ETV Bharat / entertainment

Priyanka Chopra in India: মেয়ে মালতিকে নিয়ে প্রথমবার দেশের মাটিতে প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়া

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে এলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেল তাঁদের ৷

Priyanka Chopra in India
মেয়ে মালতীর সঙ্গে প্রথমবার ভারতে এলেন প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : Mar 31, 2023, 5:12 PM IST

হায়দরাবাদ, 31 মার্চ: কয়েকদিন আগেই ড্য়াজ শেফার্ডের পডকাস্টের জেরে রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার ভারতের মাটি ছুঁল পিগি চপসের বিমান ৷ সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি ৷ মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেল নিক জোনাস পরিবারকে ৷ গত বছর জানুয়ারিতে মা হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন প্রিয়াঙ্কা ৷

যদিও অভিনেত্রী গতবছর একটি হেয়ারকেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ভারতে এসেছিলেন তবে তখন মেয়ে ও স্বামী সঙ্গে ছিলেন না ৷ মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে শুক্রবার দুপুরে ক্যামেরাবন্দি হন এই তারকা জুটি ৷ প্রিয়াঙ্কাকে দেখা গেল ঝলমলে গোলাপি পোশাকে ৷ অন্য়দিকে নীল ডেনিমের সঙ্গে একটি নীল হুডিতে নিজেকে সাজিয়েছিলেন নিক জোনাস ৷ ছোট্ট মালতি পরেছিল ধূূসর রঙের ফ্রক ৷

মুম্বইয়ে পা রাখার পর নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার বা এনএমএসিসি-তে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা ৷ এটি নানা রঙ ও সংস্কৃতির মিশেলে তৈরি এমন একটি জায়গা, যেখানে ভারতীয় নৃত্য, নাটক, চিত্রশিল্প এবং ক্রাফটের প্রদর্শন হয় ৷ তবে ঠিক কী কারণে নিক-প্রিয়াঙ্কার এই হঠাৎ ঝটিকা সফর তা অবশ্য় জানা যায়নি ৷

অন্যদিকে অভিনেত্রীর খুড়তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা চলেছে কয়েকদিন ধরেই ৷ ইতিমধ্য়েই সঞ্জীব আরোরা, হার্ডি সান্ধুর মতো অনেকেই রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ যা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা ৷ আর এই আপ নেতার সঙ্গে পরিণীতির সাত পাকে বাঁধা পড়ার সাক্ষী থাকতেই হয়তো প্রিয়াঙ্কার এই ভারত সফর ৷ অভিনেত্রীকে আগামিদিনে দেখা যাবে 'সিটাডেল' সিরিজে ৷ এই সিরিজটির প্রযোজনা করতে চলেছে রুশো ব্রাদার্স ৷ আগামী 28 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ সিরিজে রিচার্ড ম্যাডেনের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷

আরও পড়ুন: মুম্বইয়ে ডিওরের শোয়ে নজরকাড়া সোনম, অনুষ্কা ও অন্যান্য তারকারা; দেখে নিন ছবি

হায়দরাবাদ, 31 মার্চ: কয়েকদিন আগেই ড্য়াজ শেফার্ডের পডকাস্টের জেরে রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার ভারতের মাটি ছুঁল পিগি চপসের বিমান ৷ সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি ৷ মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেল নিক জোনাস পরিবারকে ৷ গত বছর জানুয়ারিতে মা হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন প্রিয়াঙ্কা ৷

যদিও অভিনেত্রী গতবছর একটি হেয়ারকেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ভারতে এসেছিলেন তবে তখন মেয়ে ও স্বামী সঙ্গে ছিলেন না ৷ মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে শুক্রবার দুপুরে ক্যামেরাবন্দি হন এই তারকা জুটি ৷ প্রিয়াঙ্কাকে দেখা গেল ঝলমলে গোলাপি পোশাকে ৷ অন্য়দিকে নীল ডেনিমের সঙ্গে একটি নীল হুডিতে নিজেকে সাজিয়েছিলেন নিক জোনাস ৷ ছোট্ট মালতি পরেছিল ধূূসর রঙের ফ্রক ৷

মুম্বইয়ে পা রাখার পর নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার বা এনএমএসিসি-তে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা ৷ এটি নানা রঙ ও সংস্কৃতির মিশেলে তৈরি এমন একটি জায়গা, যেখানে ভারতীয় নৃত্য, নাটক, চিত্রশিল্প এবং ক্রাফটের প্রদর্শন হয় ৷ তবে ঠিক কী কারণে নিক-প্রিয়াঙ্কার এই হঠাৎ ঝটিকা সফর তা অবশ্য় জানা যায়নি ৷

অন্যদিকে অভিনেত্রীর খুড়তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে জল্পনা চলেছে কয়েকদিন ধরেই ৷ ইতিমধ্য়েই সঞ্জীব আরোরা, হার্ডি সান্ধুর মতো অনেকেই রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ যা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা ৷ আর এই আপ নেতার সঙ্গে পরিণীতির সাত পাকে বাঁধা পড়ার সাক্ষী থাকতেই হয়তো প্রিয়াঙ্কার এই ভারত সফর ৷ অভিনেত্রীকে আগামিদিনে দেখা যাবে 'সিটাডেল' সিরিজে ৷ এই সিরিজটির প্রযোজনা করতে চলেছে রুশো ব্রাদার্স ৷ আগামী 28 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ সিরিজে রিচার্ড ম্যাডেনের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷

আরও পড়ুন: মুম্বইয়ে ডিওরের শোয়ে নজরকাড়া সোনম, অনুষ্কা ও অন্যান্য তারকারা; দেখে নিন ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.