লস অ্যাঞ্জেলস, 27 সেপ্টেম্বর: বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই সোশাল মিডিয়ায় নানা ধরণের ছবি শেয়ার করে থাকেন ৷ আর প্রয়াত বাবা অভিনেত্রীর হৃদয়ে ঠিক কতখানি জায়গা অধিকার করে রেখেছেন তাও বোঝা যায় তাঁর ইনস্টাগ্রাম টাইমলাইনে চোখ বোলালেই ৷ প্রায়শই তিনি বাবার সঙ্গে নানা পুরোনো ছবি শেয়ার করেই থাকেন(Priyanka Chopra photos) ৷
2013 সালে বাবা অশোক চোপড়াকে হারান প্রিয়াঙ্কা। তাঁর মৃত্যুর পর, প্রিয়াঙ্কা প্রায়ই বাবার সঙ্গে কাটানো স্মৃতি শেয়ার করেন। বাবাকে যিনি ঠিক এতখানি ভালোবাসেন তিনি কন্যা দিবসে ছবি শেয়ার করবেন না তাও কি হয়?
একদিন দেরি হলেও বাবার সঙ্গে তাঁর একটি ছবি এবং কন্যা মালতির সঙ্গে একটি ছবি সোমবার শেয়ার করেছেন তিনি(Priyanka Chopra Daughter Malti Marie Chopra Jonas) ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দু'টির একটি কোলাজ শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, "একদিন দেরি হয়ে গেল ঠিকই তবে আমার কাছে প্রতিটা দিনই আন্তর্জাতিক কন্যা দিবস ৷" যে দু'টি ছবি এদিন শেয়ার করেছেন প্রিয়াঙ্কা তার একটিতে তাঁকে তাঁর বাবা অশোক চোপড়ার সঙ্গে নাচতে দেখা গিয়েছে, আর অন্যটিতে মেয়ে মালতির সঙ্গে খেলায় মেতেছেন তিনি ৷
আরও পড়ুন: দেবীপক্ষে মর্তের দেবীদের লড়াইয়ের গল্প, সম্মানিত শ্রুতি দাস সহ আরও অনেকে
এর আগেও সোশাল মিডিয়ায় মেয়ের একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছিলেন, 'আমার পৃথিবী'। বাবারও একাধিক পুরোনো ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টা এবং টুইটারে ৷ আগামী প্রিয়াঙ্কাকে দেখা যাবে 'সিটাডেল' ছবিতে ৷ এর আগে 'সিটাডেল'-এর সেট থেকে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি ৷ এছাড়াও আগামীতে বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে তাঁর ৷ বলিউড প্রজেক্ট 'জি লে জরা'-তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷ আবার স্বামী নিকের সঙ্গেও 'চিকেন অ্যান্ড বিস্কিটস'-এ দেখা যাবে তাঁকে ৷