ETV Bharat / entertainment

Dev on Pradhan Shooting: পাহাড়ে কি জমবে সৌমিতৃষার সঙ্গে প্রেম? 'প্রধান' ছবির শ্যুটিং নিয়ে বড় খবর দিলেন দেব - Dev on Pradhan Shooting

দেবের আগামী ছবি 'প্রধান'-এর শ্যুটিং হবে উত্তরবঙ্গে ৷ সম্প্রতি অনুরাগীদের প্রশ্নের উত্তরে জানালেন অভিনেতা নিজেই ৷

Dev New Film
পাহাড়ে জমবে প্রধান ছবির শ্যুটিং
author img

By

Published : Jun 8, 2023, 9:06 PM IST

কলকাতা, 8 জুন: দেব এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' নিয়ে ৷ সম্প্রতি শুরু হয়ে গিয়েছে এই ছবির চতুর্থ পর্বের শ্য়ুটিংও ৷ এর আগেই ঝাড়খণ্ড, মধ্য়প্রদেশ-সহ একাধিক জায়গায় শ্যুটিং সেরেছে দেব-বিরসার টিম ৷ এই ছবি নিয়ে উত্তেজনা দেব অনুরাগীদের মধ্য়েও তুঙ্গে ৷ কারণ প্রথমবার দেব পর্দায় আসতে চলেছেন ব্যোমকেশ সাজে ৷ তবে তার সঙ্গে চর্চা চলেছে দেবের আগামী ছবি 'প্রধান' নিয়েও ৷ এই ছবির পরিচালক অভিজিৎ সেন ৷ কোথায় হবে ছবির শ্যুটিং তারই কিছু আভাস এবার দিলেন দেব ৷

পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে এই নিয়ে তৃতীয়বার জুটি বাঁধতে চলেছেন দেব ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে ৷ ইতিমধ্য়েই সৌমিতৃষার বেশকিছু ছবিও শেয়ার করেছেন প্রধান ছবির নির্মাতা অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে ৷ এর আগে অভিজিৎ সেনের হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন শ্বেতা ভট্টাচার্য ৷ ছবির নাম ছিল 'প্রজাপতি' ৷ রীতিমতো সুপারহিট হয়েছিল দেব-শ্বেতা জুটি ৷ আর এবার দেবের হাত ধরছেন সৌমিতৃষা ৷ কিন্তু ছবির শ্যুটিংটা হবে কোথায় ?

  • Let’s do #askdev for 10min…after that I have #Pradhan narration

    Chalo shoot ur questions let me see if I can answer them 🤔

    — Dev (@idevadhikari) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব খবর যদিও ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে দেব সম্প্রতি একটি 'আসক দেব' সেশনের আয়োজন করেছিলেন টুইটারে ৷ সেখানে 10 মিনিট অনুরাগীদের তিনি সময় দিয়েছিলেন তাঁকে প্রশ্ন করার ৷ এরই মধ্য়ে এক অনুরাগী প্রশ্ন করেন, "দাদা আবার উত্তরবঙ্গে কবে আসবে?" দেব তাঁর অনুরাগীর এই প্রশ্নের জবাব দিতে গিয়েই ফাঁস করেছেন 'প্রধান' ছবির শ্যুটিংয়ের খবর ৷ দেব তাঁকে উত্তর দেন, "প্রধান-এর শ্য়ুটিংয়ের সময় ৷"

আরও পড়ুন: ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা

যদিও কবে শুরু হতে চলেছে এই শ্যুটিং তা জনাননি ছবির নির্মাতারা ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, এই ছবির শ্যুটিং দেব শুরু করবেন আগামী অগস্টে ৷ ইতিমধ্যেই ছবি ন্য়ারেশনও যে হয়ে গিয়েছে তাও জানিয়ে দিয়েছেন অভিনেতা ৷ শোনা গিয়েছে দেব এবং সৌমিতৃষার সঙ্গে ছবিতে দেখা যাবে পরাণ বন্দোপাধ্য়ায়কেও ৷

কলকাতা, 8 জুন: দেব এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' নিয়ে ৷ সম্প্রতি শুরু হয়ে গিয়েছে এই ছবির চতুর্থ পর্বের শ্য়ুটিংও ৷ এর আগেই ঝাড়খণ্ড, মধ্য়প্রদেশ-সহ একাধিক জায়গায় শ্যুটিং সেরেছে দেব-বিরসার টিম ৷ এই ছবি নিয়ে উত্তেজনা দেব অনুরাগীদের মধ্য়েও তুঙ্গে ৷ কারণ প্রথমবার দেব পর্দায় আসতে চলেছেন ব্যোমকেশ সাজে ৷ তবে তার সঙ্গে চর্চা চলেছে দেবের আগামী ছবি 'প্রধান' নিয়েও ৷ এই ছবির পরিচালক অভিজিৎ সেন ৷ কোথায় হবে ছবির শ্যুটিং তারই কিছু আভাস এবার দিলেন দেব ৷

পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে এই নিয়ে তৃতীয়বার জুটি বাঁধতে চলেছেন দেব ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে ৷ ইতিমধ্য়েই সৌমিতৃষার বেশকিছু ছবিও শেয়ার করেছেন প্রধান ছবির নির্মাতা অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে ৷ এর আগে অভিজিৎ সেনের হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন শ্বেতা ভট্টাচার্য ৷ ছবির নাম ছিল 'প্রজাপতি' ৷ রীতিমতো সুপারহিট হয়েছিল দেব-শ্বেতা জুটি ৷ আর এবার দেবের হাত ধরছেন সৌমিতৃষা ৷ কিন্তু ছবির শ্যুটিংটা হবে কোথায় ?

  • Let’s do #askdev for 10min…after that I have #Pradhan narration

    Chalo shoot ur questions let me see if I can answer them 🤔

    — Dev (@idevadhikari) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সব খবর যদিও ফাঁস করেননি নির্মাতারা ৷ তবে দেব সম্প্রতি একটি 'আসক দেব' সেশনের আয়োজন করেছিলেন টুইটারে ৷ সেখানে 10 মিনিট অনুরাগীদের তিনি সময় দিয়েছিলেন তাঁকে প্রশ্ন করার ৷ এরই মধ্য়ে এক অনুরাগী প্রশ্ন করেন, "দাদা আবার উত্তরবঙ্গে কবে আসবে?" দেব তাঁর অনুরাগীর এই প্রশ্নের জবাব দিতে গিয়েই ফাঁস করেছেন 'প্রধান' ছবির শ্যুটিংয়ের খবর ৷ দেব তাঁকে উত্তর দেন, "প্রধান-এর শ্য়ুটিংয়ের সময় ৷"

আরও পড়ুন: ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা

যদিও কবে শুরু হতে চলেছে এই শ্যুটিং তা জনাননি ছবির নির্মাতারা ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, এই ছবির শ্যুটিং দেব শুরু করবেন আগামী অগস্টে ৷ ইতিমধ্যেই ছবি ন্য়ারেশনও যে হয়ে গিয়েছে তাও জানিয়ে দিয়েছেন অভিনেতা ৷ শোনা গিয়েছে দেব এবং সৌমিতৃষার সঙ্গে ছবিতে দেখা যাবে পরাণ বন্দোপাধ্য়ায়কেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.