ETV Bharat / entertainment

Priyanka Chopra: 'আলবিদা মেরি জান...! দেখা হবে খুব তাড়াতাড়ি' কেন এমন বললেন প্রিয়াঙ্কা ? - Jio MAMI Mumbai Film Festival 2023

জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে মুম্বইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ বৃহস্পতিবার ফের উড়ে গেলেন আমেরিকায় ৷ যাওয়ার আগা দিয়ে গেলেন বিশেষ বার্তা ৷

Priyanka Chopra
প্রিয়াঙ্কা চোপড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 10:02 AM IST

Updated : Nov 2, 2023, 2:17 PM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: কাজের সূত্রে এসেছিলেন মুম্বই ৷ বৃহস্পতিবার ভোরে নিজের প্রিয় শহর ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ স্বামী ও মেয়ের কাছে ফিরে যাওয়ার আনন্দ থাকলেও কিছুটা মন খারাপ দেশি গার্লের ৷ মুম্বই ছাড়তেই, প্রিয় শহরকে মিস করছেন বলে সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী ৷

জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে মুম্বইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা ৷ বেশ ভালোভাবেই মিটেছে সেই দায়িত্ব ৷ পাশাপাশি, আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন পিসি ৷ ফলে এই বছর করওয়া চৌথ অনুষ্ঠান নিকের সঙ্গে পালন করতে পারেননি 'বেওয়াচ' অভিনেত্রী ৷ তারপরের দিনই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য ভোরবেলা ফ্লাইট ধরেন প্রিয়াঙ্কা ৷ দুটি ক্ষেত্রেই তাঁর মন ভারাক্রান্ত ৷

প্রথমত, করওয়া চৌথ উদযাপন করেছেন স্বামী নিক জোনাসকে ছাড়া ৷ কারণ সেই সময় তিনি ছিলেন মুম্বইয়ে ৷ নিজের ইন্সটা হ্যান্ডেল স্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি ৷ যেখানে দেখা গিয়েছে, ছাঁকনিতে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন পিগি চপস ৷ নিককে উদ্দেশ্য করে লিখেছেন, "হ্যাপি করওয়া চৌথ টু এভরিওয়ান সেলেব্রিটিং ৷" ছবি দেখেই বোঝাই যাচ্ছে তিনি মিস করছেন নিককে ৷ অন্যদিকে, তারপরেই আরও একটা ছবি শেয়ার করেছেন ৷ তা হল মধ্যরাতের মুম্বইয়ের শহরের ছবি ৷ নিজের ফ্ল্যাট থেকেই প্রিয়াঙ্কা সেই ছবি তুলেছেন বলে মনে করা হচ্ছে ৷ ছবিতে লিখেছেন, "তোমাকে খুব মিস করব মুম্বই ৷ আলবিদা মেরি জান.. দেখা হবে খুব তাড়াতাড়ি ৷"

Priyanka Chopra
মুম্বই ছাড়লেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন: পাঠানের হাত ধরে 'জওয়ান' হয়েছেন কিং খান, হাতের সেরা তাসের ঝলক জন্মদিনে দেখাবেন শাহরুখ ?

প্রসঙ্গত, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে তাক লাগিয়েছেন অভিনেত্রী ৷ ওই দিন তিনি বেছে নিয়েছিলেন সাদা রঙের ফ্লোর-লেন্থ হল্টার নেক গাউন ৷ সঙ্গে ছিল ম্যাচিং জুয়েলারি ৷ ক্যাপশনে তিনি লিখেছিলেন, "ওপেনিং নাইট অ্যাট জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ৷" সেই ছবিতে হাবি নিক আগুন ইমোজি দিয়ে প্রতিক্রিয়ায় লেখেন, "ড্যাম" অর্থাৎ অসাধারণ ৷ কাজের কথা বললে, হলিউডে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার 'লাভ এগেইন' ছবি ৷ তার আগে করেছেন স্পাই সিরিজ 'সিটাডেল' ৷ বলিউডে তাঁর হাতে রয়েছে ফারহান আখতারের 'জি লে জারা' ৷ তবে ছবির শুটিং কবে শুরু হবে তা এখনও জানা যায়নি ৷

