ETV Bharat / entertainment

Nick Priyanka Easter Celebration : দোল হোক বা ইস্টার, আনন্দ উদযাপনে খামতি নেই নিকইয়াঙ্কার - Priyanka Celebrates Easter With Nick

স্বামী নিক জোনাসের সঙ্গে ইস্টার উদযাপনে মতে উঠলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Celebrates Easter With Nick) ৷

Nick Priyanka Easter Celebration
দোল হোক বা ইস্টার আনন্দ উদযাপনে খামতি নেই নিকইয়াঙ্কার
author img

By

Published : Apr 18, 2022, 12:34 PM IST

ওয়াশিংটন, 18 এপ্রিল : রবিবার নিজের স্বামী নিক জোনাসের সঙ্গে ইস্টার উদযাপনে মতে উঠলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইস্টার সেলিব্রেশনের বেশ কিছু ছবি অনুরাগীদের জন্য ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি ৷ এদিন প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়েছিলেন উজ্জ্বল হলুদ পোশাকে আর নিকের পরনে ছিল প্রিন্টেড টি শার্ট (Priyanka Celebrates Easter With Nick)৷

একইসঙ্গে জিভে জল এনে দেওয়া কাপ কেক আর ওয়াইনের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই পোস্টের ক্য়াপশনে প্রিয়াঙ্কা লেখেন, "আমাদের তরফে সকলকে ইস্টারের শুভেচ্ছা ৷"একইভাবে নিকও তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর এবং প্রিয়াঙ্কার ইস্টার সেলিব্রেশনের একটি ছবি শেয়ার করে ৷ এর আগে ভারতীয় রীতি মেনে দোল উৎসব পালনেও মেতে উঠেছিলেন এই হলি-বলি জুটি ৷ যা রীতিমত মন টেনেছিল দর্শকদের, এবার ইস্টারেও একইভাবে অনুষ্ঠান উদযাপনে মাতলেন নিকইয়াঙ্কা ৷

আরও পড়ুন: সুহানা-খুশি-অগস্তর প্রথম ছবি 'দ্য় আর্চিস'-এর শ্যুটিং শুরু

কাজের ক্ষেত্রে বলতে গেলে, প্রিয়াঙ্কার হাতে এবছর রয়েছে একাধিক প্রজেক্ট ৷ 'এন্ডিং থিংস', 'টেক্সট ফর ইউ' তো বটেই এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সিটাডেল'-এর মত ওয়েব সিরিজ ৷ আবার একইসঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ৷

ওয়াশিংটন, 18 এপ্রিল : রবিবার নিজের স্বামী নিক জোনাসের সঙ্গে ইস্টার উদযাপনে মতে উঠলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইস্টার সেলিব্রেশনের বেশ কিছু ছবি অনুরাগীদের জন্য ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন তিনি ৷ এদিন প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়েছিলেন উজ্জ্বল হলুদ পোশাকে আর নিকের পরনে ছিল প্রিন্টেড টি শার্ট (Priyanka Celebrates Easter With Nick)৷

একইসঙ্গে জিভে জল এনে দেওয়া কাপ কেক আর ওয়াইনের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই পোস্টের ক্য়াপশনে প্রিয়াঙ্কা লেখেন, "আমাদের তরফে সকলকে ইস্টারের শুভেচ্ছা ৷"একইভাবে নিকও তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর এবং প্রিয়াঙ্কার ইস্টার সেলিব্রেশনের একটি ছবি শেয়ার করে ৷ এর আগে ভারতীয় রীতি মেনে দোল উৎসব পালনেও মেতে উঠেছিলেন এই হলি-বলি জুটি ৷ যা রীতিমত মন টেনেছিল দর্শকদের, এবার ইস্টারেও একইভাবে অনুষ্ঠান উদযাপনে মাতলেন নিকইয়াঙ্কা ৷

আরও পড়ুন: সুহানা-খুশি-অগস্তর প্রথম ছবি 'দ্য় আর্চিস'-এর শ্যুটিং শুরু

কাজের ক্ষেত্রে বলতে গেলে, প্রিয়াঙ্কার হাতে এবছর রয়েছে একাধিক প্রজেক্ট ৷ 'এন্ডিং থিংস', 'টেক্সট ফর ইউ' তো বটেই এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সিটাডেল'-এর মত ওয়েব সিরিজ ৷ আবার একইসঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.