ETV Bharat / entertainment

Priyanka Nick Diwali Celebration: মেয়েকে সঙ্গে নিয়ে দীপাবলি পালন নিক-প্রিয়াঙ্কার - Priyanka Nick Diwali Celebration

স্বামী নিক জোনসকে সঙ্গে নিয়ে প্রায় সমস্ত ভারতীয় উৎসবই নিজেদের মতো করে পালন করেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra Nick Jonas Diwali with daughter )৷ এবার দীপাবলিতেও তার কোনও ব্যতিক্রম হল না ৷ বুধবার মেয়ে মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীপাবলি পালনের কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিক নিজেই ৷

Priyanka Nick Diwali Celebration
মেয়েকে সঙ্গে নিয়ে দীপাবলি পালন নিকইয়াঙ্কার
author img

By

Published : Oct 26, 2022, 12:45 PM IST

লস অ্যাঞ্জেলস, 26 অক্টোবর: স্বামী নিক জোনসকে সঙ্গে নিয়ে প্রায় সমস্ত ভারতীয় উৎসবই নিজেদের মতো করে পালন করেন প্রিয়ঙ্কা চোপড়া ৷ এবার দীপাবলিতেও তার কোনও ব্যতিক্রম হল না ৷ বুধবার মেয়ে মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীপাবলি পালনের কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিক নিজেই(Priyanka Chopra Nick Jonas Diwali Celebration) ৷ সোশাল মিডিয়ায় তিনি এদিন শেয়ার করেছেন তাঁদের পারিবারিক পুজোর বেশকিছু ঝলকও ৷

প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সাদা আর সোনালি মেশানো থ্রি পিস পোশাকে ৷ সঙ্গে রয়েছেন স্বামী নিক এবং মেয়ে মালতি ৷ অন্য একটি ছবিতে দেখা যায় মেয়েকে কোলে বসিয়ে পুজো সারছেন প্রিয়াঙ্কা ৷ মেয়ের মুখ অবশ্য় সোশাল মিডিয়ায় সামনে আনেননি নিকইয়াঙ্কা জুটি ৷ মালতির মুখ এখানেও ঢাকা একটি হার্ট ইমোজি দিয়ে ৷ ছবিগুলির ক্য়াপশনে লেখা, 'আমার ভালোবাসার মানুষের সঙ্গে একটি দারুণ দীপবলি উদযাপন ৷ সকলকে দীপাবলির শুভেচ্ছা...(Priyanka Nick Diwali Celebration)'

Priyanka Nick Diwali Celebration
বুধবার মেয়ে মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীপাবলি পালনের কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিক নিজেই ৷

এর আগেও হোলি এবং অন্যান্য উৎসব নিয়ে মেতে উঠতে দেখা গিয়েছিল এই হলি-বলি জুটিকে ৷ 2018 সালের ডিসেম্বরে খ্রিশ্চান ও হিন্দু দুই মতেই নিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ৷ 2 ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে সম্পন্ন হয় তাঁদের বিবাহের অনুষ্ঠান ৷ 2022 সালে সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন: জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে মাকে শুভেচ্ছা জানালেন রবিনা কন্যা রাশা

অভিনয়ের কথা বলতে গেলে বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে প্রিয়াঙ্কার ৷ বলিউড প্রজেক্ট 'জি লে জরা'-তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷ আবার 'ইটস অল কামিং ব্যাক', 'সিটাডেল'-এর মত সিরিজেও দেখা যাবে তাঁকে ৷

লস অ্যাঞ্জেলস, 26 অক্টোবর: স্বামী নিক জোনসকে সঙ্গে নিয়ে প্রায় সমস্ত ভারতীয় উৎসবই নিজেদের মতো করে পালন করেন প্রিয়ঙ্কা চোপড়া ৷ এবার দীপাবলিতেও তার কোনও ব্যতিক্রম হল না ৷ বুধবার মেয়ে মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীপাবলি পালনের কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিক নিজেই(Priyanka Chopra Nick Jonas Diwali Celebration) ৷ সোশাল মিডিয়ায় তিনি এদিন শেয়ার করেছেন তাঁদের পারিবারিক পুজোর বেশকিছু ঝলকও ৷

প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সাদা আর সোনালি মেশানো থ্রি পিস পোশাকে ৷ সঙ্গে রয়েছেন স্বামী নিক এবং মেয়ে মালতি ৷ অন্য একটি ছবিতে দেখা যায় মেয়েকে কোলে বসিয়ে পুজো সারছেন প্রিয়াঙ্কা ৷ মেয়ের মুখ অবশ্য় সোশাল মিডিয়ায় সামনে আনেননি নিকইয়াঙ্কা জুটি ৷ মালতির মুখ এখানেও ঢাকা একটি হার্ট ইমোজি দিয়ে ৷ ছবিগুলির ক্য়াপশনে লেখা, 'আমার ভালোবাসার মানুষের সঙ্গে একটি দারুণ দীপবলি উদযাপন ৷ সকলকে দীপাবলির শুভেচ্ছা...(Priyanka Nick Diwali Celebration)'

Priyanka Nick Diwali Celebration
বুধবার মেয়ে মালতি এবং স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীপাবলি পালনের কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিক নিজেই ৷

এর আগেও হোলি এবং অন্যান্য উৎসব নিয়ে মেতে উঠতে দেখা গিয়েছিল এই হলি-বলি জুটিকে ৷ 2018 সালের ডিসেম্বরে খ্রিশ্চান ও হিন্দু দুই মতেই নিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ৷ 2 ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে সম্পন্ন হয় তাঁদের বিবাহের অনুষ্ঠান ৷ 2022 সালে সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন নিক-প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন: জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে মাকে শুভেচ্ছা জানালেন রবিনা কন্যা রাশা

অভিনয়ের কথা বলতে গেলে বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে প্রিয়াঙ্কার ৷ বলিউড প্রজেক্ট 'জি লে জরা'-তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷ আবার 'ইটস অল কামিং ব্যাক', 'সিটাডেল'-এর মত সিরিজেও দেখা যাবে তাঁকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.