ETV Bharat / entertainment

Priyanka to Attend Parineeti Engagement: বোন পরিণীতির বাগদানে যোগ দিতে দিল্লি আসছেন প্রিয়াঙ্কা - পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান

শনিবার দিল্লিতে হতে চলেছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বাগদান ৷ জানা গিয়েছে যে, পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও দিল্লির অনুষ্ঠানে যোগ দেবেন ৷

Priyanka to Attend Parineeti Engagement
Priyanka to Attend Parineeti Engagement
author img

By

Published : May 12, 2023, 1:08 PM IST

হায়দরাবাদ, 12 মে: আগেই জানা গিয়েছিল যে আগামী 13 মে অর্থাৎ শনিবার বাগদান হতে চলেছে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ৷ জানা গিয়েছে, দিল্লির অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা থেকে দিল্লি আসছেন পরিণীতির তুতো বোন তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ কনট প্লেসের কাছে কাপুরথালা হাউসে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধবেন পরিণীতি ও রাঘব ।

সূত্রের খবর, 13 মে সকালে দিল্লি পৌঁছবেন প্রিয়াঙ্কা চোপড়া । ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রিয়াঙ্কা খুব কম দিন থাকবেন ৷ বোনের বাগদানের অনুষ্ঠানের জন্য তাঁর কাজ বন্ধ রেখে আসছেন দেশি গার্ল । তবে হাবি নিক জোনাস হয়তো তাঁর সঙ্গে আসছেন না ৷ প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে মেয়ে মালতীকেও আনবেন কি না, তাও এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি বলে জানিয়েছে সেই সূত্র ৷

ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । তাঁর ডিজাইন করা একটি আদ্যোপান্ত ভারতীয় পোশাকে বাগদানের দিন সাজতে চলেছেন পরিণীতি চোপড়া ৷ তিনি ও রাঘব একই রঙের পোশাক পরতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ রাঘবকে তাঁর মামা তথা ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার তৈরি পোশাকে দেখা যাবে ।

পরিণীতি বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন, বাগদান অনুষ্ঠানের প্রস্তুতির তদারকি করছেন তিনি । সূত্র জানিয়েছেন, এই বাগদান গোপন রাখার চেষ্টা করছেন না সেলিব্রিটি দম্পতি ৷ তবে তাঁরা শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্তেই করতে চাইছেন এই অনুষ্ঠান ৷ এটি যুগলের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তাঁরা তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নতুন অধ্যায় শুরু করতে চান বলে জানিয়েছে এই সূত্র ।

সম্পূর্ণ পঞ্জাবি মতে বিয়ে হতে চলেছে ৷ সূত্র জানিয়েছে, বিয়ে হবে পঞ্জাবি রীতি মেনে ৷ নাচ, গান করে ধূমধাম করে হবে সেলিব্রেশন । তাঁদের বাগদানের প্যাস্টেল টোন তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে অনুরণিত হবে । অতিথিদেরও তা জানানো হয়েছে এবং তাঁরা তা অনুসরণ করবেন বলে আশা করা হচ্ছে, জানিয়েছে সূত্র ৷

পরিণীতি এই বছরের শুরুতে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা উস্কে দিয়েছিলেন ৷ তাঁকে মুম্বইতে ওই রাজনীতিবিদের সঙ্গে প্রায়শই দেখা যেত । মুম্বই এবং দিল্লি বিমানবন্দরে একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে ড্রপিং এবং রিসিভ করার মতো অন্যান্য ঘটনা সামনে আসে ৷ সম্প্রতি মোহালি ক্রিকেট স্টেডিয়ামে তাঁদের একসঙ্গে আইপিএল ম্যাচ দেখতে দেখা গিয়েছে ৷ ফলে ভক্তরা নিশ্চিত হয়ে যায় যে তাঁরা ডেটিং করছেন ৷ এ বার সেই জল্পনা কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি ও রাঘব ৷

আরও পড়ুন: শনিবার আংটি বদল, বাগদান পর্বে কার ডিজাইনের পোশাক পরছেন পরিণীতি ?

হায়দরাবাদ, 12 মে: আগেই জানা গিয়েছিল যে আগামী 13 মে অর্থাৎ শনিবার বাগদান হতে চলেছে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ৷ জানা গিয়েছে, দিল্লির অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা থেকে দিল্লি আসছেন পরিণীতির তুতো বোন তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ কনট প্লেসের কাছে কাপুরথালা হাউসে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধবেন পরিণীতি ও রাঘব ।

সূত্রের খবর, 13 মে সকালে দিল্লি পৌঁছবেন প্রিয়াঙ্কা চোপড়া । ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রিয়াঙ্কা খুব কম দিন থাকবেন ৷ বোনের বাগদানের অনুষ্ঠানের জন্য তাঁর কাজ বন্ধ রেখে আসছেন দেশি গার্ল । তবে হাবি নিক জোনাস হয়তো তাঁর সঙ্গে আসছেন না ৷ প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে মেয়ে মালতীকেও আনবেন কি না, তাও এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি বলে জানিয়েছে সেই সূত্র ৷

ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । তাঁর ডিজাইন করা একটি আদ্যোপান্ত ভারতীয় পোশাকে বাগদানের দিন সাজতে চলেছেন পরিণীতি চোপড়া ৷ তিনি ও রাঘব একই রঙের পোশাক পরতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ রাঘবকে তাঁর মামা তথা ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার তৈরি পোশাকে দেখা যাবে ।

পরিণীতি বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন, বাগদান অনুষ্ঠানের প্রস্তুতির তদারকি করছেন তিনি । সূত্র জানিয়েছেন, এই বাগদান গোপন রাখার চেষ্টা করছেন না সেলিব্রিটি দম্পতি ৷ তবে তাঁরা শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্তেই করতে চাইছেন এই অনুষ্ঠান ৷ এটি যুগলের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তাঁরা তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নতুন অধ্যায় শুরু করতে চান বলে জানিয়েছে এই সূত্র ।

সম্পূর্ণ পঞ্জাবি মতে বিয়ে হতে চলেছে ৷ সূত্র জানিয়েছে, বিয়ে হবে পঞ্জাবি রীতি মেনে ৷ নাচ, গান করে ধূমধাম করে হবে সেলিব্রেশন । তাঁদের বাগদানের প্যাস্টেল টোন তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে অনুরণিত হবে । অতিথিদেরও তা জানানো হয়েছে এবং তাঁরা তা অনুসরণ করবেন বলে আশা করা হচ্ছে, জানিয়েছে সূত্র ৷

পরিণীতি এই বছরের শুরুতে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা উস্কে দিয়েছিলেন ৷ তাঁকে মুম্বইতে ওই রাজনীতিবিদের সঙ্গে প্রায়শই দেখা যেত । মুম্বই এবং দিল্লি বিমানবন্দরে একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে ড্রপিং এবং রিসিভ করার মতো অন্যান্য ঘটনা সামনে আসে ৷ সম্প্রতি মোহালি ক্রিকেট স্টেডিয়ামে তাঁদের একসঙ্গে আইপিএল ম্যাচ দেখতে দেখা গিয়েছে ৷ ফলে ভক্তরা নিশ্চিত হয়ে যায় যে তাঁরা ডেটিং করছেন ৷ এ বার সেই জল্পনা কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি ও রাঘব ৷

আরও পড়ুন: শনিবার আংটি বদল, বাগদান পর্বে কার ডিজাইনের পোশাক পরছেন পরিণীতি ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.