হায়দরাবাদ, 2 নভেম্বর: কাজের সূত্রে এসেছিলেন মুম্বই ৷ বৃহস্পতিবার ভোরে নিজের প্রিয় শহর ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ স্বামী ও মেয়ের কাছে ফিরে যাওয়ার আনন্দ থাকলেও কিছুটা মন খারাপ দেশি গার্লের ৷ মুম্বই ছাড়তেই, প্রিয় শহরকে মিস করছেন বলে সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী ৷

জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে মুম্বইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা ৷ বেশ ভালোভাবেই মিটেছে সেই দায়িত্ব ৷ পাশাপাশি, আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন পিসি ৷ ফলে এই বছর করওয়া চৌথ অনুষ্ঠান নিকের সঙ্গে পালন করতে পারেননি 'বেওয়াচ' অভিনেত্রী ৷ তারপরের দিনই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য ভোরবেলা ফ্লাইট ধরেন প্রিয়াঙ্কা ৷ দুটি ক্ষেত্রেই তাঁর মন ভারাক্রান্ত ৷

প্রথমত, করওয়া চৌথ উদযাপন করেছেন স্বামী নিক জোনাসকে ছাড়া ৷ কারণ সেই সময় তিনি ছিলেন মুম্বইয়ে ৷ নিজের ইন্সটা হ্যান্ডেল স্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি ৷ যেখানে দেখা গিয়েছে, ছাঁকনিতে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন পিগি চপস ৷ নিককে উদ্দেশ্য করে লিখেছেন, "হ্যাপি করওয়া চৌথ টু এভরিওয়ান সেলেব্রিটিং ৷" ছবি দেখেই বোঝাই যাচ্ছে তিনি মিস করছেন নিককে ৷ অন্যদিকে, তারপরেই আরও একটা ছবি শেয়ার করেছেন ৷ তা হল মধ্যরাতের মুম্বইয়ের শহরের ছবি ৷ নিজের ফ্ল্যাট থেকেই প্রিয়াঙ্কা সেই ছবি তুলেছেন বলে মনে করা হচ্ছে ৷ ছবিতে লিখেছেন, "তোমাকে খুব মিস করব মুম্বই ৷ আলবিদা মেরি জান.. দেখা হবে খুব তাড়াতাড়ি ৷"

Priyanka Chopra
মুম্বই ছাড়লেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন: পাঠানের হাত ধরে 'জওয়ান' হয়েছেন কিং খান, হাতের সেরা তাসের ঝলক জন্মদিনে দেখাবেন শাহরুখ ?

প্রসঙ্গত, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে তাক লাগিয়েছেন অভিনেত্রী ৷ ওই দিন তিনি বেছে নিয়েছিলেন সাদা রঙের ফ্লোর-লেন্থ হল্টার নেক গাউন ৷ সঙ্গে ছিল ম্যাচিং জুয়েলারি ৷ ক্যাপশনে তিনি লিখেছিলেন, "ওপেনিং নাইট অ্যাট জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ৷" সেই ছবিতে হাবি নিক আগুন ইমোজি দিয়ে প্রতিক্রিয়ায় লেখেন, "ড্যাম" অর্থাৎ অসাধারণ ৷ কাজের কথা বললে, হলিউডে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার 'লাভ এগেইন' ছবি ৷ তার আগে করেছেন স্পাই সিরিজ 'সিটাডেল' ৷ বলিউডে তাঁর হাতে রয়েছে ফারহান আখতারের 'জি লে জারা' ৷ তবে ছবির শুটিং কবে শুরু হবে তা এখনও জানা যায়নি ৷

Last Updated : Nov 2, 2023, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.