হায়দরাবাদে, 11 মে: সম্প্রতি বলি সুন্দরী প্রীতি জিন্টাকে দেখা গেল শিমলার হাতেশ্বরী মাতার মন্দিরে ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী জিন গুডএনাফ এবং দুই সন্তান জয় ও জিয়াও ৷ প্রীতিকে এদিন দেখা গেল হলুদ সালোয়ার স্যুটে ৷ ট্র্যাডিশনাল পোশাকে ভক্তিভরে হাতেশ্বরী মাতার দর্শন সারলেন এই নায়িকা ৷ ওড়না দিয়ে মাথা ঢেকে এদিন মন্দিরে প্রবেশ করেন নায়িকা ৷
প্রীতি নিজেই শেয়ার করেছেন তাঁর মন্দির দর্শনের কিছু মুহূর্ত ৷ এই শহরেই বেড়ে উঠেছেন অভিনেত্রী ৷ তাই হাতেশ্বরী মাতার মন্দিরের সঙ্গে তাঁর পরিচয় বেশ দীর্ঘকালের ৷ ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "যখন আমি ছোট ছিলাম প্রায়শই হাতেশ্বরী মাতার মন্দিরে আসতাম ৷ আমার ছোটবেলার সঙ্গে এই মন্দিরের একটি বিশেষ সূত্র জড়িয়ে আছে ৷ আমার মনে হয় আমি সবসময় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছি ৷ আর আমি এখন মা ৷ তাই এটাই স্বাভাবিক যে প্রথম মন্দির হিসাবে আমার ছেলেমেয়েরাও এখানেই আসবে ৷ একটি প্রাচীন এবং অপূর্ব মন্দির ৷ রইল আমাদের ভ্রমণের কিছু ঝলক ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও লিখেছেন, "আমি নিশ্চিত যে জয় আর জিয়া আমাদের এই বেড়ানোর কথা ভুলে যাবে ৷ তাই আমাদের আবার আসতে হবে ৷ কারণ মা আমাদের আবার ডাক দেবেন ৷ জয় মা দূর্গা, জয় মহিষাসুরমর্দ্দিনী ৷ যদি এখানে আসার সুযোগ হয় তাহলে অবশ্য়ই দেখতে ভুলবেন না ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আইপিএলের থেকে বিরতি নিয়ে প্রীতি এখন পরিবারের সঙ্গে কিছু সময় কাটাচ্ছেন ৷ সঙ্গে রয়েছে তাঁর দুই সন্তান এবং তাঁর স্বামীও ৷ কখনও তিনি তাঁদের সঙ্গে খেলায় মেতে ওঠেন ৷ আবার কখনও তাঁকে দেখা গিয়েছে পাহাড়ি পরিবেশে ৷ 2016 সালে গুডএনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা ৷ 2021 সালে তিনি যমজ সন্তানের মা হন ৷
আরও পড়ুন: এবার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় বুম্বাদা, সামনে এল 'স্কুপ' মুক্তির দিনক্ষণ