ETV Bharat / entertainment

Actors On Prajapati: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার - Dev Mithun New Project Projapati

হাজির হল অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি 'প্রজাপতি'র ট্রেলার(Projapati Trailer Is Out Now ) । এদিন অনুষ্ঠানে টেলিভিশন খ্যাত অভিনেত্রী শ্বেতার ভূয়সী প্রশংসা করলেন দেব । এদিন ট্রেলার লঞ্চে এসে ছবি নিয়ে মুখ খুললেন অন্যরাও (Projapati Trailer Is Out Now ) ৷

Projapati
দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার
author img

By

Published : Dec 2, 2022, 10:24 AM IST

Updated : Dec 2, 2022, 7:40 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: হাজির হল অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি 'প্রজাপতি'র ট্রেলার । 23 ডিসেম্বর বড় পর্দায় আসছে এই ছবি । এই ছবি নিয়ে বাঙালি সিনে প্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের কারণ একটাই এই ছবিতে ফের একবার জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেব ৷ এর আগেও একসঙ্গে জুটি বেঁধেছেন দেব-মিঠুন ৷ দর্শকদের মন জয় করতে কোনও ভুল করেনি সেই ছবিগুলি ৷ এবার বেশ কিছুদিন পর একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে হাজির এই দুই সুপারস্টার(Dev-Mithun New Project Projapati) ৷

ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরি, দেব, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দোপাধ্য়ায় এবং সঙ্গীত পরিচালক রথীজিৎ ভট্টাচার্য । এই ছবিতে মিঠুন চক্রবর্তীর মেয়ের ভূমিকায় দেখা যাবে কনীনিকাকে । আর ছেলের ভূমিকায় দেখা যাবে দেবকে(Dev-Mithun new film Projapati) ৷ ট্রেলারেই আভাস মিলেছে বাবা-ছেলের একটি মিষ্টি সম্পর্কের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷ 'মৃগয়া'র পর 46 বছর পর এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ ।

দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

আরও পড়ুন: প্রয়াত প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস

এই ছবি বাবা-ছেলের সম্পর্কের গল্প বলে, প্রেমের গল্প বলে। ওয়েডিং প্ল্যানার দেবের বিয়ের চিন্তায় ঘুম হচ্ছে না মিঠুনের ৷ অন্যদিকে তাঁকেও দেখা যাচ্ছে পুরোনো বন্ধু মমতার সঙ্গে ৷ সব মিলিয়ে জমজমাট এক পারিবারিক গল্প নিয়ে হাজির হতে চলেছে 'প্রজাপতি' ৷ এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক করলেন শ্বেতা ভট্টাচার্য । এদিন অনুষ্ঠানে টেলিভিশন খ্যাত অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করলেন দেব (Dev and Sweta New Movie Projapati)। ট্রেলার লঞ্চে এসে ছবি নিয়ে মুখ খুললেন অন্যরাও (Actors On Projapati) ৷ ছবির সঙ্গীত পরিচালনায় আছেন অনুপম রায়, রথীজিৎ ভট্টাচার্য এবং সুরজিৎ চট্টোপাধ্য়ায় । গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ এবং রথীজিৎ ভট্টাচার্য।

কলকাতা, 2 ডিসেম্বর: হাজির হল অভিজিৎ সেন পরিচালিত বাংলা ছবি 'প্রজাপতি'র ট্রেলার । 23 ডিসেম্বর বড় পর্দায় আসছে এই ছবি । এই ছবি নিয়ে বাঙালি সিনে প্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের কারণ একটাই এই ছবিতে ফের একবার জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেব ৷ এর আগেও একসঙ্গে জুটি বেঁধেছেন দেব-মিঠুন ৷ দর্শকদের মন জয় করতে কোনও ভুল করেনি সেই ছবিগুলি ৷ এবার বেশ কিছুদিন পর একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে হাজির এই দুই সুপারস্টার(Dev-Mithun New Project Projapati) ৷

ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরি, দেব, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দোপাধ্য়ায় এবং সঙ্গীত পরিচালক রথীজিৎ ভট্টাচার্য । এই ছবিতে মিঠুন চক্রবর্তীর মেয়ের ভূমিকায় দেখা যাবে কনীনিকাকে । আর ছেলের ভূমিকায় দেখা যাবে দেবকে(Dev-Mithun new film Projapati) ৷ ট্রেলারেই আভাস মিলেছে বাবা-ছেলের একটি মিষ্টি সম্পর্কের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷ 'মৃগয়া'র পর 46 বছর পর এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ ।

দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

আরও পড়ুন: প্রয়াত প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস

এই ছবি বাবা-ছেলের সম্পর্কের গল্প বলে, প্রেমের গল্প বলে। ওয়েডিং প্ল্যানার দেবের বিয়ের চিন্তায় ঘুম হচ্ছে না মিঠুনের ৷ অন্যদিকে তাঁকেও দেখা যাচ্ছে পুরোনো বন্ধু মমতার সঙ্গে ৷ সব মিলিয়ে জমজমাট এক পারিবারিক গল্প নিয়ে হাজির হতে চলেছে 'প্রজাপতি' ৷ এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক করলেন শ্বেতা ভট্টাচার্য । এদিন অনুষ্ঠানে টেলিভিশন খ্যাত অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করলেন দেব (Dev and Sweta New Movie Projapati)। ট্রেলার লঞ্চে এসে ছবি নিয়ে মুখ খুললেন অন্যরাও (Actors On Projapati) ৷ ছবির সঙ্গীত পরিচালনায় আছেন অনুপম রায়, রথীজিৎ ভট্টাচার্য এবং সুরজিৎ চট্টোপাধ্য়ায় । গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ এবং রথীজিৎ ভট্টাচার্য।

Last Updated : Dec 2, 2022, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.