হায়দরাবাদ, 6 মার্চ: প্যারিস ফ্যাশন সপ্তাহে (Paris Fashion Week 2023) অংশ নিয়ে সবার নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra latest news)। রবিবার ফ্যাশন গালায় অভিনেতা-প্রযোজকের পাশে ছিলেন তাঁর হাবি তথা মার্কিন গায়ক নিক জোনাস । ফ্যাশন উইকের আসরে (Priyanka Chopra Nick Jonas at Valentino show) এই দম্পতির বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে ৷ সেগুলিতে নিকইয়াঙ্কার কেতাদুরস্ত ফ্যাশনের পাশাপাশি চোখে পড়েছে তাঁদের সম্পর্কের রসায়নও (Priyanka Chopra and Nick Jonas PFW pictures)৷
কী পরেছিলেন নিকইয়াঙ্কা ? প্যারিস ফ্যাশন উইক 2023-এর জন্য দেশি গার্ল একটি ডিপ নেকলাইনের উজ্জ্বল গোলাপী কাফতানের মতো পোশাক বেছে নিয়েছিলেন (Priyanka Nick at Paris Fashion Week)৷ জুতো ও ব্যাগেও ছিল রং মিলন্তী ৷ আর নিকের পরনে ছিল ধূসর থ্রি-পিস স্যুট । প্যারিস ফ্যাশন উইকে যেন তাঁরা ছিলেন একে অপরের পরিপূরক ।
সারাক্ষণ পাশাপাশি প্রিয়াঙ্কা ও নিক: ভ্যালেন্টিনো উইমেনসওয়্যার ফল উইন্টার 2023-2024 (Valentino Womenswear Fall Winter 2023-2024)-এর শোতে নিক এবং প্রিয়াঙ্কার রসায়ন তাঁদের লাইমলাইটে নিয়ে আসে । ইভেন্টের ছবিগুলিতে দুজনকে সবসময় একে-অপরের সঙ্গ দিতে দেখা গিয়েছে ৷ অনুষ্ঠানে পৌঁছনো থেকে শুরু করে রেড কার্পেটে একসঙ্গে পোজ দেওয়া, মিডিয়ার সামনে নিজেদের আরও আকর্ষণীয় করে তোলা, সব ক্ষেত্রেই ধরা পড়েছে নিকইয়াঙ্কা রসায়ন ৷
আরও পড়ুন: লাস ভেগাসে কন্যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ছবি
নজর কেড়েছে নিকইয়াঙ্কার রসায়ন: একটি ছবিতে প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যাচ্ছে, কারণ নিক তাঁর কোমর ধরে রাখার সময় তাঁর কানে মজার কিছু ফিসফিস করেছেন বলে মনে হচ্ছে । ফ্যাশন সপ্তাহের আরেকটি ছবিতে দেখা যায় যে, নিক আবেগঘন দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন ৷ প্রিয়াঙ্কার দৃষ্টিও তাঁর হাবির দিকে ৷
কর্মক্ষেত্রে প্রিয়াঙ্কা: কর্মক্ষেত্রে পিগ্গি চপস-এর একটি হলিউড আউটিং রিলিজের জন্য প্রস্তুতি চলছে । তাঁকে রোমান্টিক কমেডি লাভ এগেইন-এ স্যাম হিউহানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে । প্রিয়াঙ্কার সিরিজ রুশো ব্রাদার্সের সিটাডেলও মুক্তির জন্য প্রস্তুত রয়েছে । প্রিয়াঙ্কাকে সিরিজে নাদিয়া সিন নামে একটি অভিজাত গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে ৷ এই সিরিজের 28 এপ্রিল থেকে প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং শুরু হবে ।