ETV Bharat / entertainment

Priyanka with her daughter: মেয়ে মালতিকে নিয়ে বেড়াতে গেলেন প্রিয়াঙ্কা, কেমন আনন্দ করলেন, দেখুন ছবি - Priyanka with her daughter

রবিবাসরীয় দিনে অনুরাগীদের উদ্দেশ্যে বেশ কিছু ছবির শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ মেয়ে মালতি ম্যারির সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন 'দেশী গার্ল' ৷ কেমন কেটেছে মা-মেয়ের আউটিং, ছবি দেখেই স্পষ্ট ৷

Priyanka with her daughter
মেয়ে মালতিকে নিয়ে বেড়াতে গেলেন প্রিয়াঙ্কা
author img

By

Published : May 7, 2023, 7:57 PM IST

হায়দরাবাদ, 7 মে: কিছুদিন আগেই মেটগালার রেড কার্পেটে ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তারপর 'লাভ এগেইন' ছবির প্রিমায়ারেও মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি ৷ এবার ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন জোনাস পত্নী ৷ নিউ জার্সিতে মেয়ে মালতির সঙ্গে একান্ত সময় কাটালেন প্রিয়াঙ্কা ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

নিউ জার্সির বাসিন্দা নিক জোনাস ৷ সেখানেই বিশ্বভ্রমণ শেষে পরিবারের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ 'সিটাডেল' সিরিজ-সহ অন্যান্য প্রোজেক্টের কাজে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরিয়েছেন প্রিয়াঙ্কা ৷ অনেকটা সময় দূরে থেকেছেন মেয়ে মালতির থেকেও ৷ তাই এবার মা-মেয়ের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী ৷ রবিবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন 'কোয়ান্টিকো' গার্ল ৷ মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন তিনি ৷

সোশাল মাধ্যমে প্রিয়াঙ্কা মেয়ে মালতির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ দেখা গিয়েছে, মেয়েকে কোলে নিয়ে তাঁর খেলনা কিনতে ব্যস্ত প্রিয়াঙ্কা ৷ সাদা-গোলাপি পোশাকে মালতি, কানে সোনার ছোট দুল ৷ প্রিয়াঙ্কা পরেছিলেন ধূসর রঙের ক্যাজুয়াল পোশাক ৷ সঙ্গে মাথায় সাদা টুপি ৷ বাকি ছবিগুলো তোলা হয়েছে ঘরেতেই ৷ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'শনিবার সম্পূর্ণ' ৷

উল্লেখ্য, মালতির বাড়ির ছবিতে দেখা গিয়েছে, কেভিন ও ড্যানিয়েল জোনাসের মেয়ে ভ্যালেন্টিনার সঙ্গে খেলতে ব্যস্ত মালতি ৷ সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা-নিক প্রথম মালতিকে জনসমক্ষে নিয়ে আসেন চলতি বছরের জানুয়ারিতে ৷

আরও পড়ুন: 110 দিন হাসপাতালে ! মেয়ের প্রাণ বাঁচানোর দূর্বিষহ লড়াই নিয়ে অকপট প্রিয়াঙ্কা

জোনাস ব্রাদার্স-এর হলিউড ওয়াক অফ ফেম অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলসে প্রথমবার মেয়ে মালতিকে সকলের সামনে এনেছিলেন প্রিয়াঙ্কা ৷ 2022-র জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তারপর থেকে সোশাল মিডিয়ায় মেয়ের ছবি দিলেও ভালোবাসার ইমোজি দিয়ে তার মুখ থাকত ঢাকা ৷ লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানের পর থেকেই মেয়ের সঙ্গে একাধিক ছবি অনুরাগীদের জন্য শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷

হায়দরাবাদ, 7 মে: কিছুদিন আগেই মেটগালার রেড কার্পেটে ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তারপর 'লাভ এগেইন' ছবির প্রিমায়ারেও মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি ৷ এবার ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন জোনাস পত্নী ৷ নিউ জার্সিতে মেয়ে মালতির সঙ্গে একান্ত সময় কাটালেন প্রিয়াঙ্কা ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

নিউ জার্সির বাসিন্দা নিক জোনাস ৷ সেখানেই বিশ্বভ্রমণ শেষে পরিবারের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ 'সিটাডেল' সিরিজ-সহ অন্যান্য প্রোজেক্টের কাজে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরিয়েছেন প্রিয়াঙ্কা ৷ অনেকটা সময় দূরে থেকেছেন মেয়ে মালতির থেকেও ৷ তাই এবার মা-মেয়ের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী ৷ রবিবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন 'কোয়ান্টিকো' গার্ল ৷ মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন তিনি ৷

সোশাল মাধ্যমে প্রিয়াঙ্কা মেয়ে মালতির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ দেখা গিয়েছে, মেয়েকে কোলে নিয়ে তাঁর খেলনা কিনতে ব্যস্ত প্রিয়াঙ্কা ৷ সাদা-গোলাপি পোশাকে মালতি, কানে সোনার ছোট দুল ৷ প্রিয়াঙ্কা পরেছিলেন ধূসর রঙের ক্যাজুয়াল পোশাক ৷ সঙ্গে মাথায় সাদা টুপি ৷ বাকি ছবিগুলো তোলা হয়েছে ঘরেতেই ৷ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'শনিবার সম্পূর্ণ' ৷

উল্লেখ্য, মালতির বাড়ির ছবিতে দেখা গিয়েছে, কেভিন ও ড্যানিয়েল জোনাসের মেয়ে ভ্যালেন্টিনার সঙ্গে খেলতে ব্যস্ত মালতি ৷ সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা-নিক প্রথম মালতিকে জনসমক্ষে নিয়ে আসেন চলতি বছরের জানুয়ারিতে ৷

আরও পড়ুন: 110 দিন হাসপাতালে ! মেয়ের প্রাণ বাঁচানোর দূর্বিষহ লড়াই নিয়ে অকপট প্রিয়াঙ্কা

জোনাস ব্রাদার্স-এর হলিউড ওয়াক অফ ফেম অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলসে প্রথমবার মেয়ে মালতিকে সকলের সামনে এনেছিলেন প্রিয়াঙ্কা ৷ 2022-র জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ তারপর থেকে সোশাল মিডিয়ায় মেয়ের ছবি দিলেও ভালোবাসার ইমোজি দিয়ে তার মুখ থাকত ঢাকা ৷ লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানের পর থেকেই মেয়ের সঙ্গে একাধিক ছবি অনুরাগীদের জন্য শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.