্পনাও ভেসেছিল হাওয়ায় ৷ তবে সেসব এখন অতীত ৷

আরও পড়ুন : দোল হোক বা ইস্টার, আনন্দ উদযাপনে খামতি নেই নিকইয়াঙ্কার

অভিনয়ের কথা বলতে গেলে ইতিমধ্য়েই তাঁর নতুন হলিউড ছবি 'ইটস অল কামিং ব্যাক টু মি'-র ফার্স্ট লুক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ 2023 সালের 10 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আবার একই সঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন এই অভিনেত্রী ৷

হায়দরাবাদ, 21 এপ্রিল : বছরের শুরুতেই পরিবারের নতুন সদস্য়কে স্বাগত জানিয়েছিল হলি-বলি জুটি নিকইয়াঙ্কা ৷ জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার সামনে এল সেই কন্যার নাম ৷ জানা গিয়েছে, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের সন্তানের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস ৷ সান দিয়েগোর একটি হাসপাতালে গত 15 জানুয়ারি রাত 8টা নাগাদ জন্ম হয় মালতির (Priyanka chopra Nick Jonas Baby) ৷

2018 সালের ডিসেম্বরে খ্রিশ্চান এবং হিন্দু দুই রীতি মেনে নিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ তাঁদের মধ্যে বয়সের পার্থক্য যথেষ্ট ৷ কারণ প্রিয়াঙ্কার থেকে তাঁর আমেরিকান রকস্টার স্বামী প্রায় 10 বছরের ছোট ৷ মাঝে কিছুটা মতপার্থক্য এবং বিবাহ বিচ্ছেদের জল্পনাও ভেসেছিল হাওয়ায় ৷ তবে সেসব এখন অতীত ৷

আরও পড়ুন : দোল হোক বা ইস্টার, আনন্দ উদযাপনে খামতি নেই নিকইয়াঙ্কার

অভিনয়ের কথা বলতে গেলে ইতিমধ্য়েই তাঁর নতুন হলিউড ছবি 'ইটস অল কামিং ব্যাক টু মি'-র ফার্স্ট লুক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ 2023 সালের 10 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আবার একই সঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন এই অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.